ETV Bharat / state

ভারতের মুসলিমদের চিন্তা নেই : সায়ন্তন - মেদিনীপুরের সংবাদ

আজ CAA-র সমর্থনে মেদিনীপুরে পদযাত্রা করে BJP ৷ মেদিনীপুরের টিভি টাওয়ারের ময়দান থেকে শুরু করে এই মিছিল শেষ হয় LIC চকে, বিদ‍্যাসাগরের মূর্তির পাদদেশে ৷ সেখানে অভিনন্দন সভা হয় ৷ সভা থেকে রাজ্য সরকার ও তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন সায়ন্তন বসু ও রিমঝিম মিত্র ৷

rimjhim and sayantan
রিমঝিম মিত্র ও সায়ন্তন বসু
author img

By

Published : Jan 10, 2020, 11:52 PM IST

Updated : Jan 11, 2020, 11:43 PM IST

মেদিনীপুর, 10 জানুয়ারি : CAA ও NRC বিরোধী আন্দোলন নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন BJP নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্র ৷ আজ মেদিনীপুরের অভিনন্দন সভা থেকে রাজ্য সরকার ও তৃণমূলনেত্রীকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, " CAA-এর বিরুদ্ধে নোংরা নর্দমার নেংটি ইঁদুরগুলো যতই কুটুস কুটুস কামড়াক কিছুই করতে পারবে না ৷" পাশাপাশি তিনি কমিউনিস্টদের কটাক্ষ করতেও ছাড়েননি ৷ বলেন, " কমিউনিস্টরা বুড়ো আরবি ঘোড়ার দল ৷ যতই দু'পা তুলে লাথি মারুক ,কোনও লাভ নেই ৷ বাংলায় CAA আইন প্রণয়ন হবেই ৷"

রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও রাজ্য সরকাকে আক্রমণ করেন ৷ গতকালের নৈহাটির বিস্ফোরণ নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি ৷ কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে ৷ বলেন, "এখন নৈহাটিতে বিস্ফোরণ হয়েছে, যেদিন কালীঘাটে হবে সেদিন দিদিমণি নারকেল গাছে উঠে বসবেন ৷"

ভিডিয়োয় শুনুন রিমঝিম মিত্র ও সায়ন্তন বসুর বক্তব্য

আজ CAA-র সমর্থনে মেদিনীপুরে পদযাত্রা করে BJP ৷ টিভি টাওয়ারের ময়দান থেকে শুরু করে এই মিছিল শেষ হয় LIC চকে বিদ‍্যাসাগরের মূর্তির পাদদেশে ৷ সেখানে অভিনন্দন সভা হয় ৷ সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জেলা সভাপতি সমিত দাস ৷ এছাড়া রিমঝিম মিত্র ,কামাল হোসেন খান, আইনজীবী শুভজিৎ রায়সহ BJP-র রাজ্য নেতা , জেলা নেতা, কর্মী-সর্মথকেরা ৷ সভা থেকে রিমঝিম মিত্র বলেন, "আমরা পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা হতে দেব না ৷ বাংলায় CAA আইন প্রণয়ন হবেই ৷ আপনারা মিসকল দিয়ে যাঁরা এখনও সদস্য পদ নেননি তাঁরা সদস্য হয়ে যান ৷ আমি আপনাদের নম্বর বলে দিচ্ছি ৷ এই নম্বরে মিসকল দিয়েই সদস্য হতে পারবেন ৷"

এছাড়াও বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুরের এক CAA বিরোধী সভাকে কটাক্ষ করেন রিমঝিম ৷ বলেন, "কিছু মা-মাসিদের দল এই CAA বিরোধিতাই নেমেছেন ৷ তাঁদের বলি এত কষ্ট করে কিছুই লাভ নেই ৷ CAA হবেই ৷" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটাক্ষ করে বলেন, "দিদিমণি সবার মুখ্যমন্ত্রী ৷ তিনি হাতের ভঙ্গিমা পালটে সবাইকেই আশীর্বাদ করুন ৷ শুধুমাত্র একটি সম্প্রদায়কে নয় ৷" পাশাপাশি তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন CAA করতে হলে তাঁর লাশের উপর দিয়ে হাঁটতে হবে ৷ কিন্তু এমন কথা তো মুখে আনাও পাপ ৷ উনি সুস্থ সবল থাকা অবস্থায় আমরা CAA প্রণয়ন করব ৷ ওনার দুঃস্বপ্ন আমরা সত্যি হতে দেব না ৷"

