বুদবুদ, 10 মার্চ: দামোদরের পাড়ে বুদবুদ থানার অন্তর্গত ভরতপুর এলাকায় প্রায় পঞ্চাশ বছর আগে বৌদ্ধস্তূপের নিদর্শন পাওয়া গিয়েছিল বহুবছর আগে । সেই সময় মাটি খুঁড়ে পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে বুদ্ধদেবের মূর্তি-সহ বেশ কিছু সেই সময়কার সামগ্রী উদ্ধার হয় । তারপর গোটা এলাকাটায় পুরাতত্ত্ব বিভাগ নিজেদের অধিগ্রহণে নিয়ে নেয় (Excavations begin after 50 years in Budbud Buddhist Stupa)।
বৌদ্ধস্তূপটিকে সিমেন্ট দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় । তাতে ইতিহাস সেই মাটির তলায় চাপা পড়েই থাকে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের । সেই সময় থেকে এখনও পর্যন্ত এই এলাকার ইতিহাস অজানাই রয়ে গিয়েছে । সেই ইতিহাসের খোঁজে 50 বছর পর আবার খননকাজ শুরু করল পুরাতত্ত্ব বিভাগ । শুক্রবার খননকার্য পরিদর্শন করলেন দুর্গাপুর-বর্ধমান লোকসভা কেন্দ্রের সংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকেরা ।
চলতি বছর জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে খননকাজ । তাতে এখনও পর্যন্ত বেশ কিছু মাটির সামগ্রী উদ্ধার হয়েছে, যা প্রাচীনকালের গুরুত্বপূর্ণ নিদর্শন বলেই মনে করা হচ্ছে । এই খননকাজের দায়িত্ব পেয়েছেন পুরাতত্ত্ব বিভাগের আধিকারিক ডা: রাজেন্দ্র যাদব । তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ এই বিষয়ে কথা বললেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । আর কয়েকদিনের মধ্যেই এই খননকাজ বন্ধ হয়ে যাবে । কিন্তু এর প্রকৃত ইতিহাস এখনও অজানাই থেকে গিয়েছে ।
এলাকার মানুষেরা চাইছেন, আসল ইতিহাস উঠে আসুক । সরকার যেন একটি হেরিটেজ পার্ক তৈরি করে এই এলাকাটিকে একটি পর্যটন কেন্দ্র করে তোলেন । সাংসদও জানিয়েছেন, খননকাজ ফের হবে এবং এর সত্যতা যে খোঁজার চেষ্টা হচ্ছে সেটা উদঘাটন হবে । আগামিদিনে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন । পুরাতত্ত্ব বিভাগের আধিকারিক ড: রাজেন্দ্র যাদব জানিয়েছেন, এখনও পর্যন্ত বেশ কিছু মাটির সামগ্রী পাওয়া গিয়েছে । আগামিদিনেও প্রয়োজনে খননকাজ চলবে, ইতিহাস জানার চেষ্টা চলবে ।
আরও পড়ুন: গোসানিমারিতে পুনরায় খননকার্য শুরুর দাবি স্থানীয়দের
উল্লেখ্য কাঁকসার জঙ্গলে শ্যামরুপার মন্দির, দেউল, বুদবুদে ভরতপুরে এই বৌদ্ধস্তূপ এবং এই এলাকাতেই মনসামঙ্গলের চাঁদ সওদাগরের স্মৃতি বিজড়িত বেশ কিছু ইতিহাস রয়েছে । এই সমস্ত কিছুকে নিয়েই পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দারা রাজ্য ও কেন্দ্র সরকারের প্রতিনিধিদের কাছে এই দাবি জানিয়েছেন । কিন্তু এখনও পর্যন্ত এই এলাকার ইতিহাস মিশ্রিত নিদর্শনগুলিকে নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কোনও প্রচেষ্টা দেখা যায়নি ।