ETV Bharat / state

বিদেশ থেকে আসা 27 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক

কোরোনা নিয়ে সতর্ক পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । সচেতনতা বাড়াতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে তারা ।

DM of East Burdwan
পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক বিজয় ভারতী
author img

By

Published : Mar 7, 2020, 9:50 AM IST

বর্ধমান,7 মার্চ : বিদেশ থেকে আসা 27 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক ৷ বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কোরোনা ভাইরাস (COVID-19) সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জেলাশাসক বিজয় ভারতী । গতকাল বিকেলে জেলাশাসকের দপ্তরে এই বৈঠক হয় । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাইরে থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে । এরজন্য রাখা হয়েছে কুইক রেসপন্স টিম ৷

জেলাশাসক বলেন, এখনও পর্যন্ত বিদেশ থেকে বর্ধমানে ফিরে এসেছেন 27 জন । তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রয়েছে মেডিকেল টিম । তাঁরা কেউ কোরোনা ভইরাসে আক্রান্ত না হলেও বিদেশ থেকে এসেছেন বলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

কোরোনা নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিলেন,পূর্ব বর্ধমানের জেলাশাসক

জেলা প্রশাসনের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে । তবে এখনও পর্যন্ত বর্ধমান জেলায় কোরোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি বলে জানা গেছে । তাই অহেতুক আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন জেলাশাসক ।

বর্ধমান,7 মার্চ : বিদেশ থেকে আসা 27 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক ৷ বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কোরোনা ভাইরাস (COVID-19) সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জেলাশাসক বিজয় ভারতী । গতকাল বিকেলে জেলাশাসকের দপ্তরে এই বৈঠক হয় । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাইরে থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে । এরজন্য রাখা হয়েছে কুইক রেসপন্স টিম ৷

জেলাশাসক বলেন, এখনও পর্যন্ত বিদেশ থেকে বর্ধমানে ফিরে এসেছেন 27 জন । তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রয়েছে মেডিকেল টিম । তাঁরা কেউ কোরোনা ভইরাসে আক্রান্ত না হলেও বিদেশ থেকে এসেছেন বলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

কোরোনা নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিলেন,পূর্ব বর্ধমানের জেলাশাসক

জেলা প্রশাসনের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে । তবে এখনও পর্যন্ত বর্ধমান জেলায় কোরোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি বলে জানা গেছে । তাই অহেতুক আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন জেলাশাসক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.