ETV Bharat / state

Trinamool Congress অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব আউশগ্রামের বাসিন্দারা

পূর্ব বর্ধমানের আউশগ্রাম-2 ব্লকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি রামকৃষ্ণ ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একাধিক দুর্নীতিতে জড়িত ৷ বিজেপির দাবি, ওই নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠ ৷ তাই তাঁকে সিবিআইয়ের (CBI) জেরা করা উচিত ৷

ausgram-people-sound-alarm-against-corrupt-associate-of-trinamool-congress-leader-anubrata-mondal
Trinamool Congress অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব আউশগ্রামের বাসিন্দারা
author img

By

Published : Aug 27, 2022, 5:01 PM IST

আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 27 অগস্ট : অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠ তৃণমূল (Trinamool Congress) নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষের বিরুদ্ধে বেআইনিভাবে বালি, গরুর কারবার (Cattle Smuggling Case)-সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠল । বিষয়টি জানিয়ে গ্রামবাসীরা গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পাঠিয়েছে । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ ঘোষ আউশগ্রাম-2 ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি । তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য । 2016 সালে অনুব্রত মণ্ডল তাঁকে আউশগ্রাম-2 ব্লকের ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত করেন । আগে তিনি ডেকরটার্সের ব্যবসা করতেন । কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হওয়ার পরেই তিনি ফুলেফেঁপে ওঠেন বলে অভিযোগ ।

তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে বালির ব্যবসা, জমির ব্যবসা, গরুর ব্যবসা চালানোর অভিযোগ ওঠে । বিভিন্ন এলাকায় তিনি নামে, বেনামে একাধিক জমি ও বাড়ি কিনেছেন বলে অভিযোগ । এমনকী, গ্রামে রাস্তাঘাট তৈরির সময় সেই টেন্ডার কে পাবে, তা রামকৃষ্ণ ঘোষের মাধ্যমেই ঠিক হত বলে এলাকাবাসীর দাবি ।

Ausgram people sound alarm against corrupt associate of Trinamool Congress leader Anubrata Mondal
অনুব্রতর সঙ্গে তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ

তাঁর বিরুদ্ধে তৃণমূল পার্টিতে, এমনকী বিডিওর কাছেও গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছিল । গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই অভিযোগ পাঠানো হয়েছিল । কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কেউ কোনও ব্যবস্থা নেয়নি ।

গ্রামবাসী উত্তম আঁকুড়ে বলেন, ‘‘রামকৃষ্ণ ব্লক সভাপতি হওয়ার পরে জমি, জায়গা, একাধিক বাড়ি-সহ অনেক কিছু করে ফেলেছে । তাঁর বালির ব্যবসা, কয়লার ব্যবসা, গরুর ব্যবসা আছে । আমরা বিডিও থেকে দলের উপর মহলে বিষয়টি জানিয়েছি, এমনকি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি ৷ কেউ কোনও ব্যবস্থা নেননি । আসলে ওরা দলে পদ পাওয়ার পরেই বিভিন্ন ভাবে টাকা পয়সা চুরি করতে শুরু করেছেন । সেই পয়সায় বড়লোক হয়েছে । আগে ডেকরেটার্সের ব্যবসা করতেন । তারপর পার্টিতে যাওয়ার পরে ফুলেফেঁপে উঠেছেন ।’’

Ausgram people sound alarm against corrupt associate of Trinamool Congress leader Anubrata Mondal
তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ

বর্ধমান জেলা বিজেপির (BJP) এসসি মোর্চার সাধারণ সম্পাদক রাজু পাত্র বলেন, ‘‘তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষের নামে গ্রামবাসীরা অভিযোগ করছে যে বালি পাচার, গরু পাচারের সঙ্গে তিনি যুক্ত আছেন । গ্রামবাসীরা স্থানীয় ব্লক প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী কাছে আবেদন করেছেন ৷ কিন্তু কোনও সুরাহা হয়নি । গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন ৷ এই অনুব্রত মণ্ডলের সঙ্গে রামকৃষ্ণ ঘোষের খুব দহরম মহরম ছিল । সিবিআইয়ের (CBI) উচিত রামকৃষ্ণ ঘোষকে গ্রেফতার করা ।’’

তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন, ‘‘আমাদের পারিবারিক জমিজমা, সম্পত্তি আছে ৷ স্ত্রী কলেজে চাকরি করেন । এসব বিরোধী দলের চক্রান্ত ।’’

আরও পড়ুন : অনুব্রতর হাতছাড়া তিন বিধানসভা কেন্দ্র, দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 27 অগস্ট : অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠ তৃণমূল (Trinamool Congress) নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষের বিরুদ্ধে বেআইনিভাবে বালি, গরুর কারবার (Cattle Smuggling Case)-সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠল । বিষয়টি জানিয়ে গ্রামবাসীরা গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পাঠিয়েছে । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ ঘোষ আউশগ্রাম-2 ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি । তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য । 2016 সালে অনুব্রত মণ্ডল তাঁকে আউশগ্রাম-2 ব্লকের ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত করেন । আগে তিনি ডেকরটার্সের ব্যবসা করতেন । কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হওয়ার পরেই তিনি ফুলেফেঁপে ওঠেন বলে অভিযোগ ।

তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে বালির ব্যবসা, জমির ব্যবসা, গরুর ব্যবসা চালানোর অভিযোগ ওঠে । বিভিন্ন এলাকায় তিনি নামে, বেনামে একাধিক জমি ও বাড়ি কিনেছেন বলে অভিযোগ । এমনকী, গ্রামে রাস্তাঘাট তৈরির সময় সেই টেন্ডার কে পাবে, তা রামকৃষ্ণ ঘোষের মাধ্যমেই ঠিক হত বলে এলাকাবাসীর দাবি ।

Ausgram people sound alarm against corrupt associate of Trinamool Congress leader Anubrata Mondal
অনুব্রতর সঙ্গে তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ

তাঁর বিরুদ্ধে তৃণমূল পার্টিতে, এমনকী বিডিওর কাছেও গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছিল । গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই অভিযোগ পাঠানো হয়েছিল । কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কেউ কোনও ব্যবস্থা নেয়নি ।

গ্রামবাসী উত্তম আঁকুড়ে বলেন, ‘‘রামকৃষ্ণ ব্লক সভাপতি হওয়ার পরে জমি, জায়গা, একাধিক বাড়ি-সহ অনেক কিছু করে ফেলেছে । তাঁর বালির ব্যবসা, কয়লার ব্যবসা, গরুর ব্যবসা আছে । আমরা বিডিও থেকে দলের উপর মহলে বিষয়টি জানিয়েছি, এমনকি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি ৷ কেউ কোনও ব্যবস্থা নেননি । আসলে ওরা দলে পদ পাওয়ার পরেই বিভিন্ন ভাবে টাকা পয়সা চুরি করতে শুরু করেছেন । সেই পয়সায় বড়লোক হয়েছে । আগে ডেকরেটার্সের ব্যবসা করতেন । তারপর পার্টিতে যাওয়ার পরে ফুলেফেঁপে উঠেছেন ।’’

Ausgram people sound alarm against corrupt associate of Trinamool Congress leader Anubrata Mondal
তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ

বর্ধমান জেলা বিজেপির (BJP) এসসি মোর্চার সাধারণ সম্পাদক রাজু পাত্র বলেন, ‘‘তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষের নামে গ্রামবাসীরা অভিযোগ করছে যে বালি পাচার, গরু পাচারের সঙ্গে তিনি যুক্ত আছেন । গ্রামবাসীরা স্থানীয় ব্লক প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী কাছে আবেদন করেছেন ৷ কিন্তু কোনও সুরাহা হয়নি । গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন ৷ এই অনুব্রত মণ্ডলের সঙ্গে রামকৃষ্ণ ঘোষের খুব দহরম মহরম ছিল । সিবিআইয়ের (CBI) উচিত রামকৃষ্ণ ঘোষকে গ্রেফতার করা ।’’

তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন, ‘‘আমাদের পারিবারিক জমিজমা, সম্পত্তি আছে ৷ স্ত্রী কলেজে চাকরি করেন । এসব বিরোধী দলের চক্রান্ত ।’’

আরও পড়ুন : অনুব্রতর হাতছাড়া তিন বিধানসভা কেন্দ্র, দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.