ETV Bharat / state

অভিযোগ অনেক, বর্ধমানে দলের জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের

author img

By

Published : Jun 2, 2021, 9:16 PM IST

দুঃসময়ে পাশে থাকে না দলীয় নেতৃত্ব ৷ বকেয়া অর্থ মেটান না দলের প্রার্থীও ৷ এই দুই অভিযোগকে সামনে রেখেই বর্ধমানে জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা ৷ বুধবারের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ডাকতে হল পুলিশ ৷

BJP workers agitated in front of party office at Bardhaman
অভিযোগ অনেক, বর্ধমানে দলের জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের

বর্ধমান, 2 জুন : বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস তাঁদের উপর অত্যাচার করছিল ৷ এই অভিযোগ তুলেছেন ঘরছাড়া বিজেপি কর্মীরা ৷ কিন্তু তাঁদের এই দুর্দিনে বিজেপি নেতা, কর্মীরা পাশে দাঁড়াননি ৷ এমনকী, ভোটের প্রচারে তাঁরা প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে খরচ করলেও, সেই টাকাও এখনও পর্যন্ত তাঁদের ফেরত দেওয়া হয়নি ৷ এই ধরনের একাধিক অভিযোগ তুলে বর্ধমানে জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় পুলিশ ৷ যদিও বিজেপি নেতৃত্বের দাবি এখানে কোনও বিক্ষোভের ঘটনা ঘটেনি ৷ বিজেপি কর্মীরা তাঁদের মতামত প্রকাশ করতেই এখানে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় প্রায় হাজার দুয়েক বিজেপি কর্মী ঘরছাড়া ৷ কিন্তু সেইসব বিজেপি কর্মীদের পরিবারের পাশে বিজেপি নেতৃত্ব দাঁড়ায়নি ৷ এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের একাংশের ৷ বিধানসভা নির্বাচনের সময় স্থানীয় বিজেপি প্রার্থীদের জন্য তাঁরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন ৷ সেই সময় তাঁদের জানানো হয়েছিল ভোট মিটে গেলেই সেই টাকা মিটিয়ে দেওয়া হবে ৷ কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, বিজেপির প্রার্থীরা নির্বাচনে লড়াই করার জন্য দলের কাছ থেকে মোটা টাকা পেলেও কর্মীদের বকেয়া টাকা মেটাননি ৷

এদিকে, লকডাউনের পরিস্থিতি হওয়ায় ঘরছাড়া বিজেপি কর্মীদের পরিবারগুলি অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছে ৷ কিন্তু বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে তাঁদের পাশে কেউ দাঁড়াননি ৷ ফলে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছিল ৷ বুধবার দুপুরে বিজেপির জেলা কার্যালয় একটি বৈঠক ডাকা হয়েছিল ৷ সেই বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা ৷ এমনকী এর জেরে হাতাহাতি হওয়ার উপক্রম হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ।

বিজেপি নেতাদের মতে, একদিকে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে অনেক কর্মী ঘরছাড়া, তার উপর লকডাউন পরিস্থিতিতে কর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ তাই তাঁদের পাওনা টাকা মেটানো যায়নি ৷ এদিনের বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন : আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাড়াতে কাল শীতলকুচি যাচ্ছে বিজেপি

বিজেপি নেতা প্রবাল রায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের অত্যাচারে বিজেপি কর্মীরা ঘরছাড়া হয়েছেন ৷ তাই এদিন সংশ্লিষ্ট সমস্ত বিধানসভা এলাকার বিজেপি নেতাদের নিয়ে একটি বৈঠক করা হয় ৷ সেই বৈঠকে প্রত্যেকটি বিধানসভা ধরে ধরে একটি করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে ৷ নেতা, কর্মীরা নিজের নিজের এলাকায় পুলিশের কাছে অভিযোগ জানাবেন ৷’’ তবে এদিনের বিক্ষোভের কথা প্রবাল অস্বীকার করেছেন ৷

বর্ধমান, 2 জুন : বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস তাঁদের উপর অত্যাচার করছিল ৷ এই অভিযোগ তুলেছেন ঘরছাড়া বিজেপি কর্মীরা ৷ কিন্তু তাঁদের এই দুর্দিনে বিজেপি নেতা, কর্মীরা পাশে দাঁড়াননি ৷ এমনকী, ভোটের প্রচারে তাঁরা প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে খরচ করলেও, সেই টাকাও এখনও পর্যন্ত তাঁদের ফেরত দেওয়া হয়নি ৷ এই ধরনের একাধিক অভিযোগ তুলে বর্ধমানে জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় পুলিশ ৷ যদিও বিজেপি নেতৃত্বের দাবি এখানে কোনও বিক্ষোভের ঘটনা ঘটেনি ৷ বিজেপি কর্মীরা তাঁদের মতামত প্রকাশ করতেই এখানে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় প্রায় হাজার দুয়েক বিজেপি কর্মী ঘরছাড়া ৷ কিন্তু সেইসব বিজেপি কর্মীদের পরিবারের পাশে বিজেপি নেতৃত্ব দাঁড়ায়নি ৷ এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের একাংশের ৷ বিধানসভা নির্বাচনের সময় স্থানীয় বিজেপি প্রার্থীদের জন্য তাঁরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন ৷ সেই সময় তাঁদের জানানো হয়েছিল ভোট মিটে গেলেই সেই টাকা মিটিয়ে দেওয়া হবে ৷ কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, বিজেপির প্রার্থীরা নির্বাচনে লড়াই করার জন্য দলের কাছ থেকে মোটা টাকা পেলেও কর্মীদের বকেয়া টাকা মেটাননি ৷

এদিকে, লকডাউনের পরিস্থিতি হওয়ায় ঘরছাড়া বিজেপি কর্মীদের পরিবারগুলি অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছে ৷ কিন্তু বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে তাঁদের পাশে কেউ দাঁড়াননি ৷ ফলে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছিল ৷ বুধবার দুপুরে বিজেপির জেলা কার্যালয় একটি বৈঠক ডাকা হয়েছিল ৷ সেই বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা ৷ এমনকী এর জেরে হাতাহাতি হওয়ার উপক্রম হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ।

বিজেপি নেতাদের মতে, একদিকে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে অনেক কর্মী ঘরছাড়া, তার উপর লকডাউন পরিস্থিতিতে কর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ তাই তাঁদের পাওনা টাকা মেটানো যায়নি ৷ এদিনের বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন : আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাড়াতে কাল শীতলকুচি যাচ্ছে বিজেপি

বিজেপি নেতা প্রবাল রায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের অত্যাচারে বিজেপি কর্মীরা ঘরছাড়া হয়েছেন ৷ তাই এদিন সংশ্লিষ্ট সমস্ত বিধানসভা এলাকার বিজেপি নেতাদের নিয়ে একটি বৈঠক করা হয় ৷ সেই বৈঠকে প্রত্যেকটি বিধানসভা ধরে ধরে একটি করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে ৷ নেতা, কর্মীরা নিজের নিজের এলাকায় পুলিশের কাছে অভিযোগ জানাবেন ৷’’ তবে এদিনের বিক্ষোভের কথা প্রবাল অস্বীকার করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.