ETV Bharat / state

Dilip Ghosh : 'ভিখারি নই', দিলীপের কুশপুতুল দাহ নারায়ণগড়ে

author img

By

Published : Aug 25, 2021, 6:59 PM IST

লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়ানো মহিলাদের ভিখারি বানিয়ে দিয়েছে রাজ্য সরকার বলে একাধিকবার মন্তব্য করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তারই প্রতিবাদে নারায়ণগড়ে বিজেপি নেতার কুশপুতুল দাহ করলেন মহিলারা । বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা গবির হতে পারেন, কিন্তু ভিখারি নন ৷ সাংসদের এমন মন্তব্য নিন্দনীয় ৷

নারায়ণগড়ে দিলীপ ঘোষের কুশপুতুল পোড়ালেন মহিলারা
নারায়ণগড়ে দিলীপ ঘোষের কুশপুতুল পোড়ালেন মহিলারা

নারায়ণগড়, 25 অগস্ট : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাত্র 500 টাকার জন্য রাজ্যের মহিলাদের ভিখিরি বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এই ধরনের মন্তব্য তিনি বারবারই করেছেন ৷ বিজেপি নেতার এমন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন মহিলারা ৷ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খালিনাতে দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করলেন মহিলারা ।

গত 19 অগস্ট বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, 500 টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারি বানিয়ে ছেড়েছেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার এই মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড় ব্লকের খালিনাতে হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকারের শিবিরের সামনে মিছিল করে বিক্ষোভ দেখালেন ক্যাম্পে যোগ দেওয়া মহিলারা । তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, 'ছিঃ ! দিলীপ ঘোষ ছিঃ ! আমরা গরিব কিন্তু ভিখারি নই ।' এই পোস্টার নিয়েই মিছিল করেন তাঁরা ৷ তারপর দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয় ।

বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, "বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অসম্মান করতে গিয়ে মহিলাদেরও অসম্মান করেছেন । আমরা মহিলারা ভিখারি ? এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি আমরা ।"

তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসকদলের লোকজনই এইসব করছে । দিলীপবাবু রাজ্যবাসী বা মহিলাদের ভিখারি বলেননি, বলছেন টাকা অ্যাকাউন্টেও দেওয়া যেতে পারত ৷ 500 টাকার জন্য রাজ্য সরকার জীবনের ঝুঁকি নিয়ে লাইনে দাঁড় করাচ্ছে মহিলাদের । ভিখারির মতো লাইনে দাঁড়াতে হচ্ছে সারাদিন ধরে ।

দিলীপ ঘোষের মন্তব্য অপমানকর দাবি করে তাঁর কুশপুতুল পোড়ালেন মহিলারা ৷

গত কয়েকদিনে মেদিনীপুর শহর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছেন সেখানেই দুয়ারে সরকারে মহিলাদের উপচে পড়া ভিড়কে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ । রাজ্য় সরকারের অ্যাডমিনিস্ট্রেশনকে দুষেছেন ৷ বলেছেন, "রাজ্য সরকার 500 টাকা মানুষের অ্যাকাউন্টেই দিতে পারতেন ৷ কেন্দ্রীয় সরকার কিন্তু এইভাবে কাউকে লাইনে দাঁড় করায়নি । কৃষকদের টাকা, ঘরবাড়ি-সহ বিভিন্ন প্রকল্পের টাকা প্রাপকদের অ্যাকাউন্টেই দেওয়া হয় ৷ মানুষকে হয়রান করা হয় না ৷"

আরও পড়ুন : Dilip Ghosh : দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি খেতে হবে, বিস্ফোরক দিলীপ

নারায়ণগড়, 25 অগস্ট : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাত্র 500 টাকার জন্য রাজ্যের মহিলাদের ভিখিরি বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এই ধরনের মন্তব্য তিনি বারবারই করেছেন ৷ বিজেপি নেতার এমন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন মহিলারা ৷ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খালিনাতে দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করলেন মহিলারা ।

গত 19 অগস্ট বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, 500 টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারি বানিয়ে ছেড়েছেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার এই মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড় ব্লকের খালিনাতে হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকারের শিবিরের সামনে মিছিল করে বিক্ষোভ দেখালেন ক্যাম্পে যোগ দেওয়া মহিলারা । তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, 'ছিঃ ! দিলীপ ঘোষ ছিঃ ! আমরা গরিব কিন্তু ভিখারি নই ।' এই পোস্টার নিয়েই মিছিল করেন তাঁরা ৷ তারপর দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয় ।

বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, "বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অসম্মান করতে গিয়ে মহিলাদেরও অসম্মান করেছেন । আমরা মহিলারা ভিখারি ? এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি আমরা ।"

তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসকদলের লোকজনই এইসব করছে । দিলীপবাবু রাজ্যবাসী বা মহিলাদের ভিখারি বলেননি, বলছেন টাকা অ্যাকাউন্টেও দেওয়া যেতে পারত ৷ 500 টাকার জন্য রাজ্য সরকার জীবনের ঝুঁকি নিয়ে লাইনে দাঁড় করাচ্ছে মহিলাদের । ভিখারির মতো লাইনে দাঁড়াতে হচ্ছে সারাদিন ধরে ।

দিলীপ ঘোষের মন্তব্য অপমানকর দাবি করে তাঁর কুশপুতুল পোড়ালেন মহিলারা ৷

গত কয়েকদিনে মেদিনীপুর শহর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছেন সেখানেই দুয়ারে সরকারে মহিলাদের উপচে পড়া ভিড়কে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ । রাজ্য় সরকারের অ্যাডমিনিস্ট্রেশনকে দুষেছেন ৷ বলেছেন, "রাজ্য সরকার 500 টাকা মানুষের অ্যাকাউন্টেই দিতে পারতেন ৷ কেন্দ্রীয় সরকার কিন্তু এইভাবে কাউকে লাইনে দাঁড় করায়নি । কৃষকদের টাকা, ঘরবাড়ি-সহ বিভিন্ন প্রকল্পের টাকা প্রাপকদের অ্যাকাউন্টেই দেওয়া হয় ৷ মানুষকে হয়রান করা হয় না ৷"

আরও পড়ুন : Dilip Ghosh : দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি খেতে হবে, বিস্ফোরক দিলীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.