ETV Bharat / state

চাকরির নামে প্রতারণার অভিযোগ হাসপাতালের 2 আধিকারিকের বিরুদ্ধে

কাটোয়া শহরের এক মহিলা জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন । তাতে জানিয়েছেন পিয়নের চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে কাটোয়া হাসপাতালের ডেপুটি সুপার অনন্য ধর ও অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিয় দত্ত 20 হাজার টাকা নিয়েছেন ।

 চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
author img

By

Published : Sep 24, 2020, 12:29 AM IST

কাটোয়া, 23 সেপ্টেম্বর : চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল কাটোয়া হাসপাতালের ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করেছে । যদিও তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে বলে দাবি করেছেন ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার।

স্থানীয় সূত্রে খবর, কাটোয়া শহরের এক মহিলা জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন । তাতে জানিয়েছেন পিয়নের চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে কাটোয়া হাসপাতালের ডেপুটি সুপার অনন্য ধর ও অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিয় দত্ত 20 হাজার টাকা নিয়েছেন । অনেক কষ্ট করে জোগাড় করে সেই টাকা তুলে দেওয়ার পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে কাটোয়া হাসপাতালে কাজে যোগ দিতে বলা হয় । তিনি নিয়োগপত্র ছাড়াই কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন তাঁকে সুইপারের কাজ দেওয়া হয়েছে ।

বিষয়টি নিয়ে ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসা করতে গেলে তাঁরা তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে বলে জানান ওই মহিলা । এমনকী তাঁকে হুমকি দিয়ে ভয় দেখানো হয় । ফলে ভয়ে তিনি এতদিন মুখ খোলেননি । এরপর তিনি পূর্ব বর্ধমানের জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেন । জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়া মহকুমা হাসপাতালে তিন চিকিৎসকের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

তদন্ত কমিটির প্রধান ডাঃ তাপস সরকার বলেন, "অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে ।" এদিকে ডেপুটি সুপার অনন্য ধর ও অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিয় দত্ত বলেন, তাঁদের সম্মানহানি করার জন্য মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ।

কাটোয়া, 23 সেপ্টেম্বর : চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল কাটোয়া হাসপাতালের ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করেছে । যদিও তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে বলে দাবি করেছেন ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার।

স্থানীয় সূত্রে খবর, কাটোয়া শহরের এক মহিলা জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন । তাতে জানিয়েছেন পিয়নের চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে কাটোয়া হাসপাতালের ডেপুটি সুপার অনন্য ধর ও অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিয় দত্ত 20 হাজার টাকা নিয়েছেন । অনেক কষ্ট করে জোগাড় করে সেই টাকা তুলে দেওয়ার পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে কাটোয়া হাসপাতালে কাজে যোগ দিতে বলা হয় । তিনি নিয়োগপত্র ছাড়াই কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন তাঁকে সুইপারের কাজ দেওয়া হয়েছে ।

বিষয়টি নিয়ে ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসা করতে গেলে তাঁরা তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে বলে জানান ওই মহিলা । এমনকী তাঁকে হুমকি দিয়ে ভয় দেখানো হয় । ফলে ভয়ে তিনি এতদিন মুখ খোলেননি । এরপর তিনি পূর্ব বর্ধমানের জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেন । জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়া মহকুমা হাসপাতালে তিন চিকিৎসকের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

তদন্ত কমিটির প্রধান ডাঃ তাপস সরকার বলেন, "অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে ।" এদিকে ডেপুটি সুপার অনন্য ধর ও অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিয় দত্ত বলেন, তাঁদের সম্মানহানি করার জন্য মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.