ETV Bharat / state

Rape : খাবারের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক - minor girl raped in kharagpur

কিশোরীকে হাত পা বেঁধে রেখে ধর্ষণ করে অভিযুক্ত ৷ রাতে কোনও রকমে বাঁধন খুলে বাড়ি ফিরে আসে কিশোরী ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

rape
কিশোরীকে ধর্ষণ
author img

By

Published : Nov 8, 2021, 7:37 AM IST

খড়গপুর, 8 নভেম্বর : মূক ও বধির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ খড়গপুরে ৷ এক অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে খড়গপুর সদর থানার পুলিশ । ধৃতকে গতকাল খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

বছর পনেরোর নির্যাতিতা কিশোরীর মা মারা গিয়েছেন কয়েক বছর আগে ৷ বাবা তার খোঁজ নেয় না ৷ কিশোরী দাদু ঠাকুমার কাছে থাকে । শনিবার বিকেল তাকে খাবারের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায় পাশের বাড়ির কে অরবিন্দ নামে বছর চব্বিশের এক যুবক । অভিযোগ, 20 নম্বর ওয়ার্ডের রেলের একটি পাম্প হাউসের ভেতরে আটক করে হাত-পা বেঁধে ধর্ষণ করা হয় তাকে ।

রাতের দিকে ওই কিশোরী কোনরকমে হাত-পায়ের দড়ি খুলতে পেরে বাড়ি ফিরে আসে । বাড়ি পৌঁছে আকার-ইঙ্গিতে সব বোঝালে দাদু ঠাকুমা পুলিশের দ্বারস্থ হন ।

এই সংক্রান্ত খবর : শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, সালিশি সভায় নির্যাতিতার পরিবারকে হুমকি

এই বিষয়ে খড়গপুর পৌরসভার পুর প্রশাসক তথা খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার বলেন, "খুবই ন্যক্কারজনক ঘটনা । এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে থাকতে পারে । পুলিশকে বলেছি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে ।" সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, রেলের পাম্প হাউসের চাবি পেল কি করে অভিযুক্তরা ? পাম্প হাউসের কোনও কর্মচারী যুক্ত নয় তো এই ঘটনার সঙ্গে ? খড়গপুর শহরের বুকে ঘটে যাওয়া এরকম ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান পৌর প্রশাসক ।

এদিকে, অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে অরবিন্দকে গ্রেফতার করে পুলিশ ৷ এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে ৷

খড়গপুর, 8 নভেম্বর : মূক ও বধির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ খড়গপুরে ৷ এক অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে খড়গপুর সদর থানার পুলিশ । ধৃতকে গতকাল খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

বছর পনেরোর নির্যাতিতা কিশোরীর মা মারা গিয়েছেন কয়েক বছর আগে ৷ বাবা তার খোঁজ নেয় না ৷ কিশোরী দাদু ঠাকুমার কাছে থাকে । শনিবার বিকেল তাকে খাবারের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায় পাশের বাড়ির কে অরবিন্দ নামে বছর চব্বিশের এক যুবক । অভিযোগ, 20 নম্বর ওয়ার্ডের রেলের একটি পাম্প হাউসের ভেতরে আটক করে হাত-পা বেঁধে ধর্ষণ করা হয় তাকে ।

রাতের দিকে ওই কিশোরী কোনরকমে হাত-পায়ের দড়ি খুলতে পেরে বাড়ি ফিরে আসে । বাড়ি পৌঁছে আকার-ইঙ্গিতে সব বোঝালে দাদু ঠাকুমা পুলিশের দ্বারস্থ হন ।

এই সংক্রান্ত খবর : শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, সালিশি সভায় নির্যাতিতার পরিবারকে হুমকি

এই বিষয়ে খড়গপুর পৌরসভার পুর প্রশাসক তথা খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার বলেন, "খুবই ন্যক্কারজনক ঘটনা । এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে থাকতে পারে । পুলিশকে বলেছি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে ।" সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, রেলের পাম্প হাউসের চাবি পেল কি করে অভিযুক্তরা ? পাম্প হাউসের কোনও কর্মচারী যুক্ত নয় তো এই ঘটনার সঙ্গে ? খড়গপুর শহরের বুকে ঘটে যাওয়া এরকম ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান পৌর প্রশাসক ।

এদিকে, অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে অরবিন্দকে গ্রেফতার করে পুলিশ ৷ এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.