ETV Bharat / state

দাসপুরে কোয়ারানটিন সেন্টারে বিষধর সাপের কামড় শ্রমিককে - পরিযায়ী শ্রমিককে সাপের কামড়

কোয়ারানটিন সেন্টারে সাপের কামড় খেয়ে আহত পরিযায়ী শ্রমিক । প্রশাসনের তরফে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় BDO ।

Migrant labour problem
এমনই নজিরবিহীন ঘটনা ঘটল দাসপুর থানার যদুপুরে l
author img

By

Published : Jun 4, 2020, 5:23 PM IST

Updated : Jun 4, 2020, 6:07 PM IST

দাসপুর, 4 জুন : কোয়ারানটিন সেন্টারে থাকাকালীন বিষধর কালাচের কামড় এক পরিযায়ী শ্রমিককে l তাঁর নাম বিশ্বজিৎ খাঁড়া । খবর পেয়ে বাড়ির লোকজন বিশ্বজিৎবাবুকে হাসপাতালে নিয়ে যান l পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার যদুপুরের ঘটনা l এই ঘটনার পর কোয়ারানটিন সেন্টারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা । অভিযোগ, আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করেনি প্রশাসন ।

বিশ্বজিৎ খাঁড়া নামের ওই যুবক পেশায় স্বর্ণশিল্পী । কয়েকদিন আগে তিনি ভিনরাজ্য থেকে গ্রামে ফিরে যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারে থাকতে শুরু করেন l আজ ভোরে ওই যুবককে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় l আক্রান্তের বউদি বলেন, "এই কোয়ারানটিন সেন্টারে খাবার-দাবার বা চিকিৎসার কোনওরকম ব্যবস্থা করা হয়নি l গত 13 দিন ধরে চরম অব্যবস্থার মধ্যে দিন কাটাচ্ছে এই সেন্টারের লোকজন l আজ ভোরে একটি বিষধর সাপ কামড়ায় আমার দেওরকে । কিন্তু, সকাল পর্যন্ত প্রশাসনের তরফে কোনও খোঁজ নেওয়া হয়নি । আমার শ্বশুরমশাই দেওরকে নিয়ে প্রথমে দাসপুর হাসপাতালে যান । সেখান থেকে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় l এখন দেওর সুস্থ আছেন ।"

কোয়ারানটিন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, কোয়ারেনটিন সেন্টারে তাদের রাখা হলেও প্রশাসনের কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না l স্থানীয় একটি ক্লাবের দৌলতে দুবেলা দুমুঠো খাবার জুটছে মাত্র ।


স্থানীয় BJP নেতা অরূপরতন মিশ্র বলেন, "রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবা একেবারেই ভেঙে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার l" যদিও দাসপুর-1 ব্লকের BDO বিকাশ নস্কর বলেন, "আমাদের ব্লকের যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারের থাকা এক স্বর্ণশিল্পীকে সাপে কামড় দিয়েছে বলে জানতে পেরেছি l তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে l প্রশাসন সমস্ত ঘটনায় খতিয়ে দেখছে l "

দাসপুর, 4 জুন : কোয়ারানটিন সেন্টারে থাকাকালীন বিষধর কালাচের কামড় এক পরিযায়ী শ্রমিককে l তাঁর নাম বিশ্বজিৎ খাঁড়া । খবর পেয়ে বাড়ির লোকজন বিশ্বজিৎবাবুকে হাসপাতালে নিয়ে যান l পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার যদুপুরের ঘটনা l এই ঘটনার পর কোয়ারানটিন সেন্টারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা । অভিযোগ, আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করেনি প্রশাসন ।

বিশ্বজিৎ খাঁড়া নামের ওই যুবক পেশায় স্বর্ণশিল্পী । কয়েকদিন আগে তিনি ভিনরাজ্য থেকে গ্রামে ফিরে যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারে থাকতে শুরু করেন l আজ ভোরে ওই যুবককে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় l আক্রান্তের বউদি বলেন, "এই কোয়ারানটিন সেন্টারে খাবার-দাবার বা চিকিৎসার কোনওরকম ব্যবস্থা করা হয়নি l গত 13 দিন ধরে চরম অব্যবস্থার মধ্যে দিন কাটাচ্ছে এই সেন্টারের লোকজন l আজ ভোরে একটি বিষধর সাপ কামড়ায় আমার দেওরকে । কিন্তু, সকাল পর্যন্ত প্রশাসনের তরফে কোনও খোঁজ নেওয়া হয়নি । আমার শ্বশুরমশাই দেওরকে নিয়ে প্রথমে দাসপুর হাসপাতালে যান । সেখান থেকে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় l এখন দেওর সুস্থ আছেন ।"

কোয়ারানটিন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, কোয়ারেনটিন সেন্টারে তাদের রাখা হলেও প্রশাসনের কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না l স্থানীয় একটি ক্লাবের দৌলতে দুবেলা দুমুঠো খাবার জুটছে মাত্র ।


স্থানীয় BJP নেতা অরূপরতন মিশ্র বলেন, "রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবা একেবারেই ভেঙে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার l" যদিও দাসপুর-1 ব্লকের BDO বিকাশ নস্কর বলেন, "আমাদের ব্লকের যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারের থাকা এক স্বর্ণশিল্পীকে সাপে কামড় দিয়েছে বলে জানতে পেরেছি l তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে l প্রশাসন সমস্ত ঘটনায় খতিয়ে দেখছে l "

Last Updated : Jun 4, 2020, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.