মঙ্গলকোট, 8 মে: এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতদেহ দু'টি তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার বনকাপাশি গ্রামে ৷ পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূ রিয়া মাঝি (22) ও যুবক প্রদীপ মাঝি (26) একই গ্রামের বাসিন্দা ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়া মাঝির সঙ্গে ওই গ্রামের বাসিন্দা নারায়ণ মাঝির বিয়ে হয়েছিল। নারায়ণ পেশায় টোটোচালক । তাঁদের ছ'বছরের একটি মেয়ে আছে । প্রদীপ মাঝিও বিবাহিত । রিয়ার সঙ্গে প্রদীপের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ এই সম্পর্কের জেরেই রিয়ার পরিবারে অশান্তি শুরু হয় । শনিবার সকালের দিকে রিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর শ্বশুর বাড়ির লোকজন । এরপর বেলা বাড়তেই জানা যায় প্রদীপও তাঁর বাড়িতে আত্মঘাতী হয়েছেন । পুলিশ গিয়ে তাঁরও ঝুলন্ত দেহ উদ্ধার করে ।
স্থানীয়দের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পারিবারিক অশান্তির কারণেই দু'জনে আত্মঘাতী হয়েছেন । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
আরও পড়ুন: আসানসোলে রহস্যজনকভাবে নিখোঁজ ওয়্যারলেশ বিভাগের পুলিশ কর্মী