জনসভা থেকে রাজ্যের শাসকদলের নেত্রীকে তীব্র আক্রমণ করেন সায়ন্তন বসু ৷ বলেন, "নৈহাটিতে বাজি ফাটলে নাগাসাকি, হিরোশিমার মতো মতো অবস্থা হয় ? ওটা বাজি নয়, ওটাকে বোমা বলে ৷ আজ নৈহাটিতে ফাটছে, যেদিন কালীঘাটে ফাটবে সেদিন দিদিমণি নারকেল গাছে উঠে বসবেন ৷ সেদিন বুঝবেন বোমার জোর কতটা ৷ বাংলাকে জেহাদিদের স্বর্গরাজ্য তৈরি করতে চাইছেন ৷ কিন্তু আমরা তা হতে দেব না ৷" এছাড়াও তিনি বলেন, "CAA আইন বাংলাদেশ থেকে আগত অত্যাচারিত, নিপীড়িত হিন্দু ভাইবোনেদের জন্য ৷ যারা ধর্মরক্ষা, মানরক্ষা, সম্নানরক্ষা, সম্পদরক্ষার কারণে এসেছেন তাঁদের জন্য এই আইন ৷ তাঁরা এখানে এসে ভারতের নাগরিক হবেন ৷ দিদিমণি বাংলাদেশের লুঙ্গিওয়ালার জন্য চিৎকার করছেন, চেঁচামেচি করছেন ৷ তবে আমরা বাংলাদেশের কোনও লুঙ্গিওয়ালাকে এখানে থাকতে দেব না ৷ তাদের লাথি মেরে দেশ থেকে তাড়াব ৷ তারজন্য যদি আপনাদের চেহারা শ্মশানযাত্রীদের মতো হয়ে যায় তবে আমাদের কিছু করার নেই ৷" তিনি আরও বলেন, "দিদিমণিকে দেখে মনে হচ্ছে যে রোজই শ্মশানে গিয়ে বসে আছেন ৷ উনি লিখে রাখুন ৷ ওনার বেঁচে থাকা, ভালো থাকাকালীন এই আইন বাংলায় কার্যকর করব ৷ আমরা হিন্দুদের নাগরিকত্ব দেব ৷ দিদি আটকাতে পারবেন না ৷ মেহবুবা মুফতিও বলেছিলেন কাশ্মীরে 370 ধারা রাখতে হবে ৷ 35-A ধারা রাখতে হবে ৷ নয়তো ওনার মৃতদেহের উপর দিয়ে হাঁটতে হবে ৷ কিন্তু আজও উনি বেঁচে আছেন, ভালো আছেন ৷ কিন্তু কাশ্মীরে 370 ধারা নেই ৷ আমরা বাংলাদেশের মুসলমানদের তাড়িয়ে দেব ৷ এখানকার মুসলমানদের চিন্তা নেই ৷ তাঁরা ভারতের নাগরিক ৷ তাঁরা এখানেই থাকবেন ৷"

মেদিনীপুর, 10 জানুয়ারি : CAA ও NRC বিরোধী আন্দোলন নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন BJP নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্র ৷ আজ মেদিনীপুরের অভিনন্দন সভা থেকে রাজ্য সরকার ও তৃণমূলনেত্রীকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, " CAA-এর বিরুদ্ধে নোংরা নর্দমার নেংটি ইঁদুরগুলো যতই কুটুস কুটুস কামড়াক কিছুই করতে পারবে না ৷" পাশাপাশি তিনি কমিউনিস্টদের কটাক্ষ করতেও ছাড়েননি ৷ বলেন, " কমিউনিস্টরা বুড়ো আরবি ঘোড়ার দল ৷ যতই দু'পা তুলে লাথি মারুক ,কোনও লাভ নেই ৷ বাংলায় CAA আইন প্রণয়ন হবেই ৷"

রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও রাজ্য সরকাকে আক্রমণ করেন ৷ গতকালের নৈহাটির বিস্ফোরণ নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি ৷ কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে ৷ বলেন, "এখন নৈহাটিতে বিস্ফোরণ হয়েছে, যেদিন কালীঘাটে হবে সেদিন দিদিমণি নারকেল গাছে উঠে বসবেন ৷"

ভিডিয়োয় শুনুন রিমঝিম মিত্র ও সায়ন্তন বসুর বক্তব্য

আজ CAA-র সমর্থনে মেদিনীপুরে পদযাত্রা করে BJP ৷ টিভি টাওয়ারের ময়দান থেকে শুরু করে এই মিছিল শেষ হয় LIC চকে বিদ‍্যাসাগরের মূর্তির পাদদেশে ৷ সেখানে অভিনন্দন সভা হয় ৷ সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জেলা সভাপতি সমিত দাস ৷ এছাড়া রিমঝিম মিত্র ,কামাল হোসেন খান, আইনজীবী শুভজিৎ রায়সহ BJP-র রাজ্য নেতা , জেলা নেতা, কর্মী-সর্মথকেরা ৷ সভা থেকে রিমঝিম মিত্র বলেন, "আমরা পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা হতে দেব না ৷ বাংলায় CAA আইন প্রণয়ন হবেই ৷ আপনারা মিসকল দিয়ে যাঁরা এখনও সদস্য পদ নেননি তাঁরা সদস্য হয়ে যান ৷ আমি আপনাদের নম্বর বলে দিচ্ছি ৷ এই নম্বরে মিসকল দিয়েই সদস্য হতে পারবেন ৷"

এছাড়াও বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুরের এক CAA বিরোধী সভাকে কটাক্ষ করেন রিমঝিম ৷ বলেন, "কিছু মা-মাসিদের দল এই CAA বিরোধিতাই নেমেছেন ৷ তাঁদের বলি এত কষ্ট করে কিছুই লাভ নেই ৷ CAA হবেই ৷" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটাক্ষ করে বলেন, "দিদিমণি সবার মুখ্যমন্ত্রী ৷ তিনি হাতের ভঙ্গিমা পালটে সবাইকেই আশীর্বাদ করুন ৷ শুধুমাত্র একটি সম্প্রদায়কে নয় ৷" পাশাপাশি তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন CAA করতে হলে তাঁর লাশের উপর দিয়ে হাঁটতে হবে ৷ কিন্তু এমন কথা তো মুখে আনাও পাপ ৷ উনি সুস্থ সবল থাকা অবস্থায় আমরা CAA প্রণয়ন করব ৷ ওনার দুঃস্বপ্ন আমরা সত্যি হতে দেব না ৷"

