ETV Bharat / state

গোলাপবাগে গণনাকেন্দ্রের বাইরে BJP-তৃণমূল সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশের - Loksabha Vote

গোলাপবাগে গণনাকেন্দ্রের বাইরে BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ।

গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা
author img

By

Published : May 23, 2019, 6:57 PM IST

Updated : May 23, 2019, 7:03 PM IST

বর্ধমান, 23 মে: গণনাকেন্দ্রের বাইরেই সংঘর্ষে জড়িয়ে পড়লেন BJP ও তৃণমূল কর্মীরা। সংঘর্ষ । লাঠিচার্জ করে পুলিশ । বর্ধমানের গোলাপবাগের UTI ভবনের সামনে এই ঘটনা ঘটে ।

গণনার প্রায় শেষদিকে এগিয়ে যান তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা । তখনই আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা । এদিকে, দলীয় প্রার্থীর সমর্থনে BJP কর্মী-সমর্থকরাও মিছিল করে গণনাকেন্দ্রের সামনে আসে। তখনই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ।

বর্ধমান, 23 মে: গণনাকেন্দ্রের বাইরেই সংঘর্ষে জড়িয়ে পড়লেন BJP ও তৃণমূল কর্মীরা। সংঘর্ষ । লাঠিচার্জ করে পুলিশ । বর্ধমানের গোলাপবাগের UTI ভবনের সামনে এই ঘটনা ঘটে ।

গণনার প্রায় শেষদিকে এগিয়ে যান তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা । তখনই আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা । এদিকে, দলীয় প্রার্থীর সমর্থনে BJP কর্মী-সমর্থকরাও মিছিল করে গণনাকেন্দ্রের সামনে আসে। তখনই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ।

Intro:বর্ধমান দুর্গাপুর ভোট গণনা কেন্দ্রের বাইরে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জBody:বর্ধমান দুর্গাপুর ভোট গণনা কেন্দ্রের বাইরে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জConclusion:বর্ধমান দুর্গাপুর ভোট গণনা কেন্দ্রের বাইরে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ
Last Updated : May 23, 2019, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.