ETV Bharat / state

J P Nadda in Purbasthali: 'যুদ্ধ থামিয়ে বাংলার সন্তানদের উদ্ধার করেছেন মোদিজি !' দিদিকে বার্তা নাড্ডার

রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সভা করলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda in Purbasthali) ৷ সেই সভা থেকে মোদি-দিদির মধ্যে কীভাবে তুলনা টানলেন তিনি ?

J P Nadda says PM Narendra Modi halt Ukraine Russia War to rescue Indian Students
নাড্ডার বার্তা
author img

By

Published : Feb 12, 2023, 2:04 PM IST

Updated : Feb 12, 2023, 4:06 PM IST

নাড্ডার মুখে মোদিস্তূতি

পূর্বস্থলী, 12 ফেব্রুয়ারি: "যুদ্ধ থামিয়ে ইউক্রেন থেকে বাংলার 300 পড়ুয়াকে উদ্ধার করে এনেছিলেন মোদিজি ! বুঝলেন দিদি !" পঞ্চায়েত ভোটের আগে বাংলায় প্রচারে এসে এভাবেই মোদির গুণগান এবং দিদির সমালোচনা করলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ রবিবার পূর্ব বর্ধমানের কাটোয়ার পূর্বস্থলীতে একটি জনসভা করেন তিনি (J P Nadda in Purbasthali) ৷ সেই জনসভার মঞ্চ থেকেই ফের একবার বাংলায় পরিবর্তনের ডাক দেন বিজেপি সভাপতি ৷ সভাস্থলের ভিড় দেখে বলেন, বাংলায় পরিবর্তন আসন্ন !

বাংলায় পঞ্চায়েত ভোট আসন্ন (WB Panchayat Election 2023) ৷ এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষিত না হলেও সংশ্লিষ্ট মহল বলছে, দ্রুত বেজে যাবে নির্বাচনের দামামা ৷ ফলত, রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি শুরু হয়ে গিয়েছে ৷ বিজেপি সূত্রে খবর, সেই প্রচার কর্মসূচির অধীনেই নাড্ডার এদিনের সভা আয়োজন করা হয় ৷ এদিন পূর্বস্থলী থানার মাঠে সভা করেন বাংলার জামাই জে পি নাড্ডা ৷ সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য়রা ৷

আরও পড়ুন: 'অভিষেক চান না, গরুপাচার বন্ধ হোক !' পালটা তোপ সুকান্তর

এদিনের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন নাড্ডা ৷ মমতার সঙ্গে তুলনা টেনে যোজন দূরে এগিয়ে রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ নাড্ডার অভিযোগ, মমতার শাসনে বাংলায় জঙ্গলরাজ কায়েম হয়েছে ৷ অথচ মোদির নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে ৷ নাড্ডার কথায়, "যে ব্রিটেন ভারতের উপর 200 বছর রাজত্ব করেছিল, মোদিজির নেতৃত্বে সেই ব্রিটেনের অর্থনীতিকেও ছাড়িয়ে গিয়েছে ভারত ! দেশের ছাত্র, যুব ও নারীর উন্নয়নে একমাত্র মোদিজিই কাজ করছেন ৷"

মোদিকে মহিমান্বিত করতে গিয়ে নাড্ডাকে এও বলতে শোনা যায় যে ভারতের প্রধানমন্ত্রী চাইলে যুদ্ধ পর্যন্ত থামিয়ে দিতে পারেন ! যা আর কেউ পারেন না ! নাড্ডা বলেন, "ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে ৷ সেই যুদ্ধ কেউ থামাতে পেরেছে ? আমেরিকা পেরেছে ? পাকিস্তান পেরেছে ? কিন্তু, মোদিজির ভাবমূর্তি এমনই যে তিনি একই সময় পুতিনের সঙ্গে কথা বলেছেন, আবার জিলেনস্কির সঙ্গেও কথা বলেছেন ৷ যুদ্ধ থামিয়ে ভারতের ছাত্রছাত্রীদের উদ্ধার করে এনেছেন ! সেই দলে বাংলার 300 জন পড়ুয়াও ছিলেন ৷ বুঝলেন দিদি, এই হলেন মোদিজি !" এরপরই নাড্ডা দাবি করেন, মোদিজি কারও সঙ্গে কোনও ভেদাভেদ করেন না ৷ এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কোন কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে, তারও খতিয়ান তুলে ধরেন নাড্ডা ৷

