গুসকরা, 26 ফেব্রুয়ারি : স্কুটিতে চেপে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় বালি বোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর (College student dies in a road accident in Ausgram) । শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউশগ্রামের গোবিন্দপুরের কাছে । পুলিশ জানিয়েছে, মৃত কলেজ ছাত্রীর নাম সেবতী ঘোষ (18) । এই দুর্ঘটনায় জখম হয়েছে তাঁর এক সহপাঠীও । তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা কলেজের প্রথম বর্ষের ছাত্রী সেবতী । এদিন বিকেল নাগাদ কলেজের সহপাঠী রাহুল সেবতীকে স্কুটিতে চাপিয়ে গুসকরা শহরে টিউশন পড়তে গিয়েছিল । রাতে টিউশন থেকে ফেরার পথে গোবিন্দপুরের কাছে একটা সাইকেল তাঁদের স্কুটির সামনে চলে আসায় ধাক্কা লেগে যায় । ঘটনায় রাহুল ও সেবতী দু'জনেই ছিটকে পড়ে । সেই সময় পিছন দিক থেকে আসা বালি বোঝাই একটি ডাম্পার সেবতীকে পিষে দেয় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।
আরও পড়ুন : Road Accident at Santipur : 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু লরি চালকের
আহত রাহুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । রাহুল ও সেবতী দু'জনেই বিএ প্রথম বর্ষের পড়ুয়া ৷ স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যাতায়াত করা ভয়ের ব্যাপার ৷ ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই নেই ৷ পুলিশকে বারবার বলেও লাভ হয়নি ৷ ফলে মাঝে মাঝেই সেখানে দুর্ঘটনা ঘটে ৷