ETV Bharat / state

বর্ধমানে মদের দোকানের সামনে লম্বা লাইন, সামাল দিতে ব্যস্ত পুলিশ - cororna

বর্ধমানের মদের দোকানগুলিতে লম্বা লাইন । ভিড় সামাল দিতে পথে নামল পুলিশ ।

aa
লাইন
author img

By

Published : May 5, 2020, 4:12 PM IST

বর্ধমান, 5 মে : খুলেছে মদের দোকান । গতকাল প্রথম দিনেই মদ কিনতে লম্বা লাইন পড়েছিল বর্ধমানের মদের দোকানগুলির সামনে । যাঁরা খবর পাননি কিংবা সময় করে দোকানে যেতে পারেননি তাঁরা আজ সকাল থেকেই মদের দোকানের সামনে লাইন দেন । ভিড় বাড়তেই লাইন সামাল দিতে পথে নামতে হয় পুলিশকে ।

আজ সকাল হতেই ভিড় উপচে পড়ে মদের দোকানগুলির সামনে । দোকানের বাইরে ব্যানার ঝোলানো হয়েছে মাস্ক না পরে লাইনে দাঁড়ালে মদ দেওয়া হবে না । শুধু তাই নয়, এক লিটারের বেশি কেউ মদ কিনতে পারবেন না । পুরানো দামের থেকে 30 শতাংশ বেশি দাম দিতে হবে । বর্ধমানের শাঁখারি পুকুর এলাকার মদের দোকানগুলিতে ভিড় সামাল দিতে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ । আবগারি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় যাতে মদের দোকানগুলিতে মদ কেনাকে কেন্দ্র করে কোনও অশান্তি না হয় সেজন্য পুলিশকে নজর রাখতে বলা হয়েছে ।

লকডাউনের কারণে আর্থিকভাবে বিপর্যস্ত গোটা দেশ । এই অবস্থায় শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে । এরপরেই গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় খুলেছে মদের দোকান । আর সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে চোখে পড়ার মতো ।

বর্ধমান, 5 মে : খুলেছে মদের দোকান । গতকাল প্রথম দিনেই মদ কিনতে লম্বা লাইন পড়েছিল বর্ধমানের মদের দোকানগুলির সামনে । যাঁরা খবর পাননি কিংবা সময় করে দোকানে যেতে পারেননি তাঁরা আজ সকাল থেকেই মদের দোকানের সামনে লাইন দেন । ভিড় বাড়তেই লাইন সামাল দিতে পথে নামতে হয় পুলিশকে ।

আজ সকাল হতেই ভিড় উপচে পড়ে মদের দোকানগুলির সামনে । দোকানের বাইরে ব্যানার ঝোলানো হয়েছে মাস্ক না পরে লাইনে দাঁড়ালে মদ দেওয়া হবে না । শুধু তাই নয়, এক লিটারের বেশি কেউ মদ কিনতে পারবেন না । পুরানো দামের থেকে 30 শতাংশ বেশি দাম দিতে হবে । বর্ধমানের শাঁখারি পুকুর এলাকার মদের দোকানগুলিতে ভিড় সামাল দিতে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ । আবগারি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় যাতে মদের দোকানগুলিতে মদ কেনাকে কেন্দ্র করে কোনও অশান্তি না হয় সেজন্য পুলিশকে নজর রাখতে বলা হয়েছে ।

লকডাউনের কারণে আর্থিকভাবে বিপর্যস্ত গোটা দেশ । এই অবস্থায় শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে । এরপরেই গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় খুলেছে মদের দোকান । আর সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে চোখে পড়ার মতো ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.