মঙ্গলকোট, 10 অগস্ট: গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের চাকুলিয়া গ্রামে বুধবার এই ঘটনা ঘটে(Allegation of murder of housewife in Mangalkot)। মৃত গৃহবধূর নাম ঝুমা দাস(30)।
স্থানীয় ও মৃত গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে ঝুমা দাসের সঙ্গে মঙ্গলকোটের বনকাপাসি গ্রামের অসীম মণ্ডলের বিয়ে হয় । বিয়ের পর থেকেই ঝুমার উপরে অত্যাচার ও তাঁকে মারধর করত শ্বশুরবাড়ির লোকজন । ঝুমা তাঁর পরিবারকে সেকথা জানালেও তাঁরা বিষয়টি বারবার মিটিয়ে দিয়ে আসেন ৷ বুধবার সকালের দিকে ঝুমার প্রতিবেশীরা তাঁর বাপের বাড়িতে ও পুলিশকে খবর দেয় । পুলিশ এসে ঝুমার মৃতদেহ উদ্ধার করে । ঘটনার পর থেকেই মৃতের স্বামী অসীম দাস ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায় । মঙ্গলকোট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুন : স্ত্রীকে খুনের পরেই আত্মঘাতী স্বামী! কারণ খুঁজতে আসরে পুলিশ
এই বিষয়ে মৃতের বোন মণিমালা দাস বলেন,"দিদিকে খুন করা হয়েছে । বেশ কিছুদিন ধরেই তার উপরে অত্যাচার করা হচ্ছিল । কিন্তু যাতে সংসারে শান্তি বজায় থাকে তাই তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগ করা হয়নি । অথচ শেষ পর্যন্ত দিদিকে ওরা মেরেই ফেলল । পাড়ার লোকেরা পুলিশকে খবর দেয় । পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । শ্বশুরবাড়ির লোকেরা সবাই পালিয়ে গিয়েছে ।" মৃতের মামা নরহরি দাস জানান, ভাগনিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । জামাই ও শ্বশুরবাড়ির লোকজন ওর উপরে অত্যাচার করত । এদিন তাকে খুন করে সবাই পালিয়ে যায় ।
আরও পড়ুন : স্ত্রী'কে খুন করে সাইকেলে চেপে পুলিশের কাছে গেলেন স্বামী !