ETV Bharat / state

চাকরি না পেয়ে তৃণমূলের পার্টি অফিস পুনর্দখল আদিবাসী সংগঠনের - Bharat Jakat Majhi Pargana Mahal

গতকাল প্রশাসনের তরফে রামজীবনপুর ফাঁড়িতে দু'পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানানো হয় ৷ যদিও এবিষয়ে মুখ খুলতে চায়নি এলাকার তৃণমূল নেতৃত্ব ৷

চাকরি না পেয়ে তৃণমূলের পার্টি অফিস পুনর্দখল আদিবাসী সংগঠনের
author img

By

Published : Aug 12, 2019, 7:38 PM IST

চন্দ্রকোনা, 12 অগাস্ট : তৃণমূল কংগ্রেসের অঞ্চল পার্টি অফিসে তালা দিয়ে নিজেদের পতাকা লাগাল ভারত জাকাত মাঝি পরগনা মহল ৷ চন্দ্রকোনার শ্রীনগরের ঘটনা ৷ অভিযোগ, তৃণমূলের পতাকা সরিয়ে সেখানে এই আদিবাসী সংগঠনের পতাকা লাগিয়ে দেওয়া হয় ৷

জানা গেছে, তৃণমূলের পার্টি অফিস তৈরির আগে বিজয় সোরেন ও তাঁর পরিবার ওই জমি দখল করে চাষাবাদ করত ৷ অভিযোগ, তৃণমূল নেতৃত্ব বিজয় সোরেনের কাছ থেকে জমি নিয়ে পার্টি অফিস গড়ে তোলে ৷ বিজয়কে প্রতিশ্রুতি দিয়েছিল, জমির পরিবর্তে তাকে চাকরি দেওয়া হবে ৷ তবে কয়েকবছর কেটে গেলেও শাসকদলের নেতারা সেই প্রতিশ্রুতি না কি পূরণ করেনি৷ একাধিকবার তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিল বিজয় ৷ তাতেও কাজ হয়নি ৷ বিজয় এই কথা ভারত জাকাত মাঝি পরগনাকে লিখিতভাবে জানায় ৷ শনিবার এই সম্প্রদায়ের তরফে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হয় ৷

গতকাল প্রশাসনের তরফে রামজীবনপুর ফাঁড়িতে দু'পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানানো হয় ৷ যদিও এবিষয়ে মুখ খুলতে চায়নি এলাকার তৃণমূল নেতৃত্ব ৷ ভারত জাকাত মাঝি পরগনা মহলের এক সদস্য বলেন, "আদিবাসী পরিবারকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল পার্টি অফিস তৈরি করেছে ৷ প্রতিশ্রুতি পূরণ হলে অফিস ফিরিয়ে দেওয়া হবে ৷"

চন্দ্রকোনা, 12 অগাস্ট : তৃণমূল কংগ্রেসের অঞ্চল পার্টি অফিসে তালা দিয়ে নিজেদের পতাকা লাগাল ভারত জাকাত মাঝি পরগনা মহল ৷ চন্দ্রকোনার শ্রীনগরের ঘটনা ৷ অভিযোগ, তৃণমূলের পতাকা সরিয়ে সেখানে এই আদিবাসী সংগঠনের পতাকা লাগিয়ে দেওয়া হয় ৷

জানা গেছে, তৃণমূলের পার্টি অফিস তৈরির আগে বিজয় সোরেন ও তাঁর পরিবার ওই জমি দখল করে চাষাবাদ করত ৷ অভিযোগ, তৃণমূল নেতৃত্ব বিজয় সোরেনের কাছ থেকে জমি নিয়ে পার্টি অফিস গড়ে তোলে ৷ বিজয়কে প্রতিশ্রুতি দিয়েছিল, জমির পরিবর্তে তাকে চাকরি দেওয়া হবে ৷ তবে কয়েকবছর কেটে গেলেও শাসকদলের নেতারা সেই প্রতিশ্রুতি না কি পূরণ করেনি৷ একাধিকবার তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিল বিজয় ৷ তাতেও কাজ হয়নি ৷ বিজয় এই কথা ভারত জাকাত মাঝি পরগনাকে লিখিতভাবে জানায় ৷ শনিবার এই সম্প্রদায়ের তরফে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হয় ৷

গতকাল প্রশাসনের তরফে রামজীবনপুর ফাঁড়িতে দু'পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানানো হয় ৷ যদিও এবিষয়ে মুখ খুলতে চায়নি এলাকার তৃণমূল নেতৃত্ব ৷ ভারত জাকাত মাঝি পরগনা মহলের এক সদস্য বলেন, "আদিবাসী পরিবারকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল পার্টি অফিস তৈরি করেছে ৷ প্রতিশ্রুতি পূরণ হলে অফিস ফিরিয়ে দেওয়া হবে ৷"

