কলকাতা, 16 জুলাই : কলকাতায় ফের প্রতিস্থাপন হচ্ছে হার্ট, লিভার ও কিডনি । ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হতে চলেছে অন্য রোগীদের শরীরে । হার্ট প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে SSKM হাসপাতালে এক রোগীর দেহে । অন্য কিডনিটি প্রতিস্থাপিত হচ্ছে ই এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে এক রোগীর ।
বুধবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা চিন্ময় ঘোষ (36) । তাঁর চিকিৎসা চলছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে আঘাত লাগে । শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় মিন্টোপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে । গতকাল সন্ধ্যেয় তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় । তারপর চিন্ময়বাবুর পরিবার অঙ্গদানে সম্মতি জানান ।
পরিবারের সম্মতি পাওয়ার পর শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ । শেষ পর্যন্ত আজ সকালে গ্রিন করিডরে অঙ্গগুলি পৌঁছে দেওয়া হয় হাসপাতালে । চিন্ময়ের হার্ট প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । গ্রহীতা ডানকুনির বাসিন্দা সুরজিৎ পাত্র (২৫) । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল 10টা নাগাদ হার্ট পৌঁছেছে মেডিকেল কলেজে । চলছে প্রতিস্থাপন প্রক্রিয়া ।
এছাড়া SSKM-এ লিভার, একটি কিডনি এবং উলটোডাঙার বেসরকারি হাসপাতালে চিন্ময়ের অন্য আরেকটি কিডনি প্রতিস্থাপিত হয়েছে রোগীদের দেহে । চিন্ময়ের ত্বক দান করা হয়েছে SSKM-এ হাসপাতালে।