বর্ধমান , 22 নভেম্বর : বামেদের ডাকা ধর্মঘট সফল করতে অভিনব প্রচার চালালেন DYFI কর্মী সমর্থকরা । রবিবার গঙ্গার বুকে নৌকা করে প্রচারে নামেন তাঁরা ।
26 নভেম্বর বাম সমর্থিত দশটি ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । তারই প্রচার চলছে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা এলাকায় ।
রাজ্যের মানুষ বিকল্প চাইছে সেই বিকল্পের সন্ধান দিতে পারে বামেরাই বলে দাবি তাঁদের । আর সেই লক্ষ্য নিয়েই চলেছে গ্রামে গঞ্জে প্রচার । এদিন DYFI কর্মী সমর্থকেরা কালনার মহিষমর্দিনী ঘাট থেকে দলীয় পতাকা নৌকায় সাজিয়ে গঙ্গা তীরবর্তী বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে কেন্দ্রীয় সরকারের কৃষক, আইন, রেল ব্যাঙ্কের বেসরকারিকরণ সহ বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরে সরব হয় ।