বর্ধমান, 11 জুন : হাসপাতালের ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের জন্য বর্ধমান পৌরসভার লাইসেন্স বিভাগের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠল ৷ শহরের একটি বেসরকারি শিশু হাসপাতালের ট্রেড লাইসেন্স ফের চালু করতে বর্ধমান পৌরসভার লাইসেন্স বিভাগ মোটা অঙ্কের টাকা চেয়েছে বলে জেলাশাসকের কাছে অভিযোগ জানালেন হাসপাতালের অধিকর্তা ।
ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে শিশুদের চিকিৎসা করা হয় । ইতিমধ্যে দশ জন করোনা আক্রান্ত শিশু-সহ আরও অনেক শিশুর চিকিৎসা চলছে সেখানে । চলতি বছরের 31 মার্চ হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ছিল । তাই এপ্রিলের প্রথম সপ্তাহে লাইসেন্স নবীকরণের জন্য পৌরসভার লাইসেন্স বিভাগে যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ । কিন্তু বিধানসভা নির্বাচনের জন্যে তাদের মে মাসে আসতে বলা হয় । এরপর থেকে তাদের নানা অজুহাতে ঘোরানো হয় বলে অভিযোগ । অথচ 22 এপ্রিল তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ।
আরও পড়ুন : ব্যাঙ্ক কর্মী সেজে ফোন, প্রতারকের ফাঁদে পড়ে জমানো টাকা খোয়ালেন ছাত্রী
হাসপাতালের অধিকর্তা আশরাফুল মির্জার অভিযোগ, 22 এপ্রিল সেই লাইসেন্সেরও মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় । এদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে জানিয়ে দেয় ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ না হলে ওই লাইসেন্স রিনিউ হবে না । এদিকে ওই পুরসভার কর্মী লাইসেন্স নবীকরণের জন্য পঞ্চাশ হাজার টাকা চান । সেই টাকা অফিসের বাইরে গিয়ে দেওয়ার কথা বলা হয়। এই বিষয়টি ক্যামেরার সামনে বলার দাবি জানানোয় তাঁকে নিগ্রহ করা হয় । এদিকে মেয়াদ পেরিয়ে যাওয়ায় হাসপাতাল বন্ধ করার নির্দেশ দেন তিনি ।
বিষয়টি নিয়ে তিনি পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের দফতরে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানান । কিন্তু পৌরসভার পক্ষ থেকে অভিযোগ জানানোর কথা অস্বীকার করা হয়েছে ৷