জনসভা থেকে রাজ্যের শাসকদলের নেত্রীকে তীব্র আক্রমণ করেন সায়ন্তন বসু ৷ বলেন, "নৈহাটিতে বাজি ফাটলে নাগাসাকি, হিরোশিমার মতো মতো অবস্থা হয় ? ওটা বাজি নয়, ওটাকে বোমা বলে ৷ আজ নৈহাটিতে ফাটছে, যেদিন কালীঘাটে ফাটবে সেদিন দিদিমণি নারকেল গাছে উঠে বসবেন ৷ সেদিন বুঝবেন বোমার জোর কতটা ৷ বাংলাকে জেহাদিদের স্বর্গরাজ্য তৈরি করতে চাইছেন ৷ কিন্তু আমরা তা হতে দেব না ৷" এছাড়াও তিনি বলেন, "CAA আইন বাংলাদেশ থেকে আগত অত্যাচারিত, নিপীড়িত হিন্দু ভাইবোনেদের জন্য ৷ যারা ধর্মরক্ষা, মানরক্ষা, সম্নানরক্ষা, সম্পদরক্ষার কারণে এসেছেন তাঁদের জন্য এই আইন ৷ তাঁরা এখানে এসে ভারতের নাগরিক হবেন ৷ দিদিমণি বাংলাদেশের লুঙ্গিওয়ালার জন্য চিৎকার করছেন, চেঁচামেচি করছেন ৷ তবে আমরা বাংলাদেশের কোনও লুঙ্গিওয়ালাকে এখানে থাকতে দেব না ৷ তাদের লাথি মেরে দেশ থেকে তাড়াব ৷ তারজন্য যদি আপনাদের চেহারা শ্মশানযাত্রীদের মতো হয়ে যায় তবে আমাদের কিছু করার নেই ৷" তিনি আরও বলেন, "দিদিমণিকে দেখে মনে হচ্ছে যে রোজই শ্মশানে গিয়ে বসে আছেন ৷ উনি লিখে রাখুন ৷ ওনার বেঁচে থাকা, ভালো থাকাকালীন এই আইন বাংলায় কার্যকর করব ৷ আমরা হিন্দুদের নাগরিকত্ব দেব ৷ দিদি আটকাতে পারবেন না ৷ মেহবুবা মুফতিও বলেছিলেন কাশ্মীরে 370 ধারা রাখতে হবে ৷ 35-A ধারা রাখতে হবে ৷ নয়তো ওনার মৃতদেহের উপর দিয়ে হাঁটতে হবে ৷ কিন্তু আজও উনি বেঁচে আছেন, ভালো আছেন ৷ কিন্তু কাশ্মীরে 370 ধারা নেই ৷ আমরা বাংলাদেশের মুসলমানদের তাড়িয়ে দেব ৷ এখানকার মুসলমানদের চিন্তা নেই ৷ তাঁরা ভারতের নাগরিক ৷ তাঁরা এখানেই থাকবেন ৷"

Intro:CAA এর বিরুদ্ধে নোংরা নর্দমার নেংটি ইঁদুর গুলো যতই কুটুস কুটুস কামড়াক কেও কিছুই করতে পারবে না বক্তা বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্র পাশা পাশি তিনি কমিউনিস্ট দের উদ্দেশে বলেন কমিউনিস্ট রা বুড়ো আরবী ঘোড়ার দল ,যতই দু পা তুলে লাথি মারুক ,কোনো লাভ নেই , বাংলায় CAA আইন প্রণয়ন হবেই l অন্য দিকে সায়ন্তন বসু বলেন আজ নৈহাটিতে ফাটছে, যেদিন কালিঘাটে ফাটবে সেদিন দিদিমণি নারকেল গাছে উঠে বসবে l Body:CAA এর বিরুদ্ধে নোংরা নর্দমার নেংটি ইঁদুর গুলো যতই কুটুস কুটুস কামড়াক কেও কিছুই করতে পারবে না বক্তা বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্র পাশা পাশি তিনি কমিউনিস্ট দের উদ্দেশে বলেন কমিউনিস্ট রা বুড়ো আরবী ঘোড়ার দল ,যতই দু পা তুলে লাথি মারুক ,কোনো লাভ নেই , বাংলায় CAA আইন প্রণয়ন হবেই l অন্য দিকে সায়ন্তন বসু বলেন আজ নৈহাটিতে ফাটছে, যেদিন কালিঘাটে ফাটবে সেদিন দিদিমণি নারকেল গাছে উঠে বসবে l


