ETV Bharat / state

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার 8 - TMC Leader's Murder Case

মঙ্গলবার পূর্ব বর্ধমানে খুন হন এক তৃণমূল নেতা ৷ ওই ঘটনায় বৃহস্পতিবার আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তৃণমূল নেতা খুনের ঘটনায় মঙ্গলকোটে গ্রেপ্তার 8
তৃণমূল নেতা খুনের ঘটনায় মঙ্গলকোটে গ্রেপ্তার 8
author img

By

Published : Jan 28, 2021, 3:01 PM IST

মঙ্গলকোট, 28 জানুয়ারি : পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করল। বৃহস্পতিবার ধৃতদের পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নিগন গ্রামের বাসিন্দা স্বপন দাস, আশিস ঘোষ, দৈয়ব মাঝি, লবান মাঝি, রাজা মাঝি, মুকুল ঘোষ, বাপি দাস ও জগন্নাথ ঘোষকে গ্রেপ্তার করা হয়৷ ইতিমধ্যে মৃতের পরিবারের তরফে 26 জনের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে নিগন গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা গ্রামে চাপা উত্তেজনা রয়েছে ।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী সঞ্জিত ঘোষকে রাস্তার উপর বাঁশ, লাঠি, রড দিয়ে পিটিয়ে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রথমে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : বাংলাদেশের স্লোগান ‘জয় বাংলা’, মুখ্যমন্ত্রীর সমালোচনায় দিলীপ

যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে৷

মঙ্গলকোট, 28 জানুয়ারি : পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করল। বৃহস্পতিবার ধৃতদের পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নিগন গ্রামের বাসিন্দা স্বপন দাস, আশিস ঘোষ, দৈয়ব মাঝি, লবান মাঝি, রাজা মাঝি, মুকুল ঘোষ, বাপি দাস ও জগন্নাথ ঘোষকে গ্রেপ্তার করা হয়৷ ইতিমধ্যে মৃতের পরিবারের তরফে 26 জনের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে নিগন গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা গ্রামে চাপা উত্তেজনা রয়েছে ।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী সঞ্জিত ঘোষকে রাস্তার উপর বাঁশ, লাঠি, রড দিয়ে পিটিয়ে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রথমে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : বাংলাদেশের স্লোগান ‘জয় বাংলা’, মুখ্যমন্ত্রীর সমালোচনায় দিলীপ

যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.