ETV Bharat / state

বেআইনি অনুপ্রবেশ নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপের - Bengal Election 2021

মঙ্গলবার প্রার্থী প্রচারে গিয়ে ফের অভিষেক বন্দোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ শীতলকুচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'অনুপ্রবেশকারীরা এখানে এসে উৎপাত করছে ...মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাঁদের ভোটার বানিয়ে এদেশের নাগরিকত্ব দিচ্ছে... ৷'

Dilip Ghosh at Purba Bardhaman
দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 14, 2021, 11:20 AM IST

পূর্ব বর্ধমান , 14 এপ্রিল : মঙ্গলবার প্রার্থী প্রচারে গিয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে দায়ী করলেন পশ্চিমবঙ্গে বাংলাদেশী ও রোহিঙ্গাদের বেআইনি অনুপ্রবেশের জন্য ৷

প্রার্থী প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ

মঙ্গলবার দক্ষিণ বর্ধমান বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর জন্য পূর্ব বর্ধমানে প্রার্থী প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই সাংবাদিকদের সঙ্গে তিনি মুখোমুখি হলে শীতলকুচির ঘটনাকে টেনে ফের নিজের নিশানায় নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

দিলীপ ঘোষ বলেন , 'অনুপ্রবেশকারীরা এখানে এসে উৎপাত করছে .....মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাঁদের ভোটার বানিয়ে এদেশের নাগরিকত্ব দিচ্ছে ৷ যখন উদ্বাস্তু বাঙালি হিন্দুদের আমরা নাগরিকত্ব দিচ্ছি তখন ওঁরা বিরোধিতা করছেন ৷ কিন্তু অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরও এখানে উনি নাগরিকত্ব দিচ্ছেন এটা দেশ বিরোধী ৷ এখানকার মানুষ তাঁর বিরোধিতায় আছে ৷'

সেই সঙ্গে দিলীপ ঘোষ সকল বর্ধমানবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন ৷ তিনি বলেন , কেন্দ্রীয় বাহিনী আছে , তাই নির্বিঘ্নে ভোট হবে ৷

পূর্ব বর্ধমান , 14 এপ্রিল : মঙ্গলবার প্রার্থী প্রচারে গিয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে দায়ী করলেন পশ্চিমবঙ্গে বাংলাদেশী ও রোহিঙ্গাদের বেআইনি অনুপ্রবেশের জন্য ৷

প্রার্থী প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ

মঙ্গলবার দক্ষিণ বর্ধমান বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর জন্য পূর্ব বর্ধমানে প্রার্থী প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই সাংবাদিকদের সঙ্গে তিনি মুখোমুখি হলে শীতলকুচির ঘটনাকে টেনে ফের নিজের নিশানায় নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

দিলীপ ঘোষ বলেন , 'অনুপ্রবেশকারীরা এখানে এসে উৎপাত করছে .....মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাঁদের ভোটার বানিয়ে এদেশের নাগরিকত্ব দিচ্ছে ৷ যখন উদ্বাস্তু বাঙালি হিন্দুদের আমরা নাগরিকত্ব দিচ্ছি তখন ওঁরা বিরোধিতা করছেন ৷ কিন্তু অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরও এখানে উনি নাগরিকত্ব দিচ্ছেন এটা দেশ বিরোধী ৷ এখানকার মানুষ তাঁর বিরোধিতায় আছে ৷'

সেই সঙ্গে দিলীপ ঘোষ সকল বর্ধমানবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন ৷ তিনি বলেন , কেন্দ্রীয় বাহিনী আছে , তাই নির্বিঘ্নে ভোট হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.