ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত 2, আতঙ্কে ব্যারিকেড খণ্ডঘোষের বাসিন্দাদের - Corona fear in khandaghosh village of east burdwan

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে দুই কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পর আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা । পুলিশ এলাকা সিল করে দেওয়ার পরও গ্রামের প্রবেশপথে ব্যারিকেড দিয়েছেন বাসিন্দারা ।

আতঙ্ক খন্ডঘোষে, বন্ধ গ্রাম থেকে ঢোকা বেরোনো
আতঙ্ক খন্ডঘোষে, বন্ধ গ্রাম থেকে ঢোকা বেরোনো
author img

By

Published : Apr 24, 2020, 11:06 PM IST

খন্ডঘোষ, 24 এপ্রিল: পূর্ব বর্ধমান জেলায় দু'জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । দু'জনেই একই গ্রামের । প্রথমে একজন কোরোনায় আক্রান্ত হওয়ার পর দিন কয়েকের মধ্যেই তাঁর এক আত্মীয়র রিপোর্টও পজ়িটিভ আসে । ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে । প্রশাসনের তরফে এলাকা সিল করার পরও গ্রামে দেওয়া হয়েছে ব্যারিকেড । কোনওভাবেই যেন বাইরের কেউ ঢুকতে না পারে সেদিকে নজর রাখছেন গ্রামের বাসিন্দারা ।

খণ্ডঘোষের আশপাশে রায়না, মাধবডিহি ব্লকের বাসিন্দারাও এই ঘটনায় উদ্বিগ্ন। কোনওভাবেই আর যাতে কেউ আক্রান্ত না হয় সেজন্য গ্রামের বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়েছেন । গ্রাম থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না । এমনকী বাইরের কাউকে প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না । বাড়ি থেকে যাতে বাইরে কেউ না বেরোয়, আগেই সেই বার্তা দিয়েছিল জেলা পুলিশ । কিন্তু কোরোনা রোগীর সন্ধান পাওয়ার পর থেকে এলাকা প্রায় ফাঁকা ।

খণ্ডঘোষের আরও এক ব্যক্তির রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁর সংস্পর্শে আসা লোকেদের চিহ্নিত করতে শুরু করেছে জেলা প্রশাসন । তাঁদের সকলকেই কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে ।

খন্ডঘোষ, 24 এপ্রিল: পূর্ব বর্ধমান জেলায় দু'জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । দু'জনেই একই গ্রামের । প্রথমে একজন কোরোনায় আক্রান্ত হওয়ার পর দিন কয়েকের মধ্যেই তাঁর এক আত্মীয়র রিপোর্টও পজ়িটিভ আসে । ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে । প্রশাসনের তরফে এলাকা সিল করার পরও গ্রামে দেওয়া হয়েছে ব্যারিকেড । কোনওভাবেই যেন বাইরের কেউ ঢুকতে না পারে সেদিকে নজর রাখছেন গ্রামের বাসিন্দারা ।

খণ্ডঘোষের আশপাশে রায়না, মাধবডিহি ব্লকের বাসিন্দারাও এই ঘটনায় উদ্বিগ্ন। কোনওভাবেই আর যাতে কেউ আক্রান্ত না হয় সেজন্য গ্রামের বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়েছেন । গ্রাম থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না । এমনকী বাইরের কাউকে প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না । বাড়ি থেকে যাতে বাইরে কেউ না বেরোয়, আগেই সেই বার্তা দিয়েছিল জেলা পুলিশ । কিন্তু কোরোনা রোগীর সন্ধান পাওয়ার পর থেকে এলাকা প্রায় ফাঁকা ।

খণ্ডঘোষের আরও এক ব্যক্তির রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁর সংস্পর্শে আসা লোকেদের চিহ্নিত করতে শুরু করেছে জেলা প্রশাসন । তাঁদের সকলকেই কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.