ETV Bharat / state

কলকাতায় ফের মরণোত্তর অঙ্গদান, প্রতিস্থাপিত হচ্ছে হার্ট লিভার ও কিডনি - organ donate

কলকাতায় ফের প্রতিস্থাপন হচ্ছে হার্ট, লিভার ও কিডনি । পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা চিন্ময় ঘোষের অঙ্গ প্রতিস্থাপিত হচ্ছে কলকাতার বিভিন্ন হাসপাতালে ।

চিন্ময়
author img

By

Published : Jul 16, 2019, 2:01 PM IST

কলকাতা, 16 জুলাই : কলকাতায় ফের প্রতিস্থাপন হচ্ছে হার্ট, লিভার ও কিডনি । ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হতে চলেছে অন্য রোগীদের শরীরে । হার্ট প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে SSKM হাসপাতালে এক রোগীর দেহে । অন্য কিডনিটি প্রতিস্থাপিত হচ্ছে ই এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে এক রোগীর ।

বুধবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা চিন্ময় ঘোষ (36) । তাঁর চিকিৎসা চলছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে আঘাত লাগে । শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় মিন্টোপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে । গতকাল সন্ধ্যেয় তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । তারপর চিন্ময়বাবুর পরিবার অঙ্গদানে সম্মতি জানান ।

পরিবারের সম্মতি পাওয়ার পর শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ । শেষ পর্যন্ত আজ সকালে গ্রিন করিডরে অঙ্গগুলি পৌঁছে দেওয়া হয় হাসপাতালে । চিন্ময়ের হার্ট প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । গ্রহীতা ডানকুনির বাসিন্দা সুরজিৎ পাত্র (২৫) । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল 10টা নাগাদ হার্ট পৌঁছেছে মেডিকেল কলেজে । চলছে প্রতিস্থাপন প্রক্রিয়া ।

এছাড়া SSKM-এ লিভার, একটি কিডনি এবং উলটোডাঙার বেসরকারি হাসপাতালে চিন্ময়ের অন্য আরেকটি কিডনি প্রতিস্থাপিত হয়েছে রোগীদের দেহে । চিন্ময়ের ত্বক দান করা হয়েছে SSKM-এ হাসপাতালে।

কলকাতা, 16 জুলাই : কলকাতায় ফের প্রতিস্থাপন হচ্ছে হার্ট, লিভার ও কিডনি । ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হতে চলেছে অন্য রোগীদের শরীরে । হার্ট প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে SSKM হাসপাতালে এক রোগীর দেহে । অন্য কিডনিটি প্রতিস্থাপিত হচ্ছে ই এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে এক রোগীর ।

বুধবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা চিন্ময় ঘোষ (36) । তাঁর চিকিৎসা চলছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে আঘাত লাগে । শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় মিন্টোপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে । গতকাল সন্ধ্যেয় তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । তারপর চিন্ময়বাবুর পরিবার অঙ্গদানে সম্মতি জানান ।

পরিবারের সম্মতি পাওয়ার পর শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ । শেষ পর্যন্ত আজ সকালে গ্রিন করিডরে অঙ্গগুলি পৌঁছে দেওয়া হয় হাসপাতালে । চিন্ময়ের হার্ট প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । গ্রহীতা ডানকুনির বাসিন্দা সুরজিৎ পাত্র (২৫) । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল 10টা নাগাদ হার্ট পৌঁছেছে মেডিকেল কলেজে । চলছে প্রতিস্থাপন প্রক্রিয়া ।

এছাড়া SSKM-এ লিভার, একটি কিডনি এবং উলটোডাঙার বেসরকারি হাসপাতালে চিন্ময়ের অন্য আরেকটি কিডনি প্রতিস্থাপিত হয়েছে রোগীদের দেহে । চিন্ময়ের ত্বক দান করা হয়েছে SSKM-এ হাসপাতালে।

Intro:কলকাতা, ১৬ জুলাই: কলকাতায় ফের প্রতিস্থাপিত হচ্ছে হার্ট-লিভার-কিডনি। ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর এই সব অঙ্গ প্রতিস্থাপিত হচ্ছে অন্য রোগীদের শরীরে। হার্ট প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে এসএসকেএম হাসপাতালে। অন্য একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে উল্টোডাঙ্গার কাছে অবস্থিত ইএম বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত, অঙ্গগুলি প্রতিস্থাপনের কাজ চলছে।
Body:গত বুধবার পথ দুর্ঘটনায় জখম হন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা চিন্ময় ঘোষ (৩৬)। তাঁর চিকিৎসা চলছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। পথদুর্ঘটনায় তাঁর হেড ইনজুরি হয়। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে নিয়ে আসা হয় মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য আর উপায় ছিল না। বিষয়টি বোঝানো হয় রোগীর পরিজনদের। তাঁরা অঙ্গ দানেও সম্মতিও জানান। এর পরে গতকাল সোমবার সন্ধ্যার পরে চিন্ময়ের ব্রেন ডেথ ঘোষণা করা হয়।Conclusion:ইতিমধ্যেই শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে গ্রিন করিডোর গড়ে অঙ্গগুলি পৌঁছে দেওয়া হয়েছে হাসপাতালগুলিতে। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিন্ময়ের হার্ট প্রতিস্থাপিত হচ্ছে হুগলির ডানকুনির বাসিন্দা সুরজিৎ পাত্র (২৫)-র শরীরে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল ১০টা নাগাদ হার্ট পৌঁছেছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত হার্ট প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, এসএসকেএম হাসপাতালে লিভার এবং একটি কিডনি, এবং বেসরকারি ওই হাসপাতালে অন্য কিডনি প্রতিস্থাপিত হচ্ছে। ব্রেন ডেথ ঘোষিত এই রোগির স্কিন দান করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।
_______




ছবি:
wb_kol_01a_organ_transplant_pic_7203421
ব্রেন ডেথ ঘোষিত অঙ্গদাতার ছবি




ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.