CAA নিয়ে বিরাট মাপের পদযাত্রা করলো বিজেপি l এই দিন মেদিনীপুর শহরের টিভি টাওয়ারের ময়দান থেকে শুরু করে এই মিছিল সারা শহর পরিক্রমা করে শেষ হয় LIC চকে বিদ‍্যাসাগরের মূর্তির পাদদেশে এবং এখানে অভিনন্দন সভা হয় l বাংলাই নাগরিত্ব সংশোধনী আইন CAA প্রয়নয় করার জন্য,নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন করতে মূলত এই সভা l এই সভায় উপস্থিত ছিলেন রাজ‍্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু,জেলা সভাপতি সমিত দাস রিমঝিম মিত্র ,কামাল হোসেন খান, আইনজীবী শুভজিৎ রায়,সহ রাজ‍্য নেতা ,জেলা নেতা,সহ কর্মী,সর্মথকেরা l রিমঝিম মিত্র বলেন, CAA এর বিরুদ্ধে নোংরা নর্দমার নেংটি ইঁদুর গুলো যতই কুটুস কুটুস কামড়াক কেও কিছুই করতে পারবে না , আমরা পশ্চিম বাংলা কে ভারত বর্ষ কে আলাদা হতে দেব না l তিনি CAA বিরোধিতা কারী বাম কমিউনিস্ট দের কটাক্ষ করে বলেন কমিউনিস্ট হলো বুড়ো আরবী ঘোড়ার দল ,যতই দু পা তুলে লাথি মারুক ,কোনো লাভ নেই , বাংলায় CAA আইন প্রণয়ন হবেই l তিনি বলেন আপনারা মিসকল দিয়ে যারা এখনো সদস্য পদ নেননি তারা সদস্য হয়ে যান , আমি আপনাদের নাম্বার বলে দিচ্ছি ,কিভাবে মিসকল দিয়ে আপনারা সদস্য হতে পারবেন l এছাড়াও বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুরের এক সিএ এ সভা কে কটাক্ষ করেন রিমঝিম বলেন কিছু মা মাসিদের দল যারা এই CAA বিরোধিতাই নেমেছে, তাদের বলি এত কষ্ট করে কিছুই লাভ নেই , caa হবেই l এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও কটাক্ষ করেন রিমঝিম মিত্র তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিদিমণি সবার সবার মুখ্যমন্ত্রী তিনি হাতের ভঙ্গিমায় শুধুমাত্র একটা সম্প্রদায় করে সবাইকেই হাত তুলে আশীর্বাদ করুন যাতে সবাই মুখ্যমন্ত্রী আশীর্বাদ পেতে পারে পাশাপাশি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তার লাশের উপর দিয়েই সিএ এ নিয়ে যেতে হবে এ বিষয়ে রিমঝিম মিত্র বলেন এই কথা মুখে আনাও পাপ, আমরা উনি সুস্থ সবল থাকা অবস্থায় এই সিএ এ প্রণয়ন করব l উনার দুঃস্বপ্ন আমরা সত্যি হতে দেব না' এ দিন দিদিমনির দীর্ঘায়ু কামনা করে বসেন বিজেপি নেত্রী রিমঝিম মিত্র l

অন্য দিকে জনসভা থেকে বিরোধী দল শাসক দলের নেত্রীকে তীব্র আক্রমণ করেন সায়ন্তন বসু l বক্তব্য রাখতে গিয়ে বলেন, নৈহাটিতে বিস্ফোরন হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ওখানে বাজি, পটকা ফেটেছে, বাজি ফাটলে নাগাসাকী, হিরোশিমার মতো মতো অবস্থা হয় ? ওটা বাজি নয়, ওটাকে বোমা বলে l আজ নৈহাটিতে ফাটছে, যেদিন কালিঘাটে ফাটবে সেদিন দিদিমণি নারকেল গাছে উঠে বসবে l সেদিন বুঝবে বোমার জোর কতটা l বাংলাকে জেহাদীদের স্বর্গরাজ্য তৈরী করতে চাইছে, কিন্তু আমরা তা হতে দেবো না l

Conclusion:CAA এর বিরুদ্ধে নোংরা নর্দমার নেংটি ইঁদুর গুলো যতই কুটুস কুটুস কামড়াক কেও কিছুই করতে পারবে না বক্তা বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্র পাশা পাশি তিনি কমিউনিস্ট দের উদ্দেশে বলেন কমিউনিস্ট রা বুড়ো আরবী ঘোড়ার দল ,যতই দু পা তুলে লাথি মারুক ,কোনো লাভ নেই , বাংলায় CAA আইন প্রণয়ন হবেই l অন্য দিকে সায়ন্তন বসু বলেন আজ নৈহাটিতে ফাটছে, যেদিন কালিঘাটে ফাটবে সেদিন দিদিমণি নারকেল গাছে উঠে বসবে l
Last Updated : Jan 11, 2020, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.