ETV Bharat / state

কোরোনা সন্দেহে ভরতি হওয়া রোগীর মৃত্যু, রিপোর্ট নেগেটিভ - Corona suspect patient died

মঙ্গলবার কোরোনা আক্রান্ত সন্দেহে বর্ধমানের CMRI হাসপাতালে নতুন করে চারজনকে ভরতি করা হয় । তার মধ্যে আজ একজনের মৃত্যু হয় । চারজনের রিপোর্ট হাতে পাওয়ার পর দেখা যায় সব রিপোর্টই নেগেটিভ ।

কোরোনা সন্দেহে ভরতি হওয়া রোগীর মৃত্যু, রিপোর্ট নেগেটিভ
কোরোনা সন্দেহে ভরতি হওয়া রোগীর মৃত্যু, রিপোর্ট নেগেটিভ
author img

By

Published : Apr 8, 2020, 9:44 PM IST

বর্ধমান, 8 এপ্রিল: কোরোনা সন্দেহে বর্ধমানের CMRI হাসপাতালে ভরতি হওয়া এক রোগীর মৃত্যু হল বুধবার । তবে স্বস্তির খবর এই যে মৃত ওই রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর জানানো হয়েছে । অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে ওই রোগীর । পাশাপাশি আরও যে তিনজনের নমুনা কলকাতায় পাঠানো হয়েছিল তাদের রিপোর্টও নেগেটিভ এসেছে ।

মঙ্গলবার কোরোনা আক্রান্ত সন্দেহে বর্ধমানের CMRI হাসপাতালে নতুন করে চারজনকে ভরতি করা হয় । ওই চারজনের নমুনা সংগ্রহ করে গতকালই কলকাতার নাইসেডে পাঠানো হয়েছিল । কিন্তু তাদের মধ্যে একজনের আজ মৃত্যু হয় । আজ চারজনের রিপোর্ট হাতে পাওয়ার পর দেখা যায় সব রিপোর্টই নেগেটিভ । তারপরই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, CMRI হাসপাতালে কোরোনা সন্দেহে এখনও পর্যন্ত মোট 7 জনকে ভরতি করা হয়েছিল । প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ এসেছে । এর মধ্যে মঙ্গলবার নতুন করে চারজন ভরতি হয় । বুধবার তাদের রিপোর্ট জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছায় । এই চারজনের মধ্যে একজন গুরুতর অসুস্থ ছিলেন । আজ তাঁর মৃত্যু হয়েছে ।

বর্ধমান, 8 এপ্রিল: কোরোনা সন্দেহে বর্ধমানের CMRI হাসপাতালে ভরতি হওয়া এক রোগীর মৃত্যু হল বুধবার । তবে স্বস্তির খবর এই যে মৃত ওই রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর জানানো হয়েছে । অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে ওই রোগীর । পাশাপাশি আরও যে তিনজনের নমুনা কলকাতায় পাঠানো হয়েছিল তাদের রিপোর্টও নেগেটিভ এসেছে ।

মঙ্গলবার কোরোনা আক্রান্ত সন্দেহে বর্ধমানের CMRI হাসপাতালে নতুন করে চারজনকে ভরতি করা হয় । ওই চারজনের নমুনা সংগ্রহ করে গতকালই কলকাতার নাইসেডে পাঠানো হয়েছিল । কিন্তু তাদের মধ্যে একজনের আজ মৃত্যু হয় । আজ চারজনের রিপোর্ট হাতে পাওয়ার পর দেখা যায় সব রিপোর্টই নেগেটিভ । তারপরই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, CMRI হাসপাতালে কোরোনা সন্দেহে এখনও পর্যন্ত মোট 7 জনকে ভরতি করা হয়েছিল । প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ এসেছে । এর মধ্যে মঙ্গলবার নতুন করে চারজন ভরতি হয় । বুধবার তাদের রিপোর্ট জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছায় । এই চারজনের মধ্যে একজন গুরুতর অসুস্থ ছিলেন । আজ তাঁর মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.