আউশগ্রাম, 25 অগস্ট: সরকারি সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠল আউশগ্রামের 2 নং ব্লকের ভালকি পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা জিতেন বাগদির বিরুদ্ধে (CBI Notice to TMC Leader) ৷
তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের 2 নং ব্লকের ভালকি পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা জিতেন বাগদি । তিনি চলতি অগস্ট মাসের 6 তারিখে ভালকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হন । তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগে বুধবার সিবিআইয়ের একটা দল ঘুরে গিয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে । যদিও তাঁ বাড়ির সদস্যরা এ বিষয়টি অস্বীকার করেছে ৷
আরও পড়ুন: চাপ কমাতে ইডির অতিরিক্ত 20 আধিকারিক এলেন কলকাতায়
পাশাপাশি আগামী 2 সেপ্টেম্বর তাঁকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবে বলেও নোটিশ পাঠানো হয়েছে । তবে সিবিআইয়ের নোটিশ পাওয়ার বিষয়টি তৃণমূল নেতা জিতেন বাগদি কিংবা তাঁর পরিবারের তরফে কেউ স্বীকার করেনি । বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা ঘটিত মামলায় একাধিক আউশগ্রামের তৃণমূল নেতাকে সিবিআই ডেকে পাঠিয়েছিল । তাদের দুর্গাপুরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় । এরপর জিতেন বাগদির বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে । এদিন অবশ্য তাঁর বাড়িতে গিয়ে জিতেন বাগদির দেখা মেলেনি ।