ETV Bharat / state

চন্দ্রকোণায় রাস্তা ও সরকারি দফতর স্য়ানিটাইজেশনের কাজ শুরু

author img

By

Published : May 5, 2021, 7:53 PM IST

কোভিডের সংক্রমণ ঠেকাতে চন্দ্রকোণার বিভিন্ন সরকার দফতর স্য়ানিটাইজ্ড করা হল ৷ স্বাস্থ্য দফতরের নির্দেশে ঘাটালের দমকল বিভাগ এই কাজ করে ৷ আগামী দিনেও এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে তারা ৷

wb_wmid_02_chandrakona_sanitize_vis_7204519
চন্দ্রকোণায় রাস্তা ও সরকারি দফতর স্য়ানিটাইজেশনের কাজ শুরু

চন্দ্রকোণা, 5 মে : করোনার সংক্রমণ বাগে আনতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় সমস্ত রাস্তা ও সরকারি দফতর সানিটাইজ্ড করল স্বাস্থ্য দফতর ও দমকল বিভাগ ৷ এই কর্মসূচি আগামী কয়েক দিন চলবে বলে সরকারি সূত্রের খবর ৷

wb_wmid_02_chandrakona_sanitize_vis_7204519
স্য়ানিটাইজেশনের কাজে ব্য়স্ত দমকল বিভাগের কর্মীরা ৷

করোনায় সংক্রমিত হচ্ছেন বহু মানুষ ৷ বাড়ছে মৃত্য়ুও ৷ তাই কোরোনার দ্বিতীয় ঢেউ রুখতে বদ্ধপরিকর জঙ্গলমহল ৷ তবে জঙ্গলমহলের দু’টি মহকুমা বাদে ঘাটাল মহকুমার চন্দ্রকোণায় সংক্রমণের হার সবথেকে বেশি ৷ এই পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে নানা পদক্ষেপ করছে প্রশাসন ৷

প্রত্য়েকে যাতে মাস্ক ব্য়বহার করেন, তা নিশ্চিত করতে চলছে নজরদারি ৷ দোকান, বাজার বসানোর ক্ষেত্রে কঠোরভাবে মানা হচ্ছে দূরত্ব বিধি ৷ মেনে চলা হচ্ছে আংশিক লকডাউনের সমস্ত শর্তও ৷

আরও পড়ুন : করোনা মোকাবিলায় অত্যাধুনিক স্যানিটাইজ়ার স্প্রে মেশিন কিনছে কলকাতা পৌরনিগমের

আর এবার করোনার সংক্রমণ ঠেকাতে চন্দ্রকোণায় সরকারি দফতরগুলি স্যানিটাইজ্ড করার উদ্যোগ নিল প্রশাসন ৷ ঘাটাল দমকল বাহিনীর তরফে স্যানিটাইজ্ড করা হয় চন্দ্রকোণা-2-এর বিডিও অফিস চত্বর ৷ এছাড়াও চন্দ্রকোণার রেগুলেটেড বাজার-সহ আরও কয়েকটি দফতর স্যানিটাইজ্ড করে ঘাটাল দমকল বাহিনী ৷

চন্দ্রকোণা, 5 মে : করোনার সংক্রমণ বাগে আনতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় সমস্ত রাস্তা ও সরকারি দফতর সানিটাইজ্ড করল স্বাস্থ্য দফতর ও দমকল বিভাগ ৷ এই কর্মসূচি আগামী কয়েক দিন চলবে বলে সরকারি সূত্রের খবর ৷

wb_wmid_02_chandrakona_sanitize_vis_7204519
স্য়ানিটাইজেশনের কাজে ব্য়স্ত দমকল বিভাগের কর্মীরা ৷

করোনায় সংক্রমিত হচ্ছেন বহু মানুষ ৷ বাড়ছে মৃত্য়ুও ৷ তাই কোরোনার দ্বিতীয় ঢেউ রুখতে বদ্ধপরিকর জঙ্গলমহল ৷ তবে জঙ্গলমহলের দু’টি মহকুমা বাদে ঘাটাল মহকুমার চন্দ্রকোণায় সংক্রমণের হার সবথেকে বেশি ৷ এই পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে নানা পদক্ষেপ করছে প্রশাসন ৷

প্রত্য়েকে যাতে মাস্ক ব্য়বহার করেন, তা নিশ্চিত করতে চলছে নজরদারি ৷ দোকান, বাজার বসানোর ক্ষেত্রে কঠোরভাবে মানা হচ্ছে দূরত্ব বিধি ৷ মেনে চলা হচ্ছে আংশিক লকডাউনের সমস্ত শর্তও ৷

আরও পড়ুন : করোনা মোকাবিলায় অত্যাধুনিক স্যানিটাইজ়ার স্প্রে মেশিন কিনছে কলকাতা পৌরনিগমের

আর এবার করোনার সংক্রমণ ঠেকাতে চন্দ্রকোণায় সরকারি দফতরগুলি স্যানিটাইজ্ড করার উদ্যোগ নিল প্রশাসন ৷ ঘাটাল দমকল বাহিনীর তরফে স্যানিটাইজ্ড করা হয় চন্দ্রকোণা-2-এর বিডিও অফিস চত্বর ৷ এছাড়াও চন্দ্রকোণার রেগুলেটেড বাজার-সহ আরও কয়েকটি দফতর স্যানিটাইজ্ড করে ঘাটাল দমকল বাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.