ETV Bharat / state

Abhishek Nabo Jowar: মানকরে নবজোয়ার অধিবেশনে চেয়ার ফাঁকা, মঞ্চে নেই অভিষেক - Abhishek Nabo Jowar News

সোমবার পূর্ব বর্ধমানের মানকরে নবজোয়ার কর্মসূচির অধিবেশন ছিল ৷ সেই মঞ্চে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সাংসদ সুনীল মণ্ডল জানিয়েছেন, ভোট হয়েছে ৷ তবে এদিনের ফাঁকা চেয়ারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো ৷

Nabo Jowar in Mankar
মানকরে অধিবেশন
author img

By

Published : May 16, 2023, 2:27 PM IST

মানকরে নব জোয়ার কর্মসূচিতে মঞ্চে আসেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়

বর্ধমান, 16 মে: নবজোয়ার যাত্রা ফ্লপ শো ? তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ৷ সোমবার, 15 মে 21 দিনের নব জোয়ার যাত্রা ছিল পূর্ব বর্ধমানেই ৷ এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানকরে অধিবেশনের মঞ্চেই এলেন না ৷ তৃণমূল সাংসদের সুনীল মণ্ডলের অবশ্য দাবি, প্রকৃতির তাণ্ডবলীলায় অনেকে আসতে পারেননি ৷ এদিকে দলীয় কর্মীদের গরহাজির চোখে পড়েছে অধিবেশনে ৷ সব মিলিয়ে মানকরের অধিবেশনে নবজোয়ারে ভাঁটা এনে দিল ৷

সোমবার পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের বুদবুদ থানা এলাকার মানকরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের অধিবেশন ছিল ৷ বিকেলে হঠাৎ কালবৈশাখীর আধঘণ্টার ঝড়-জলে লণ্ডভণ্ড হয়ে যায় অধিবেশন স্থল ৷ সন্ধ্যা সাতটা নাগাদ শুরু হওয়ার কথা ছিল ভোটাভুটি পর্ব ৷ একটু দেরিতে শুরু হয় ভোটদান ৷ খুব কম সংখ্যক ভোট দাতার হাজিরা দেখা গিয়েছে । আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটদাতাদের রাত সাড়ে দশটা পর্যন্ত দেখাই গেল না বুথে ৷ তবে গভীর রাতে আউশগ্রাম ব্লকের প্রতিনিধিরা ভোটদান করে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

সূত্রে জানা গিয়েছে, এর অন্যতম কারণ তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ তবে কোনও দলীয় নেতা তা স্বীকার করেননি ৷ পূর্ব বর্ধমানে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আউশগ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছে ৷ এই ঘটনাটি তাঁর কানে এসেছে ৷ তিনি উচ্চ নেতৃত্বকে জানাবেন ৷ অভেদানন্দ থাণ্ডার অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি ।

এছাড়া সূত্রের খবর, প্রায় তিন হাজার মানুষের সমাগম হওয়ার কথা ছিল ৷ সেখানে খুব বেশি হলে মাত্র হাজার খানেক মানুষ আসেন ৷ অধিকাংশ চেয়ার ফাঁকাই ছিল ৷ মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলায় নব জোয়ার কর্মসূচিতেও হঠাৎ বেশ কিছু পরিবর্তন হয়েছে ৷ এদিন পানাগড় থেকে নব জোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক ৷ পানাগড়ে গুরুদ্বারায় প্রণাম জানিয়ে তারপর 19 নম্বর জাতীয় সড়ক ধরে আসবেন দুর্গাপুরের গান্ধি মোড়ে ৷

সেখানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হবে ৷ সেখান থেকে স্টিল টাউনশিপের রাস্তা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা যাবেন রাজীব গান্ধি স্মারক ময়দানে ৷ সেখানে পশ্চিম বর্ধমান জেলার অধিবেশন হওয়ার কথা ৷ এর মাঝে তাঁর কর্মসূচি ছিল লাউদোহা ফুটবল ময়দানে জনসভা, খনি অঞ্চল উখরাতে রোড শো, জামুড়িয়াতে লিট্টিচোখা অনুষ্ঠানে যোগ দেওয়া, রানিগঞ্জে এবং পাঞ্জাবি মোড়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলা ৷ এই অনুষ্ঠানগুলি আজ বাতিল হয়ে আগামিকাল অর্থাৎ বুধবার হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন: বৃষ্টিতে 'চায়ে উইথ পকোড়া' পে চর্চায় অভিষেক, সঙ্গে গ্রামবাসীরা

