চন্দ্রকোনা, 12 অগাস্ট : তৃণমূল কংগ্রেসের অঞ্চল পার্টি অফিসে তালা দিয়ে নিজেদের পতাকা লাগাল ভারত জাকাত মাঝি পরগনা মহল ৷ চন্দ্রকোনার শ্রীনগরের ঘটনা ৷ অভিযোগ, তৃণমূলের পতাকা সরিয়ে সেখানে এই আদিবাসী সংগঠনের পতাকা লাগিয়ে দেওয়া হয় ৷
জানা গেছে, তৃণমূলের পার্টি অফিস তৈরির আগে বিজয় সোরেন ও তাঁর পরিবার ওই জমি দখল করে চাষাবাদ করত ৷ অভিযোগ, তৃণমূল নেতৃত্ব বিজয় সোরেনের কাছ থেকে জমি নিয়ে পার্টি অফিস গড়ে তোলে ৷ বিজয়কে প্রতিশ্রুতি দিয়েছিল, জমির পরিবর্তে তাকে চাকরি দেওয়া হবে ৷ তবে কয়েকবছর কেটে গেলেও শাসকদলের নেতারা সেই প্রতিশ্রুতি না কি পূরণ করেনি৷ একাধিকবার তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিল বিজয় ৷ তাতেও কাজ হয়নি ৷ বিজয় এই কথা ভারত জাকাত মাঝি পরগনাকে লিখিতভাবে জানায় ৷ শনিবার এই সম্প্রদায়ের তরফে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হয় ৷
গতকাল প্রশাসনের তরফে রামজীবনপুর ফাঁড়িতে দু'পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানানো হয় ৷ যদিও এবিষয়ে মুখ খুলতে চায়নি এলাকার তৃণমূল নেতৃত্ব ৷ ভারত জাকাত মাঝি পরগনা মহলের এক সদস্য বলেন, "আদিবাসী পরিবারকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল পার্টি অফিস তৈরি করেছে ৷ প্রতিশ্রুতি পূরণ হলে অফিস ফিরিয়ে দেওয়া হবে ৷"