ETV Bharat / state

মন্তেশ্বরে উদ্ধার দম্পতির দেহ, গুরুতর জখম শিশুকন্যা - মন্তেশ্বরে উদ্ধার দম্পতির দেহ

আজ সকালে মন্তেশ্বরে বাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় খাটের উপর থেকে উদ্ধার যুবতির দেহ ৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার দম্পতির শিশুকন্যা ৷ এরপর বাড়ির সামনে গোয়ালঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ ৷

couple murdered
উদ্ধার দম্পতির দেহ
author img

By

Published : Dec 10, 2019, 10:35 PM IST

মন্তেশ্বর, 10 ডিসেম্বর : বাড়ির ভিতর থেকে উদ্ধার দম্পতির দেহ ৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার দম্পতির শিশুকন্যা ৷ ঘটনাস্থান পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের উত্তরপাড়া এলাকা ৷ মৃত ওই দম্পতির নাম জবা সাঁতরা(21) ও অচিন্ত্য সাঁতরা(27) । গুরুতর জখম অবস্থায় ওই দম্পতির শিশুকন্যাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকালের দিকে মন্তেশ্বরের উত্তরপাড়ার বাসিন্দা উর্মিলা সাঁতরা বাজারে যান । এরপরই বাড়ি ফিরে এসে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় খাটের উপর পুত্রবধূ জবা সাঁতরা ও নয়মাসের নাতনি অনিন্দিতা সাঁতরাকে পড়ে থাকতে দেখেন । এরপর বাড়ির সামনে গোয়ালঘরের ভিতর থেকে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি । তাঁর চিৎকারেই স্থানীয়রা ছুটে আসেন । খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায় । চোখমুখ ক্ষতবিক্ষত অবস্থায় আহত শিশুকন্যাকে মন্তেশ্বর থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তারপরই ঘর থেকে জবা সাঁতরার দেহ ও গোয়াল ঘর থেকে অচিন্ত্য সাঁতরার দেহ উদ্ধার করে পুলিশ ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃত জবা সাঁতরার মা

মৃত জবা সাঁতরার মাসতুতো দাদা বলেন, "দু'বছর আগে বোনের বিয়ে হয় । তারপর থেকেই বোনের উপর সন্দেহবশত মারধর ও অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন । তাই বোন বাপের বাড়িও চলে আসে । পঞ্চায়েত থেকে মীমাংসার জন্য বসাও হয় । কয়েকদিন আগে বোনকে ফের শ্বশুরবাড়িতে নিয়ে যায় অচিন্ত্য সাঁতরা । এরপরেই আজ সকালে বোনকে মেরে দিয়ে নিজেও আত্মহত্যা করে ।"

জবার মা মিঠু রায় বলেন, "মেয়ের মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানাব । ওদের কঠোরতম শাস্তির দাবি জানাই ।" ঘটনাস্থান থেকে পুলিশ একটি রক্তাক্ত মোটা বাঁশ উদ্ধার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ ।

মন্তেশ্বর, 10 ডিসেম্বর : বাড়ির ভিতর থেকে উদ্ধার দম্পতির দেহ ৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার দম্পতির শিশুকন্যা ৷ ঘটনাস্থান পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের উত্তরপাড়া এলাকা ৷ মৃত ওই দম্পতির নাম জবা সাঁতরা(21) ও অচিন্ত্য সাঁতরা(27) । গুরুতর জখম অবস্থায় ওই দম্পতির শিশুকন্যাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকালের দিকে মন্তেশ্বরের উত্তরপাড়ার বাসিন্দা উর্মিলা সাঁতরা বাজারে যান । এরপরই বাড়ি ফিরে এসে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় খাটের উপর পুত্রবধূ জবা সাঁতরা ও নয়মাসের নাতনি অনিন্দিতা সাঁতরাকে পড়ে থাকতে দেখেন । এরপর বাড়ির সামনে গোয়ালঘরের ভিতর থেকে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি । তাঁর চিৎকারেই স্থানীয়রা ছুটে আসেন । খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায় । চোখমুখ ক্ষতবিক্ষত অবস্থায় আহত শিশুকন্যাকে মন্তেশ্বর থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তারপরই ঘর থেকে জবা সাঁতরার দেহ ও গোয়াল ঘর থেকে অচিন্ত্য সাঁতরার দেহ উদ্ধার করে পুলিশ ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃত জবা সাঁতরার মা

