ETV Bharat / state

Suvendu Adhikari: 'মাকু-সেকু থেকে দূরে থাকুন'; ঘাটাল থেকে সিপিএম-তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর - ধূপগুড়ি উপনির্বাচন

ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ফলাফলের প্রসঙ্গ তুলে সিপিএম ও তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 10:23 PM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

ঘাটাল, 10 সেপ্টেম্বর: ঘাটালে সভা করতে এসে ধূপগুড়ি উপনির্বাচন নিয়ে কটাক্ষ করেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি তৃণমূলের পাশাপাশি দুষলেন সিপিএমকেও । রবিবার সভামঞ্চ থেকে নাম ধরেই সিপিআইএম এবং তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু ৷ এই দুই দলের থেকেই সমদূরত্ব বজায় রাখার কথা বলেন তিনি ৷ সিপিএম 13 হাজার ভোট কেটে ধূপগুড়িতে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে বলেও এদিন দাবি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷

2021 বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে জিতেছিল বিজেপি ৷ বিজেপি বিধায়কের মৃত্যুতে শূন্য হয় এই আসনটি ৷ এই আসনের উপনির্বাচনে কেন্দ্রটি হাতছাড়া হয়েছে বিজেপির ৷ বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে এই কেন্দ্র থেকে 4 হাজার 309 ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷ এই নির্বাচনের ফলাফল তুলে ধরেই এদিন তৃণমূল ও সিপিএমকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দলীয় সভা করতে এসে ধূপগুড়ির উপনির্বাচনের প্রসঙ্গ টানেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, " মাকু এবং সেকু এদের থেকে দূরে থাকুন আপনারা । সেকু মানে সেকুলার, সেকুলার মানে তোষণ, মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মাকু মানে সিপিএম ৷ এই সিপিএম 13 হাজার ভোট কেটে ধূপগুড়িতে চোর তৃণমূলকে জিতিয়ে দিয়েছে ৷ এই সিপিএম থেকে দূরে থাকবেন ৷ একটাও মুসলিম ভোট কাটতে পারেনি সিপিএম, শুধু 13 হাজার হিন্দু ভোট কেটে মহম্মদ সেলিমরা চোর তৃণমূলকে জিতিয়ে দিয়ে এখানে আরও চুরি করার সুযোগ করে দিয়েছে ৷"

আরও পড়ুন: 'ইন্ডিয়া' জোটের বৈঠকের দিনই অভিষেককে তলব ইডির

ঘাটালের স্কুল মাঠে এদিন বিজেপির সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও যোগ দেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটালের বিধায়ক শীতল কপাট ৷ কেশপুরে এরপর সভা করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

শুভেন্দু অধিকারীর বক্তব্য

ঘাটাল, 10 সেপ্টেম্বর: ঘাটালে সভা করতে এসে ধূপগুড়ি উপনির্বাচন নিয়ে কটাক্ষ করেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি তৃণমূলের পাশাপাশি দুষলেন সিপিএমকেও । রবিবার সভামঞ্চ থেকে নাম ধরেই সিপিআইএম এবং তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু ৷ এই দুই দলের থেকেই সমদূরত্ব বজায় রাখার কথা বলেন তিনি ৷ সিপিএম 13 হাজার ভোট কেটে ধূপগুড়িতে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে বলেও এদিন দাবি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷

2021 বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে জিতেছিল বিজেপি ৷ বিজেপি বিধায়কের মৃত্যুতে শূন্য হয় এই আসনটি ৷ এই আসনের উপনির্বাচনে কেন্দ্রটি হাতছাড়া হয়েছে বিজেপির ৷ বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে এই কেন্দ্র থেকে 4 হাজার 309 ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷ এই নির্বাচনের ফলাফল তুলে ধরেই এদিন তৃণমূল ও সিপিএমকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দলীয় সভা করতে এসে ধূপগুড়ির উপনির্বাচনের প্রসঙ্গ টানেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, " মাকু এবং সেকু এদের থেকে দূরে থাকুন আপনারা । সেকু মানে সেকুলার, সেকুলার মানে তোষণ, মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মাকু মানে সিপিএম ৷ এই সিপিএম 13 হাজার ভোট কেটে ধূপগুড়িতে চোর তৃণমূলকে জিতিয়ে দিয়েছে ৷ এই সিপিএম থেকে দূরে থাকবেন ৷ একটাও মুসলিম ভোট কাটতে পারেনি সিপিএম, শুধু 13 হাজার হিন্দু ভোট কেটে মহম্মদ সেলিমরা চোর তৃণমূলকে জিতিয়ে দিয়ে এখানে আরও চুরি করার সুযোগ করে দিয়েছে ৷"

আরও পড়ুন: 'ইন্ডিয়া' জোটের বৈঠকের দিনই অভিষেককে তলব ইডির

ঘাটালের স্কুল মাঠে এদিন বিজেপির সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও যোগ দেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটালের বিধায়ক শীতল কপাট ৷ কেশপুরে এরপর সভা করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.