চন্দ্রকোনা, 25 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের এখনও কিছুটা সময় রয়েছে । দিনক্ষণও ঘোষণা হয়নি । তার আগেই অবশ্য ভোট যুদ্ধে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী দলগুলি । এবার কিছুটা এগিয়ে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস । চন্দ্রকোনা-2 ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় এই ছবি ধরা পড়ল ।
প্রার্থীর নাম উহ্য রেখে আজ থেকে কৃষ্ণপুরে তৃণমূল কংগ্রেস দেওয়াল লেখার কাজ শুরু করেছে । তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য-রাজনীতি উত্তপ্ত । মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগ দেওয়ার পর তৃণমূলের নিশানায় শুভেন্দু অধিকারী । পাশাপাশি তাঁকে মীরজ়াফর, গদ্দার তকমায় বিদ্ধ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে । এবার একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে উঠে এল বিভিন্ন ছড়া ও কার্টুন চিত্র ।
আরও পড়ুন : "একটা ছবিই হাজারটা শব্দ বলে দেয়", মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর
এই বিষয়ে ভগবন্তপুর-1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার আরমান আলি খান বলেন, "দলের খেয়ে লুটেপুটে যারা অন্য দলে চলে গিয়েছে, সেই মীরজ়াফরদের বাংলায় স্থান নেই । প্রতিটি এলাকার দেওয়ালে তা তুলে ধরা হবে ।"