নাড্ডার মুখে মোদিস্তূতি

পূর্বস্থলী, 12 ফেব্রুয়ারি: "যুদ্ধ থামিয়ে ইউক্রেন থেকে বাংলার 300 পড়ুয়াকে উদ্ধার করে এনেছিলেন মোদিজি ! বুঝলেন দিদি !" পঞ্চায়েত ভোটের আগে বাংলায় প্রচারে এসে এভাবেই মোদির গুণগান এবং দিদির সমালোচনা করলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ রবিবার পূর্ব বর্ধমানের কাটোয়ার পূর্বস্থলীতে একটি জনসভা করেন তিনি (J P Nadda in Purbasthali) ৷ সেই জনসভার মঞ্চ থেকেই ফের একবার বাংলায় পরিবর্তনের ডাক দেন বিজেপি সভাপতি ৷ সভাস্থলের ভিড় দেখে বলেন, বাংলায় পরিবর্তন আসন্ন !

বাংলায় পঞ্চায়েত ভোট আসন্ন (WB Panchayat Election 2023) ৷ এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষিত না হলেও সংশ্লিষ্ট মহল বলছে, দ্রুত বেজে যাবে নির্বাচনের দামামা ৷ ফলত, রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি শুরু হয়ে গিয়েছে ৷ বিজেপি সূত্রে খবর, সেই প্রচার কর্মসূচির অধীনেই নাড্ডার এদিনের সভা আয়োজন করা হয় ৷ এদিন পূর্বস্থলী থানার মাঠে সভা করেন বাংলার জামাই জে পি নাড্ডা ৷ সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য়রা ৷

আরও পড়ুন: 'অভিষেক চান না, গরুপাচার বন্ধ হোক !' পালটা তোপ সুকান্তর

এদিনের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন নাড্ডা ৷ মমতার সঙ্গে তুলনা টেনে যোজন দূরে এগিয়ে রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ নাড্ডার অভিযোগ, মমতার শাসনে বাংলায় জঙ্গলরাজ কায়েম হয়েছে ৷ অথচ মোদির নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে ৷ নাড্ডার কথায়, "যে ব্রিটেন ভারতের উপর 200 বছর রাজত্ব করেছিল, মোদিজির নেতৃত্বে সেই ব্রিটেনের অর্থনীতিকেও ছাড়িয়ে গিয়েছে ভারত ! দেশের ছাত্র, যুব ও নারীর উন্নয়নে একমাত্র মোদিজিই কাজ করছেন ৷"

মোদিকে মহিমান্বিত করতে গিয়ে নাড্ডাকে এও বলতে শোনা যায় যে ভারতের প্রধানমন্ত্রী চাইলে যুদ্ধ পর্যন্ত থামিয়ে দিতে পারেন ! যা আর কেউ পারেন না ! নাড্ডা বলেন, "ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে ৷ সেই যুদ্ধ কেউ থামাতে পেরেছে ? আমেরিকা পেরেছে ? পাকিস্তান পেরেছে ? কিন্তু, মোদিজির ভাবমূর্তি এমনই যে তিনি একই সময় পুতিনের সঙ্গে কথা বলেছেন, আবার জিলেনস্কির সঙ্গেও কথা বলেছেন ৷ যুদ্ধ থামিয়ে ভারতের ছাত্রছাত্রীদের উদ্ধার করে এনেছেন ! সেই দলে বাংলার 300 জন পড়ুয়াও ছিলেন ৷ বুঝলেন দিদি, এই হলেন মোদিজি !" এরপরই নাড্ডা দাবি করেন, মোদিজি কারও সঙ্গে কোনও ভেদাভেদ করেন না ৷ এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কোন কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে, তারও খতিয়ান তুলে ধরেন নাড্ডা ৷

Last Updated : Feb 12, 2023, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.