মানকরে নব জোয়ার কর্মসূচিতে মঞ্চে আসেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়

বর্ধমান, 16 মে: নবজোয়ার যাত্রা ফ্লপ শো ? তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ৷ সোমবার, 15 মে 21 দিনের নব জোয়ার যাত্রা ছিল পূর্ব বর্ধমানেই ৷ এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানকরে অধিবেশনের মঞ্চেই এলেন না ৷ তৃণমূল সাংসদের সুনীল মণ্ডলের অবশ্য দাবি, প্রকৃতির তাণ্ডবলীলায় অনেকে আসতে পারেননি ৷ এদিকে দলীয় কর্মীদের গরহাজির চোখে পড়েছে অধিবেশনে ৷ সব মিলিয়ে মানকরের অধিবেশনে নবজোয়ারে ভাঁটা এনে দিল ৷

সোমবার পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের বুদবুদ থানা এলাকার মানকরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের অধিবেশন ছিল ৷ বিকেলে হঠাৎ কালবৈশাখীর আধঘণ্টার ঝড়-জলে লণ্ডভণ্ড হয়ে যায় অধিবেশন স্থল ৷ সন্ধ্যা সাতটা নাগাদ শুরু হওয়ার কথা ছিল ভোটাভুটি পর্ব ৷ একটু দেরিতে শুরু হয় ভোটদান ৷ খুব কম সংখ্যক ভোট দাতার হাজিরা দেখা গিয়েছে । আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটদাতাদের রাত সাড়ে দশটা পর্যন্ত দেখাই গেল না বুথে ৷ তবে গভীর রাতে আউশগ্রাম ব্লকের প্রতিনিধিরা ভোটদান করে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

সূত্রে জানা গিয়েছে, এর অন্যতম কারণ তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ তবে কোনও দলীয় নেতা তা স্বীকার করেননি ৷ পূর্ব বর্ধমানে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আউশগ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছে ৷ এই ঘটনাটি তাঁর কানে এসেছে ৷ তিনি উচ্চ নেতৃত্বকে জানাবেন ৷ অভেদানন্দ থাণ্ডার অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি ।

এছাড়া সূত্রের খবর, প্রায় তিন হাজার মানুষের সমাগম হওয়ার কথা ছিল ৷ সেখানে খুব বেশি হলে মাত্র হাজার খানেক মানুষ আসেন ৷ অধিকাংশ চেয়ার ফাঁকাই ছিল ৷ মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলায় নব জোয়ার কর্মসূচিতেও হঠাৎ বেশ কিছু পরিবর্তন হয়েছে ৷ এদিন পানাগড় থেকে নব জোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক ৷ পানাগড়ে গুরুদ্বারায় প্রণাম জানিয়ে তারপর 19 নম্বর জাতীয় সড়ক ধরে আসবেন দুর্গাপুরের গান্ধি মোড়ে ৷

সেখানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হবে ৷ সেখান থেকে স্টিল টাউনশিপের রাস্তা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা যাবেন রাজীব গান্ধি স্মারক ময়দানে ৷ সেখানে পশ্চিম বর্ধমান জেলার অধিবেশন হওয়ার কথা ৷ এর মাঝে তাঁর কর্মসূচি ছিল লাউদোহা ফুটবল ময়দানে জনসভা, খনি অঞ্চল উখরাতে রোড শো, জামুড়িয়াতে লিট্টিচোখা অনুষ্ঠানে যোগ দেওয়া, রানিগঞ্জে এবং পাঞ্জাবি মোড়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলা ৷ এই অনুষ্ঠানগুলি আজ বাতিল হয়ে আগামিকাল অর্থাৎ বুধবার হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন: বৃষ্টিতে 'চায়ে উইথ পকোড়া' পে চর্চায় অভিষেক, সঙ্গে গ্রামবাসীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.