বর্ধমান, 28 জুন: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান শহরে গোদার মাঠে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন । হঠাতই সে সময় তিনজন প্রাইমারি টেট উত্তীর্ণ তিন যুবতী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলতে চাই লিখে প্ল্যাকার্ড ধরে নজরে আসেন । সেখানে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা তাদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়েও নেয় । কিন্তু বিষয়টি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর । পরবর্তীতে মুখ্যমন্ত্রী তাঁদের ডেকে পাঠান । তাঁদের সমস্যার কথা শুনে বিষয়টি মন্ত্রী মলয় ঘটককে দেখতে বলেন । মুখ্যমন্ত্রীর আশ্বাসে খুশি টেট উত্তীর্ণ ওই তিন যুবতী (CM Mamata Banerjee assures the TET Passed Students)।
আরও পড়ুন : 2014 সালের চাকরি প্রাপকদের নথি খুঁজতে কালঘাম ছুটছে আধিকারিকদের
টেট উত্তীর্ণ সোমা কর বলেন, "2014 সালে টেট উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগপত্র পাইনি । আজ আমার হাত ভেঙেছে কলার বোন ভেঙেছে ওনার সঙ্গে দেখা করতে গিয়ে । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়েই আমার এই অবস্থা । আমি মার্চ মাস থেকে বিছানায় পড়েছিলাম । আমরা দেখা করতে চেয়েছিলাম কারণ আমরা টেট উত্তীর্ণ হওয়ার পরেও এখনও পর্যন্ত নিয়োগপত্র পাইনি । পর্ষদের চেয়ারম্যান মানিকবাবু ইচ্ছাকৃতভাবে আমাদের নিয়োগ করেননি । মুখ্যমন্ত্রী এদিন আশ্বস্ত করে জানান, উনি আমাদের সঙ্গে আছেন এবং আদালতের দ্বারস্থ হতে বলেছেন। মন্ত্রী মলয় ঘটক আমাদেরকে সাহায্য করবেন বলে আশ্বস্ত করেছেন । গোটা রাজ্য জুড়ে প্রায় সাড়ে আট হাজার জন এইভাবে নিয়োগপত্র পায়নি । মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করে আইনি পথে যেতে বলেছেন ।"
চাকরি প্রার্থী স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, "2014 সাল থেকে আমরা পাস করে বসে আছি কিন্তু এখনও পর্যন্ত নিয়োগপত্র পাইনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পেরে আমরা খুশি । এখন কাজ কতটা হয় সেটাই দেখার । মুখ্যমন্ত্রী আশা দেখিয়েছিলেন আমরা আশার আলো দেখেছিলাম । এখন দেখা যাক ।"