ঘাটাল, 17 মার্চ : খেলা হবে এই গানে নেচে বিতর্ক সৃষ্টি করার পর এবার খোল করতাল বাজিয়ে প্রচারে নামলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃতীয়বারের তৃণমূল প্রার্থী শঙ্কর দলুই । এদিন তিনি একটি হরিনাম সংকীর্তন মঞ্চে এসে গান শুনে নাচার পাশাপাশি খোল করতাল বাজিয়ে মজে যান । তিনি বলেন, ‘‘ভোটের জন্য অভিনয় নয় মানুষের পাশে থাকি, তাই বাজাতে এলাম ।’’
শঙ্কর দোলুই মঙ্গলবার সন্ধ্যায় প্রচারে গিয়ে ঘাটালের জলসরায় দেখেন শীতল ঘোষের বাড়িতে চলছে হরিনাম সংকীর্তন । শঙ্করবাবুর হরিনামে টান বিষয়ে কোনও প্রশ্ন নেই । যথারীতি তিনি সংকীর্তন দলের মাঝে দু’হাত তুলে কৃষ্ণনামে মজবেন এটাই ঘটালবাসীর চেনা চিত্র ৷ কিন্তু এদিন ঘটল ব্যতিক্রম । তিনি এক বাজনদার থেকে খোল নিয়ে নিজের কাঁধে তুলে একেবারের পেশাদার বাজিয়ের মত খোলবাজাতে লাগলেন । পরে সে ভিডিও শঙ্করবাবু তাঁর ফেসবুকে শেয়ারও করলেন।
যদিও নিন্দুকেরা বলেন ভোট বড় বালাই । একটা ভোটের জন্য সারা রাজ্যই এখন যেন আমাদের কাছে রঙ্গ মঞ্চ । সেই রঙ্গ মঞ্চে দলীয় প্রার্থীরা এক একজন কলাকার । রান্না করা, জ্বালানি কাটা, ধান মেলা, লাঙ্গল করার মতো কাজ করে মূলত অভিনয় করে ভোটারদের ভোট পাবার চেষ্টায় মরিয়া নেতারা । পিছিয়ে নেই ঘাটালের শঙ্কর দৌলুই ।
আরও পড়ুন : মমতার বিরুদ্ধে শুভেন্দুর আনা অভিযোগ খারিজ নির্বাচন কমিশনে
তবে শঙ্করবাবুর সাফ কথা, ‘‘শীত-গ্রীষ্ম-বর্ষা আমার ঘাটালবাসীর সঙ্গেই আছি যা করি মন থেকে করি৷ অভিনয় নয়।’’