চাঁদড়া (পশ্চিম মেদিনীপুর), 24 সেপ্টেম্বর : আজ সকালে হাতির পালের দেখা মিলল গুড়গুড়িপাল থানা এলাকার চাঁদড়া রেঞ্জের পলাশিয়াতে । প্রায় 30 থেকে 35 টি হাতির একটি দল চাষের জমির উপর দিয়ে পারাপার করে ৷ সেইসময় মুখোমুখি হয় গ্রামবাসীদের সঙ্গে ।
গত কয়েকদিন ধরেই মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের অন্তর্গত পলাশিয়াতে হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকার মানুষ । কয়েকদিন ধরেই ওই এলাকায় 30-35 টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে । যখন তখনই নেমে পড়ছে চাষের জমিতে ৷ ফলে ক্ষতি হচ্ছে ফসলের । আজ সকালেও হাতির দলটি চাষ জমিতে নেমে তাণ্ডব চালায় ৷ গ্রামবাসীরা তাড়া করলে হাতির দলটি পাশের জঙ্গলে ঢুকে পড়ে ।
উল্লেখ্য, মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানা এলাকার পলাশিয়া গুড়গুড়িপাল মনিদহ এলাকায় হাতির তাণ্ডব নতুন কোনও ঘটনা নয় । প্রতিদিনই এই হাতি এলাকায় ঢুকে যায় । বিশেষ করে ঝাড়খণ্ড বর্ডার পার হয়ে হাতি চলে আসে এপারে । এরপর বিস্তর ক্ষতি করে জমি ও ফসলের । এর আগে শর্ট সার্কিটের জেরে মারা গেছিল দুটি পূর্ণবয়স্ক হাতি । এই ঘটনা চাক্ষুষ করেছেন এলাকার মানুষজন । তবে, আজ আবারও হাতি লোকালয়ে চলে আসায় বনদপ্তর কড়া নজর রাখছে বিষয়টির উপর । তবে, হাতির তাণ্ডবে বনদপ্তরের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার মানুষদের মধ্যে । তবে, আজকের এই হাতি ঢুকে যাওয়ার ঘটনায় ব্যাপক কৃষি ও শস্য জমির ক্ষতি হবে বলে আশঙ্কা চাষিদের ।