মৃত জবা সাঁতরার মাসতুতো দাদা বলেন, "দু'বছর আগে বোনের বিয়ে হয় । তারপর থেকেই বোনের উপর সন্দেহবশত মারধর ও অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন । তাই বোন বাপের বাড়িও চলে আসে । পঞ্চায়েত থেকে মীমাংসার জন্য বসাও হয় । কয়েকদিন আগে বোনকে ফের শ্বশুরবাড়িতে নিয়ে যায় অচিন্ত্য সাঁতরা । এরপরেই আজ সকালে বোনকে মেরে দিয়ে নিজেও আত্মহত্যা করে ।"

জবার মা মিঠু রায় বলেন, "মেয়ের মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানাব । ওদের কঠোরতম শাস্তির দাবি জানাই ।" ঘটনাস্থান থেকে পুলিশ একটি রক্তাক্ত মোটা বাঁশ উদ্ধার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ ।

Intro:স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, গুরুতর আহত নয় মাসের মেয়ে

সন্তোষ দাস, মন্তেশ্বর


সন্দেহের বশে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। গুরুতর আহত অবস্থায় ওই দম্পতির শিশুকন্যাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।
মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বরের উত্তরপাড়া এলাকায়।মৃত ওই দম্পতির নাম জবা সাঁতরা(২১) ও অচিন্ত্য সাঁতরা(২৭)।বাড়ি স্থানীয় এলাকায়। মন্তেশ্বর থানার পুলিশ
মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে ,মঙ্গলবার সকালের দিকে মন্তেশ্বরের উত্তরপাড়ার বাসিন্দা উর্মিলা সাঁতরা মন্তেশ্বরের বাজারে যান।এরপরেই বাড়ি ফিরে এসে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় খাটের উপর পুত্রবধূ জবা সাঁতরা ও নয় মাসের নাতনি অনিন্দিতা সাঁতরাকে পড়ে থাকতে দেখেন। এছাড়া বাড়ির সামনে গোয়ালঘরের ভিতর ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।তার চিতকারে স্থানীয়রা ছুটে আসে।খবর দেওয়া হয় মন্তেশ্বর থানার পুলিশে। চোখমুখে ক্ষতবিক্ষত অবস্থায় আহত শিশুকন্যাকে মন্তেশ্বর থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তারপরেই ঘর থেকে গৃহবধূর মৃতদেহ ও গোয়াল ঘর থেকে অচিন্ত্য সাঁতরার মৃতদেহ বের করেন পুলিশ।
মৃত বধূর মাসতুতো দাদা বলেন,‘দু-বছর আগে বোনের বিয়ে হয়।তারপর থেকেই বোনের উপর সন্দেহবশতঃ মারধোর ও অত্যাচার করতো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।তাই বোন বাপের বাড়িও চলে আসে।পন্চায়েত থেকে মীমাংসার জন্য বসাও হয়।কয়েকদিন আগে বোনকে ফের শ্বশুরবাড়িতে ওর জামাই নিয়ে যায়।এরপরেই আজ সকালেই বোনকে মেরে দিয়ে নিজেও মরে।’মৃতার মা মিঠু রায় বলেন,‘মেয়ের মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানাবো।ওদের কঠোরতম শাস্তির দাবি জানাই।’ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তাক্ত মোটা বাঁশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।Body:স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, গুরুতর আহত নয় মাসের মেয়েConclusion:স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, গুরুতর আহত নয় মাসের মেয়ে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.