গোয়ালতোড়, 19 জুলাই : পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে হাতির হানায় মৃত এক যুবক, আহত আরও এক । টাঙ্গাশোল গ্রামের ঘটনা । নাম কালা টুডু (30) l
জানা গেছে গতকাল সন্ধ্যায় গোয়ালতোড় থানার টাঙ্গাশোল গ্রাম সংলগ্ন জঙ্গলে রেসিডেন্সিয়াল 14 টি হাতির একটি দল ছিল । খবর পেয়ে সেখানে পৌঁছায় হুমগড় বনবিভাগের কর্মীরা । হাতির দলটিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয় । খবর পেয়ে হাতি দেখতে ভিড় জমায় স্থানীয় কয়েকজন যুবক । দলটিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় জঙ্গল থেকে একটি দাঁতাল হঠাৎ বেরিয়ে এসে হামলা করে । কালা টুডুকে সামনে পেয়ে শুঁড়ে তুলে আছাড় মারে । ঘটনাস্থানেই মারা যান তিনি ।তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর বন্ধু সনাতন টুডুও হাতির হানায় আহত হন । পরে গোয়ালতোড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । ময়নাতদন্তের জন্য মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । আহত সনাতন টুডুকে স্থানীয় কেওয়াকল হাসপাতালে ভরতি করা হয়েছে ।
রূপনারায়ণ বিভাগের DFO মনীশ যাদব জানান, হাতিগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার সময় হাতির হানায় দু'জন যুবক আহত হন । তারমধ্যে একজন মারা গেছেন । এই হাতিগুলি ওখানকার । যত তাড়াতাড়ি সম্ভব হাতির হানায় মৃত যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বনদপ্তরের তরফে । তিনি আরও জানান, এই মুহূর্তে টাঙ্গাশোলের জঙ্গলে 15 টি, খড়িকাশুলিতে 6টি হাতি রয়েছে ।
কার্তিক কিস্কু নামে এক বনদপ্তরের কর্মী জানান, রাত্রিবেলায় যখন হাতি তাড়ানো হচ্ছিল, অনেকেই উৎসাহিত হয়ে দেখতে আসেন । সেই সময় একটি দাঁতাল হঠাৎ বেরিয়ে ওই যুবকের দিকে তেড়ে যায় । যুবককে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর এক বন্ধু । বলেন, " বারবার সচেতন করা সত্ত্বেও অনেকে হাতি তাড়ানো দেখতে ভিড় করেন । এবিষয়ে আরও সতর্ক হওয়া দরকার । "