খণ্ডঘোষ, 31 জানুয়ারি : গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোঁয়াইচন্ডী গ্রামের ঘটনা ৷ পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম শম্পা হাজরা (21)। মৃতার পরিবারের তরফে চার জনের নামে লিখিত অভিযোগ করা হয়েছে ।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে খণ্ডঘোষ থানার বোঁয়াইচন্ডী গ্রামের বাসিন্দা সুরজিত হাজরার সঙ্গে শম্পার বিয়ে হয়েছিল। তাদের একটি তিন বছরের ও একটি দেড় বছরের সন্তান আছে ।
পরিবারের অভিযোগ, বিয়ের পরে জানা যায় শম্পার স্বামী এবং শ্বশুরকে মদ্যপ এবং জুয়াড়ি । বিয়ের পর থেকেই মাঝেমধ্যেই বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করত তারা ৷ টাকা নিয়ে না আসলে রীতিমতো মারধর করা হত ।
এর মধ্যে তার শ্বশুরবাড়ির লোকজন বেসরকারি একটি সংস্থা থেকে শম্পার নামে এক লাখ টাকা লোন নেয় । সেই লোনের টাকা শোধের জন্য শম্পার উপরে চাপ সৃষ্টি করতে থাকে তারা । চাহিদামতো টাকা দিতে না পারায় তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ ।
আরও পড়ুন :ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ে নজরে রুট
রবিবার শম্পার পরিবারের লোকজন তার শ্বশুর বাড়ি গিয়ে দেখতে পায় মেঝেতে শম্পার দেহ পড়ে আছে । শম্পার স্বামী শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে খন্ডঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।