আউশগ্রাম, 28 মার্চ : অজয় নদের চর থেকে কিশোরীর দেহ উদ্ধার (Dead body found in Ausgram) ৷ ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের কেশের মাঠ এলাকায় ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷
মৃতের নাম পূজা কর্মকার । বয়স 16 বছর ৷ আউশগ্রামের ভেদিয়ার বীরচন্দ্রপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা পূজা ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না ৷ পরের দিন সকালে তার মৃতদেহ স্ট্রবেরির জমিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ তার বাড়ি সংলগ্ন এলাকায় স্ট্রবেরির চাষ করা হয় । ওই জমির চারপাশে বিদ্যুতের তার দিয়ে ঘেরা ছিল । সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই কিশোরীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অনুমান ৷
আরও পড়ুন : সালানপুরে ডাবরের খোলামুখ খনি থেকে কিশোরীর দেহ উদ্ধার
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আউশগ্রাম থানার পুলিশ । রবিবার বিকেল নাগাদ ওই কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশ ওই খেতের গার্ড লক্ষ্মণ যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