ETV Bharat / state

পূর্ব বর্ধমানে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে আক্রান্ত 448 - পূর্ব বর্ধমানে গত 24 ঘণ্টায় করোনা চিত্র

দেশ ও রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ তার মধ্যে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে মারন ভাইরাসের দাপটে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ থেকে শুরু করে জেলা প্রশাসন ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 448 জন ৷

প্রতাকা ছবি
প্রতাকা ছবি
author img

By

Published : Apr 25, 2021, 12:12 PM IST

বর্ধমান, 25 এপ্রিল : যত দিন যাচ্ছে করোনার জেরে পরিস্থিতি তত জটিল হয়ে উঠছে ৷ মারণ ভাইরাসের জেরে নাজেহাল অবস্থা সাধারণের ৷ পূর্ব বর্ধমানের করোনা পরিস্থিতিও অনেকটা একইরকম ৷ এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানে আক্রান্ত হয়েছেন 1 লাখ 57 হাজার 48 জন ৷ তার মধ্যে আক্রান্তের সংখ্যা 2945 জন ৷ সুস্থ হয়েছেন 12616 জন ৷ এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 187 জনের । জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী জেলায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 448 জন ও মৃত্যু হয়েছে একজনের ৷

দেখে নেওয়া যাক, করোনা পরিস্থিতিতে কেমন হাল পূর্ব বর্ধমানের ?

আউশগ্রাম এক ব্লকে সাত জন, আউশগ্রাম দুই ব্লকে দশ জন, বর্ধমান পুরসভা এলাকায় 170 জন, ভাতার ব্লকে 12 জন , বর্ধমান এক ব্লকে 15 জন, বর্ধমান দুই ব্লকে 13 জন, দাইহাট পুরসভা এলাকায় 7 জন, গলসি এক ব্লকে 30 জন, গলসি দুই ব্লকে তিন জন, জামালপুর ব্লকে 21 জন, কালনা পুরসভা এলাকায় এক জন, কালনা এক ব্লকে আট জন, কালনা এক ব্লকে তিন জন, কাটোয়া পুরসভা এলাকায় 11 জন, কাটোয়া এক ব্লকে 19 জন, কাটোয়া দুই ব্লকে 10 জন, খন্ডঘোষ ব্লকে ছয় জন, মন্তেশ্বর ব্লকে 30 জন , মেমারি পুরসভা এলাকায় 14 জন, মেমারি এক ব্লকে এক জন, মেমারি দুই ব্লকে সাত জন, মঙ্গলকোট ব্লকে চার জন, পূর্বস্থলী এক ব্লকে তিন জন, পূর্বস্থলী দুই ব্লকে ছয় জন , রায়না এক ব্লকে চার জন , রায়না দুই ব্লকে সাত জন ও অন্য জেলা থেকে এসে আক্রান্ত হয়েছেন 18 জন ।

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের কাছে, মৃত আরও 2,767

প্রশাসন সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে 11 জনের দেহে করোনার উপসর্গ মিলেছে ৷ বাকি 437 জনের দেহে কোনও উপসর্গ মেলেনি। করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন 9 জন । পাশাপাশি আক্রান্তদের মধ্যে 439 জনের ট্রাভেল হিস্ট্রি মেলেনি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় সুস্থতার হার 80.11 শতাংশ ও মৃত্যুর হার 1.18 শতাংশ।

উল্লেখ্য, দেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3.49 লক্ষেরও বেশি মানুষ ৷ দেশে করোনায় একদিনে মৃত্যু হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষের ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 2,767 জনের ৷

বর্ধমান, 25 এপ্রিল : যত দিন যাচ্ছে করোনার জেরে পরিস্থিতি তত জটিল হয়ে উঠছে ৷ মারণ ভাইরাসের জেরে নাজেহাল অবস্থা সাধারণের ৷ পূর্ব বর্ধমানের করোনা পরিস্থিতিও অনেকটা একইরকম ৷ এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানে আক্রান্ত হয়েছেন 1 লাখ 57 হাজার 48 জন ৷ তার মধ্যে আক্রান্তের সংখ্যা 2945 জন ৷ সুস্থ হয়েছেন 12616 জন ৷ এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 187 জনের । জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী জেলায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 448 জন ও মৃত্যু হয়েছে একজনের ৷

দেখে নেওয়া যাক, করোনা পরিস্থিতিতে কেমন হাল পূর্ব বর্ধমানের ?

আউশগ্রাম এক ব্লকে সাত জন, আউশগ্রাম দুই ব্লকে দশ জন, বর্ধমান পুরসভা এলাকায় 170 জন, ভাতার ব্লকে 12 জন , বর্ধমান এক ব্লকে 15 জন, বর্ধমান দুই ব্লকে 13 জন, দাইহাট পুরসভা এলাকায় 7 জন, গলসি এক ব্লকে 30 জন, গলসি দুই ব্লকে তিন জন, জামালপুর ব্লকে 21 জন, কালনা পুরসভা এলাকায় এক জন, কালনা এক ব্লকে আট জন, কালনা এক ব্লকে তিন জন, কাটোয়া পুরসভা এলাকায় 11 জন, কাটোয়া এক ব্লকে 19 জন, কাটোয়া দুই ব্লকে 10 জন, খন্ডঘোষ ব্লকে ছয় জন, মন্তেশ্বর ব্লকে 30 জন , মেমারি পুরসভা এলাকায় 14 জন, মেমারি এক ব্লকে এক জন, মেমারি দুই ব্লকে সাত জন, মঙ্গলকোট ব্লকে চার জন, পূর্বস্থলী এক ব্লকে তিন জন, পূর্বস্থলী দুই ব্লকে ছয় জন , রায়না এক ব্লকে চার জন , রায়না দুই ব্লকে সাত জন ও অন্য জেলা থেকে এসে আক্রান্ত হয়েছেন 18 জন ।

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের কাছে, মৃত আরও 2,767

প্রশাসন সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে 11 জনের দেহে করোনার উপসর্গ মিলেছে ৷ বাকি 437 জনের দেহে কোনও উপসর্গ মেলেনি। করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন 9 জন । পাশাপাশি আক্রান্তদের মধ্যে 439 জনের ট্রাভেল হিস্ট্রি মেলেনি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় সুস্থতার হার 80.11 শতাংশ ও মৃত্যুর হার 1.18 শতাংশ।

উল্লেখ্য, দেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3.49 লক্ষেরও বেশি মানুষ ৷ দেশে করোনায় একদিনে মৃত্যু হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষের ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 2,767 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.