ETV Bharat / state

পূর্ব বর্ধমানে একদিনে কোরোনায় আক্রান্ত 38 জন

একদিনে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 38 । মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 248 । এখনও পর্যন্ত জেলায় একজনের মৃত্যু হয়েছে ।

Corona positive cases increase in burdwan
Corona positive cases increase in burdwan
author img

By

Published : Jul 12, 2020, 11:48 PM IST

বর্ধমান, 12 জুলাই : জেলায় হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় 38 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 248 । এদের মধ্যে 60 জনের চিকিৎসা চলছে । 187 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । গত 9 জুলাই জেলায় আক্রান্তের সংখ্যা 200 ছাড়ায় । মাত্র তিনদিনের মধ্যে 48 জনের রিপোর্ট পজ়িটিভ এল ।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার জেলায় 38 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । এর মধ্যে কালনা 1 ব্লকে 3 জন, কালনা 2 ব্লকে 2 জন, কালনা পৌরসভা এলাকায় 1 জন, কাটোয়া 1 ব্লকে 3 জন, কাটোয়া 2 ব্লকে 3 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 5 জন, কেতুগ্রাম 1 ব্লকে 11 জন, খণ্ডঘোষ ব্লকে 1 জন, মঙ্গলকোটে 2 জন, পূর্বস্থলী 1 ব্লকে 3 জন , পূর্বস্থলী 2 ব্লকে 3 জন ও রায়না 1 ব্লকে 1 জন আক্রান্ত হয়েছেন ।

পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত 32 টি এলাকায় কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । নতুন করে বেশ কিছু এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হবে । জেলায় 1206 জন কোয়ারান্টিন সেন্টারে আছেন । হোম কোয়ারান্টিনে আছেন 2813 জন ।

যেভাবে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে চিন্তায় পড়েছে জেলা প্রশাসন । বিশেষ করে গত তিনদিনে 48 জন আক্রান্ত হয়েছেন । এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে জেলায় 1 জনের মৃত্যু হয়েছে ।

বর্ধমান, 12 জুলাই : জেলায় হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় 38 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 248 । এদের মধ্যে 60 জনের চিকিৎসা চলছে । 187 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । গত 9 জুলাই জেলায় আক্রান্তের সংখ্যা 200 ছাড়ায় । মাত্র তিনদিনের মধ্যে 48 জনের রিপোর্ট পজ়িটিভ এল ।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার জেলায় 38 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । এর মধ্যে কালনা 1 ব্লকে 3 জন, কালনা 2 ব্লকে 2 জন, কালনা পৌরসভা এলাকায় 1 জন, কাটোয়া 1 ব্লকে 3 জন, কাটোয়া 2 ব্লকে 3 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 5 জন, কেতুগ্রাম 1 ব্লকে 11 জন, খণ্ডঘোষ ব্লকে 1 জন, মঙ্গলকোটে 2 জন, পূর্বস্থলী 1 ব্লকে 3 জন , পূর্বস্থলী 2 ব্লকে 3 জন ও রায়না 1 ব্লকে 1 জন আক্রান্ত হয়েছেন ।

পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত 32 টি এলাকায় কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । নতুন করে বেশ কিছু এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হবে । জেলায় 1206 জন কোয়ারান্টিন সেন্টারে আছেন । হোম কোয়ারান্টিনে আছেন 2813 জন ।

যেভাবে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে চিন্তায় পড়েছে জেলা প্রশাসন । বিশেষ করে গত তিনদিনে 48 জন আক্রান্ত হয়েছেন । এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে জেলায় 1 জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.