ETV Bharat / state

কুয়াশায় কমছে দৃশ্যমানতা, ট্রাক-লরি চালকদের চাঙ্গা করতে চা পরিবেশন ট্রাফিক পুলিশের

Traffic Police serves tea to truck drivers: বাড়ছে কুয়াশার দাপট, চালকদের সতর্ক করতে রাত থেকে ভোর পর্যন্ত চালকদের চা জল পরিবেশন ট্রাফিক পুলিশের ।

ETV Bharat
ট্রাকচালকদের চা দিচ্ছেন ট্রাফিক পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 8:03 AM IST

বর্ধমান, 17 জানুয়ারি: তাপমাত্রা কমছে এবং সেই সঙ্গে বাড়ছে ঘন কুয়াশা ৷ এই কুয়াশার কারণে বিশেষত রাতের দিকে জাতীয় সড়কে দৃশ্যমানতা কমে যাচ্ছে ৷ এর ফলে সমস্যায় পড়ছেন লরি-ট্রাক ও অন্য গাড়ির চালকেরা ৷ তাঁদের সতর্ক করতে এবার পথে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশের গোলাপবাগ ট্রাফিক গার্ড ৷ রাত থেকে ভোর পর্যন্ত নবাবহাটের কাছে জাতীয় সড়কের ধারে চালকদের চা-জল পরিবেশন করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের গোলাপবাগ ট্রাফিক গার্ড ৷

এর সঙ্গে গাড়ির চালকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তা ৷ ট্রাক চালকদের মতে যেভাবে দিনে দিনে ঠান্ডার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়ছে তার ফলে গাড়ি চালাতে খুব অসুবিধে হচ্ছে ৷ জাতীয় সড়কে মাত্র কয়েক ফুট দূরত্বে কোনও জিনিসই দেখা যাচ্ছে না ৷ সামনে যে গাড়ির লাইট, তাও ভালো করে দেখা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এক চালক বলেন, "এদিকে রাতের দিকে গাড়ি চালাতে চালাতে অনেক সময় চোখ লেগে যায় ৷ সেই সময় একটু চা জাতীয় পানীয় পেলে আমাদের ভালোই হয় ৷ জেলা পুলিশ আমাদের উপকার করছে ৷" ট্রাক ড্রাইভার কুলজিৎ সিং বলেন, "হরিয়ানা থেকে কলকাতা যাচ্ছি ৷ কয়েকদিন ধরেই ট্রাক চালাচ্ছি ৷ দিনেও কুয়াশা থাকছে ৷ তবে রাতের দিকে কুয়াশার পরিমাণ বাড়ছে ৷ সামনের কিছুই দেখা যাচ্ছে না ৷ এই অবস্থায় গাড়ি চালাতে গেলে জীবনের ঝুঁকি থেকেই যায় ৷ ফলে মাঝেমধ্যে দাঁড়িয়ে চা জাতীয় কিছু পেলে ভালোই হয় ৷ বর্ধমানে এসে পুলিশের পরিষেবা পেয়ে খুব ভালো লাগল ৷" জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'শতাব্দী প্রাচীন কার্জন গেট তৈরির কৃতিত্ব নিতে চায় তৃণমূল', সায়নীর মন্তব্যে পালটা সূর্যকান্তের
  2. কলেজের প্যাডে লেখা প্রেমপত্র ! ভাইরাল হতেই হইচই গুসকরা মহাবিদ্যালয়ে ; কী বললেন অধ্যক্ষ
  3. 'চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা', শিক্ষামন্ত্রী ব্রাত্য'র কথায় শুরু রাজনৈতিক তরজা

বর্ধমান, 17 জানুয়ারি: তাপমাত্রা কমছে এবং সেই সঙ্গে বাড়ছে ঘন কুয়াশা ৷ এই কুয়াশার কারণে বিশেষত রাতের দিকে জাতীয় সড়কে দৃশ্যমানতা কমে যাচ্ছে ৷ এর ফলে সমস্যায় পড়ছেন লরি-ট্রাক ও অন্য গাড়ির চালকেরা ৷ তাঁদের সতর্ক করতে এবার পথে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশের গোলাপবাগ ট্রাফিক গার্ড ৷ রাত থেকে ভোর পর্যন্ত নবাবহাটের কাছে জাতীয় সড়কের ধারে চালকদের চা-জল পরিবেশন করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের গোলাপবাগ ট্রাফিক গার্ড ৷

এর সঙ্গে গাড়ির চালকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তা ৷ ট্রাক চালকদের মতে যেভাবে দিনে দিনে ঠান্ডার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়ছে তার ফলে গাড়ি চালাতে খুব অসুবিধে হচ্ছে ৷ জাতীয় সড়কে মাত্র কয়েক ফুট দূরত্বে কোনও জিনিসই দেখা যাচ্ছে না ৷ সামনে যে গাড়ির লাইট, তাও ভালো করে দেখা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এক চালক বলেন, "এদিকে রাতের দিকে গাড়ি চালাতে চালাতে অনেক সময় চোখ লেগে যায় ৷ সেই সময় একটু চা জাতীয় পানীয় পেলে আমাদের ভালোই হয় ৷ জেলা পুলিশ আমাদের উপকার করছে ৷" ট্রাক ড্রাইভার কুলজিৎ সিং বলেন, "হরিয়ানা থেকে কলকাতা যাচ্ছি ৷ কয়েকদিন ধরেই ট্রাক চালাচ্ছি ৷ দিনেও কুয়াশা থাকছে ৷ তবে রাতের দিকে কুয়াশার পরিমাণ বাড়ছে ৷ সামনের কিছুই দেখা যাচ্ছে না ৷ এই অবস্থায় গাড়ি চালাতে গেলে জীবনের ঝুঁকি থেকেই যায় ৷ ফলে মাঝেমধ্যে দাঁড়িয়ে চা জাতীয় কিছু পেলে ভালোই হয় ৷ বর্ধমানে এসে পুলিশের পরিষেবা পেয়ে খুব ভালো লাগল ৷" জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'শতাব্দী প্রাচীন কার্জন গেট তৈরির কৃতিত্ব নিতে চায় তৃণমূল', সায়নীর মন্তব্যে পালটা সূর্যকান্তের
  2. কলেজের প্যাডে লেখা প্রেমপত্র ! ভাইরাল হতেই হইচই গুসকরা মহাবিদ্যালয়ে ; কী বললেন অধ্যক্ষ
  3. 'চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা', শিক্ষামন্ত্রী ব্রাত্য'র কথায় শুরু রাজনৈতিক তরজা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.