Intro:তৃনমুলের অঞ্চল কার্য্যালয়ে তালা মেরে নিজেদের পতাকা লাগিয়ে দখল করলো ভারত জাকাত মাঝি পারগনা মহল ,তৃনমুলের পতাকা সরিয়ে ঝা-চকচকে দলীয় কার্য্যালয়ে তালা লাগিয়ে আদিবাসী সংগঠনের পতাকা লাগিয়ে দেওয়া হয় , এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় l
Body:তৃনমুলের অঞ্চল কার্য্যালয়ে তালা মেরে নিজেদের পতাকা লাগিয়ে দখল করলো ভারত জাকাত মাঝি পারগনা মহল ,তৃনমুলের পতাকা সরিয়ে ঝা-চকচকে দলীয় কার্য্যালয়ে তালা লাগিয়ে আদিবাসী সংগঠনের পতাকা লাগিয়ে দেওয়া হয় , এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় l


চন্দ্রকোনার শ্রীনগরে তৃনমুলের লক্ষ্মীপুর ১ নং অঞ্চল কার্য্যালয়ে তালা মেরে নিজেদের পতাকা লাগালো ভারত জাকাত মাঝি পারগনা মহল ,তৃনমুলের পতাকা সরিয়ে ঝা-চকচকে দলীয় কার্য্যালয়ে তালা লাগিয়ে আদিবাসী সংগঠনের পতাকা লাগিয়ে দেওয়া হয় l সূত্র অনুযায়ী
যে জায়গায় ওই কার্য্যালয় তৈরী করা হয় তা সরকারি এক নম্বর খতিয়ানের এবং এর আগে ওই জায়গাটি দখলে ছিলো বিজয় সরেন নামের একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের l ওই জায়গা দীর্ঘদিন যাবত দখলে রেখে চাষাবাদ করতো বিজয় সরেন ও তার পরিবার l অভিযোগ তাকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তৃনমুল নেতৃত্ব জায়গাটি নিজেদের দখলে নিয়ে দলীয় কার্য্যালয় করে কিন্তু বেশকয়েকবছর কেটে গেলেও আদিবাসী সম্প্রদায়ের ওই গরীব পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি শাসকদলের নেতারা l এ নিয়ে বারবার তৃনমুল নেতৃত্বকে জানানো হলেও কর্নপাত করেনি বলে অভিযোগ l ঘটনার কথা লিখিতভাবে ভারত জাকাত মাঝি পারগনা মহলকে বিজয় সরেন জানালে শনিবার বিকেল নাগাদ আদিবাসী সম্প্রদায়ের সংগঠনের তরফে পার্টি অফিসে তালা লাগিয়ে সংগঠনের পতাকা লাগিয়ে দেয় l আর এতেই শোরগোল পড়ে যায় চন্দ্রকোনায় l সমস্যা সমাধানে প্রশাসনের তরফে রামজীবনপুর ফাঁড়িতে সংগঠনকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে রবিবার দুপুরে l দখলে থাকা সরকারি জায়গা পুনঃদখল করে সেই জায়গায় কি করে প্রাসাদপ্রমান দলীয় কার্য্যালয় করলো শাসকদল এনিয়েই জোর চর্চা চন্দ্রকোনায় l যদিও এবিষয়ে মুখ খুলতে চাইনি অঞ্চলের তৃনমুল নেতৃত্ব l এ বিষয়ে যা বলার উপর নেতৃত্বই বলবে,সরকারি জায়গা দখল করে দলীয় অফিস কেন ?এ প্রশ্নেরও কোনও জবাব দিতে চাননি তৃনমুল নেতারা l বিজেপি ঘটনার সত্যতা স্বীকার করে জানায় আদিবাসী পরিবারকে সরিয়ে তৃনমুল দলীয় অফিস করে গতকাল আদিবাসী সংগঠনের তরফে তালা মেরে তাদের দলীয় পতাকা টাঙ্গিয়ে দেয় l এর বেশি মন্তব্য করতে চাইনি বিজেপিও l

ভারত জাকাত মাঝি পারগনা মহলের তরফে জানানো হয় দলীয় অফিস দখল নই,আদিবাসী পরিবারকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জায়গা থেকে হটিয়ে দলীয় অফিস করা হয় কিন্ত প্রতিশ্রুতি পুরন না হওয়ায় বারবার জানানো হয় কোনও কর্নপাত না করায় দলীয় অফিস আপাতত তালা মেরে বন্ধ করা হয়েছে ,প্রতিশ্রুতি পুরন হলে দলীয় অফিস ফিরিয়ে দেওয়া হবে l Conclusion:তৃনমুলের অঞ্চল কার্য্যালয়ে তালা মেরে নিজেদের পতাকা লাগিয়ে দখল করলো ভারত জাকাত মাঝি পারগনা মহল ,তৃনমুলের পতাকা সরিয়ে ঝা-চকচকে দলীয় কার্য্যালয়ে তালা লাগিয়ে আদিবাসী সংগঠনের পতাকা লাগিয়ে দেওয়া হয় , এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.