কেশপুর, 19 জুলাই : 21 জুলাইয়ের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে 'শহিদ' হয়েছিলেন কেশপুরের তৃণমূল কর্মী আবদুল খালেক ৷ চলতি বছরে 28 তম 21শে জুলাইয়ের শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দশবছর ক্ষমতায় থাকলেও আবদুল খালেকের মাটির বাড়ি পাকা হয়নি ৷ কষ্টে দিন কাটছে প্রায় তিন দশক আগে পুলিশের গুলিতে জীবন দেওয়া খালেকের পরিবারের ৷
28তম 21শে জুলাইয়ের আগে কেশপুরে গিয়ে 'শহিদ' খালেকের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সাংসদ দোলা সেন ৷ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গরগজপোতা গ্রামের বাসিন্দা ছিলেন আবদুল খালেক ৷ কিন্তু এতদিনেও শহিদ পরিবার পাক বাড়ি না পাওয়ায় দুঃখপ্রকাশ করেন দোলা সেন ৷ প্রয়াত আবদুল খালেকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি তাঁদের হাতে তুলে দেন ৷
আরও পড়ুন : সংবাদমাধ্যমের নজর এড়িয়ে আকষ্মিক টিকাকরণ কেন্দ্রে মমতা
এরপর কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্তকে অনুরোধ করেন বিষয়টি দেখার জন্য ৷ সরকারি প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি করে দেওয়ার জন্য আবেদন রাখেন দোলা সেন । শুভ্রা দে সেনগুপ্ত বিষয়টি দ্রুত দেখার আশ্বাস দিয়েছেন ৷ এদিন দোলা সেন সহ উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নির্মল ঘোষ সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব ।