ETV Bharat / state

বিজেপি ও তৃণমূলের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাঞ্চননগর - বাড়িতে ভাঙচুর

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাঞ্চননগর ৷ ঘটনায় এলাকার বহু বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ৷ বহু বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৷ ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ ৷ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷

bengal election 2021 post election violence between BJP and Trinamool in Kanchannagar East Bardhman
বিজেপি ও তৃণমূলের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাঞ্চননগর
author img

By

Published : Apr 18, 2021, 8:33 PM IST

পূর্ব বর্ধমান, 18 এপ্রিল : বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের কাঞ্চননগর এলাকা । বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনায় দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ । ঘটনার পর থেকেই এলাকায় কোনও পুরুষ নেই বলে জানা যাচ্ছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল নাগাদ পূর্ব বর্ধমানের পাড়াপুকুর এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে রীতিমত মারামারি হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনার জেরে এ দিন কাঞ্চননগরের রথতলা এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয় । অভিযোগ প্রথমে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূলের লোকজন । এরপরে পাল্টা বিজেপি কর্মীরা তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । তৃণমূল কর্মীদের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

বিজেপি ও তৃণমূলের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাঞ্চননগর


আরও পড়ুন : তৃণমূল-বিজেপি ভোট পরবর্তী সংঘর্ষে উত্তাল বর্ধমান দক্ষিণ বিধানসভা

এর পর কাঞ্চননগরের পোদ্দার পাড়ায় অশান্তি শুরু হয় । সেখানেও একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় । একজনের হাঁটুতে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ । আহত ওই ব্যক্তির নাম শোভন কোনার । তিনি নিজের কাজে কাঞ্চননগরে এসেছিলেন । তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই ৷ অন্যদিকে পাল্টা কাঞ্চননগরের রথতলায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পুলিশ তৃণমূল নেতা ইফতিকার আহমেদ সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করেছে । এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

পূর্ব বর্ধমান, 18 এপ্রিল : বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের কাঞ্চননগর এলাকা । বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনায় দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ । ঘটনার পর থেকেই এলাকায় কোনও পুরুষ নেই বলে জানা যাচ্ছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল নাগাদ পূর্ব বর্ধমানের পাড়াপুকুর এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে রীতিমত মারামারি হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনার জেরে এ দিন কাঞ্চননগরের রথতলা এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয় । অভিযোগ প্রথমে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূলের লোকজন । এরপরে পাল্টা বিজেপি কর্মীরা তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । তৃণমূল কর্মীদের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

বিজেপি ও তৃণমূলের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাঞ্চননগর


আরও পড়ুন : তৃণমূল-বিজেপি ভোট পরবর্তী সংঘর্ষে উত্তাল বর্ধমান দক্ষিণ বিধানসভা

এর পর কাঞ্চননগরের পোদ্দার পাড়ায় অশান্তি শুরু হয় । সেখানেও একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় । একজনের হাঁটুতে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ । আহত ওই ব্যক্তির নাম শোভন কোনার । তিনি নিজের কাজে কাঞ্চননগরে এসেছিলেন । তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই ৷ অন্যদিকে পাল্টা কাঞ্চননগরের রথতলায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পুলিশ তৃণমূল নেতা ইফতিকার আহমেদ সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করেছে । এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.