ETV Bharat / state

BJP Leader Killed: দুষ্কৃতীদের গুলিতে মৃত 'কয়লা মাফিয়া' তথা বিজেপি নেতা রাজু ঝাঁ - দুষ্কৃতীদের গুলিতে মৃত মাফিয়া বিজেপি নেতা রাজু ঝাঁ

তিনটি বুলেটে ঝাঁঝরা হয়ে গেল কুখ্যাত কয়লা মাফিয়া ৷ শক্তিগড়ে ল্যংচার দোকানে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল বিজেপি নেতা রাজু ঝাঁয়ের ৷

Etv Bharat
মৃত রাজু ঝাঁ
author img

By

Published : Apr 1, 2023, 9:56 PM IST

Updated : Apr 2, 2023, 10:05 AM IST

কয়লা মাফিয়া তথা বিজেপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রত্য়ক্ষদর্শীদের বক্তব্য

শক্তিগড়, 1 এপ্রিল: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বাম আমলের কুখ্যাত 'কয়লা মাফিয়া' রাজেশ ওরফে রাজু ঝাঁ'র ৷ শনিবার সন্ধ্যায় কলকাতা যাওয়ার সময় শক্তিগড়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে জানা গিয়েছে ৷ এক সময় কয়লার কালো কারবারের বেতাজ বাদশা হয়ে ওঠা রাজু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেই কয়লার কারবার বন্ধ করে দেয় ৷ এরপর থেকে বেশ কয়েকবার তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় ৷ সংশোধনাগারেও গিয়েছে অনেকবার ।

এদিন কলকাতা যাওয়ার সময় রাজু ঝা'র সঙ্গী ছিল অণ্ডালের বাসিন্দা ব্রতীন বন্দ্যোপাধ্যায় ৷ তাদের গাড়ি যখন শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে ছিল সেই সময় তাদের পাশে এসে দাঁড়ায় অন্য একটি গাড়ি ৷ সেখান থেকেই পরপর গুলি চালানো হয় রাজু ঝাঁকে লক্ষ্য করে । ব্রতীন বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাকেও গুলি করা হয় । আশঙ্কাজনক অবস্থায় ব্রতীনকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে পুলিশ ।

সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু ঝাঁ-র । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ব্রতীন বন্দ্যোপাধ্যায় । বাম আমলে কয়লার কালো কারবারের সিন্ডিকেটের বেতাজ বাদশা হয়ে ওঠা রাজু ঝাঁ আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে ওঠে । পরিবহণ ব্যবসা থেকে হোটেল ব্যবসা সমস্ত কিছুই খুব অল্প সময়ের মধ্যে করে ফেলে রাজু ঝাঁ । তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয় ।

এরপর রাজু ঝাঁ বিজেপি-র যোগদান মেলায় দুর্গাপুরের পলাশডিহা ময়দানে দিলীপ ঘোষ ও তখন বিজেপিতে থাকা অর্জুন সিং-দের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করে। ফলস্বরূপ এই কুখ্যাত কয়লা মাফিয়াকে গত বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রচারে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় রাজ্য এবং স্থানীয় নেতাদের সঙ্গে রাজুকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠান মঞ্চেও দেখা গিয়েছে ।

মাত্র কয়েকদিন আগে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা উপনগরীতে রাজুর একসময়ের এক বিশ্বস্ত সাগরেদের আত্মীয়র পরিবহণ কার্যালয়ে দু-রাউন্ড গুলি চালানো হয় । সেই ঘটনার পর শনিবার সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী রাজু ঝাঁ তাঁর নিজস্ব গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন সেই সময় শক্তিগড়ে তাদের গাড়ির পাশে এসে অন্য একটি চারচাকা গাড়ি দাঁড়ায় । সেই গাড়ির ভিতরে থাকা দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালে তিনটি বুলেট বিঁধে মৃত্যু হয় রাজুর ৷ তবে কে বা কারা গুলি করল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ ।

আরও পডুন: বিজেপিতে যোগ দিতেই সিআইডির জালে কয়লা মাফিয়া

কয়লা মাফিয়া তথা বিজেপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রত্য়ক্ষদর্শীদের বক্তব্য

শক্তিগড়, 1 এপ্রিল: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বাম আমলের কুখ্যাত 'কয়লা মাফিয়া' রাজেশ ওরফে রাজু ঝাঁ'র ৷ শনিবার সন্ধ্যায় কলকাতা যাওয়ার সময় শক্তিগড়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে জানা গিয়েছে ৷ এক সময় কয়লার কালো কারবারের বেতাজ বাদশা হয়ে ওঠা রাজু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেই কয়লার কারবার বন্ধ করে দেয় ৷ এরপর থেকে বেশ কয়েকবার তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় ৷ সংশোধনাগারেও গিয়েছে অনেকবার ।

এদিন কলকাতা যাওয়ার সময় রাজু ঝা'র সঙ্গী ছিল অণ্ডালের বাসিন্দা ব্রতীন বন্দ্যোপাধ্যায় ৷ তাদের গাড়ি যখন শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে ছিল সেই সময় তাদের পাশে এসে দাঁড়ায় অন্য একটি গাড়ি ৷ সেখান থেকেই পরপর গুলি চালানো হয় রাজু ঝাঁকে লক্ষ্য করে । ব্রতীন বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাকেও গুলি করা হয় । আশঙ্কাজনক অবস্থায় ব্রতীনকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে পুলিশ ।

সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু ঝাঁ-র । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ব্রতীন বন্দ্যোপাধ্যায় । বাম আমলে কয়লার কালো কারবারের সিন্ডিকেটের বেতাজ বাদশা হয়ে ওঠা রাজু ঝাঁ আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে ওঠে । পরিবহণ ব্যবসা থেকে হোটেল ব্যবসা সমস্ত কিছুই খুব অল্প সময়ের মধ্যে করে ফেলে রাজু ঝাঁ । তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয় ।

এরপর রাজু ঝাঁ বিজেপি-র যোগদান মেলায় দুর্গাপুরের পলাশডিহা ময়দানে দিলীপ ঘোষ ও তখন বিজেপিতে থাকা অর্জুন সিং-দের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করে। ফলস্বরূপ এই কুখ্যাত কয়লা মাফিয়াকে গত বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রচারে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় রাজ্য এবং স্থানীয় নেতাদের সঙ্গে রাজুকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠান মঞ্চেও দেখা গিয়েছে ।

মাত্র কয়েকদিন আগে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা উপনগরীতে রাজুর একসময়ের এক বিশ্বস্ত সাগরেদের আত্মীয়র পরিবহণ কার্যালয়ে দু-রাউন্ড গুলি চালানো হয় । সেই ঘটনার পর শনিবার সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী রাজু ঝাঁ তাঁর নিজস্ব গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন সেই সময় শক্তিগড়ে তাদের গাড়ির পাশে এসে অন্য একটি চারচাকা গাড়ি দাঁড়ায় । সেই গাড়ির ভিতরে থাকা দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালে তিনটি বুলেট বিঁধে মৃত্যু হয় রাজুর ৷ তবে কে বা কারা গুলি করল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ ।

আরও পডুন: বিজেপিতে যোগ দিতেই সিআইডির জালে কয়লা মাফিয়া

Last Updated : Apr 2, 2023, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.