ETV Bharat / state

নির্দেশিকা অমান্য করেই ভিড় বাজারে, সরল বর্ধমানের নীলপুর বাজার

author img

By

Published : Apr 12, 2020, 3:42 PM IST

Updated : Apr 13, 2020, 5:38 PM IST

লকডাউনের নির্দেশিকা অমান্য করেই ভিড় বাজারে । গা ঘেঁষাঘেষি করে চলল কেনা-কাটা । পরিস্থিতি সামলাতে অন্যত্র সরানো হল বর্ধমানের নীলপুর বাজার ।

নীলপুর বাজার
নীলপুর বাজার

বর্ধমান, 12 এপ্রিল : রবিবার সকাল । জমিয়ে মাছ, মাংস রান্না না করলে রবিবারটাই কেমন ফিকে হয়ে যাবে । লকডাউন? তাতে কী, পাতে মাছ, মাংস না পড়লে জমে নাকি দুপুরের খাবার ? আর বাকি, 19 দিন বাড়িতে থাকতে ভালো লাগে নাকি ? শোনা যাচ্ছে আবার বাড়বে লকডাউন । স্থানীয়দের এসব মন্তব্য়ের মাঝেই বর্ধমানের নীলপুর বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো । সামাজিক দূরত্ব মানা তো অনেক দূর, মুখে মাস্কটুকু লাগায়নি কেউ । কেউবা নাক না ঢেকে রুমাল লাগিয়েছেন গলায়, কেউ শাড়ির এক চিলতে আঁচল দিয়ে মুখ ঢেকেছেন । রবিবার প্রিয়জনের মুখে অন্ন জোগাতে গায়ে গা ঘেঁষে চলছে কেনাকাটা । এই পরিস্থিতিতে তাই এবার বর্ধমান শহরের নীলপুর বাজারকে সরিয়ে দিল পুলিশ । আগামীকাল থেকে স্থানীয় চৌরঙ্গির মাঠে বসবে নীলপুর বাজারের দোকানপাট ।

এই ছবিটা নতুন নয় । জনতা কারফিউ এবং তার পরবর্তী এক-দু'দিন লকডাউনের নির্দেশিকা মানলেও কোরোনা ভাইরাস এখন অনেকটাই পরিচিত ঘরে ঘরে । প্রথমদিকে অচেনা এই ভাইরাসকে মানুষ যতটা ভয় পেয়েছে এবং তার ফলে সচেতন হয়েছে, সেই বিষয়টা কিন্তু এখন অনেকটাই ফিকে হয়ে গেছে । যার জেরে প্রশাসনের তরফে পরিস্থিতি বুঝে নিরাপত্তা বা সচেতনতা আরও জোরাল করা হলেও অনেকাংশই তা বুঝতে চাইছে না মানুষজন । কোথাও লুকিয়ে মিথ্যা বলে বেরিয়ে পড়ছে । কোথাও অকারণে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে । পুলিশ বললে পালটা মার, থুতু দেওয়া, অভিযোগ জানানো রোজকার বিষয় । বাজারে, রাস্তায়, গলিতে গলিতে মুখ্যমন্ত্রীর বলা সচেতনতামূলক বার্তাও কোথাও ফিকে থেকে যাচ্ছে । শুনেও না শোনার ভান করে নিজেদের গন্তব্যে এগিয়ে চলেছে মানুষ । আজ রবিবার, বাজারে ভিড় হবে এমন আশঙ্কা করেই বর্ধমানের নীলপুর বাজারে অভিযান চালায় পুলিশ । যেমন আশঙ্কা, ঠিক তেমনই ছবি দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় তারা । বাজারটি মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । আগামীকাল থেকে স্থানীয় চৌরঙ্গির মাঠেই বসবে এই বাজারের সব দোকান । মাঠটি বড় হওয়ায় নির্দিষ্ট দূরত্ব মেনে দোকানপাট বসলে দূরত্ব মেনে চলা হবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা ।

পরে মাইকিং করে বাজার সরিয়ে নেওয়ার বিষয়টি সকলকে জানিয়ে দেওয়া হয় ।

বর্ধমান, 12 এপ্রিল : রবিবার সকাল । জমিয়ে মাছ, মাংস রান্না না করলে রবিবারটাই কেমন ফিকে হয়ে যাবে । লকডাউন? তাতে কী, পাতে মাছ, মাংস না পড়লে জমে নাকি দুপুরের খাবার ? আর বাকি, 19 দিন বাড়িতে থাকতে ভালো লাগে নাকি ? শোনা যাচ্ছে আবার বাড়বে লকডাউন । স্থানীয়দের এসব মন্তব্য়ের মাঝেই বর্ধমানের নীলপুর বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো । সামাজিক দূরত্ব মানা তো অনেক দূর, মুখে মাস্কটুকু লাগায়নি কেউ । কেউবা নাক না ঢেকে রুমাল লাগিয়েছেন গলায়, কেউ শাড়ির এক চিলতে আঁচল দিয়ে মুখ ঢেকেছেন । রবিবার প্রিয়জনের মুখে অন্ন জোগাতে গায়ে গা ঘেঁষে চলছে কেনাকাটা । এই পরিস্থিতিতে তাই এবার বর্ধমান শহরের নীলপুর বাজারকে সরিয়ে দিল পুলিশ । আগামীকাল থেকে স্থানীয় চৌরঙ্গির মাঠে বসবে নীলপুর বাজারের দোকানপাট ।

এই ছবিটা নতুন নয় । জনতা কারফিউ এবং তার পরবর্তী এক-দু'দিন লকডাউনের নির্দেশিকা মানলেও কোরোনা ভাইরাস এখন অনেকটাই পরিচিত ঘরে ঘরে । প্রথমদিকে অচেনা এই ভাইরাসকে মানুষ যতটা ভয় পেয়েছে এবং তার ফলে সচেতন হয়েছে, সেই বিষয়টা কিন্তু এখন অনেকটাই ফিকে হয়ে গেছে । যার জেরে প্রশাসনের তরফে পরিস্থিতি বুঝে নিরাপত্তা বা সচেতনতা আরও জোরাল করা হলেও অনেকাংশই তা বুঝতে চাইছে না মানুষজন । কোথাও লুকিয়ে মিথ্যা বলে বেরিয়ে পড়ছে । কোথাও অকারণে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে । পুলিশ বললে পালটা মার, থুতু দেওয়া, অভিযোগ জানানো রোজকার বিষয় । বাজারে, রাস্তায়, গলিতে গলিতে মুখ্যমন্ত্রীর বলা সচেতনতামূলক বার্তাও কোথাও ফিকে থেকে যাচ্ছে । শুনেও না শোনার ভান করে নিজেদের গন্তব্যে এগিয়ে চলেছে মানুষ । আজ রবিবার, বাজারে ভিড় হবে এমন আশঙ্কা করেই বর্ধমানের নীলপুর বাজারে অভিযান চালায় পুলিশ । যেমন আশঙ্কা, ঠিক তেমনই ছবি দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় তারা । বাজারটি মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । আগামীকাল থেকে স্থানীয় চৌরঙ্গির মাঠেই বসবে এই বাজারের সব দোকান । মাঠটি বড় হওয়ায় নির্দিষ্ট দূরত্ব মেনে দোকানপাট বসলে দূরত্ব মেনে চলা হবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা ।

পরে মাইকিং করে বাজার সরিয়ে নেওয়ার বিষয়টি সকলকে জানিয়ে দেওয়া হয় ।

Last Updated : Apr 13, 2020, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.