মেদিনীপুর, 11 ফেব্রুয়ারি : প্রতিশ্রুতি রক্ষা করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা না-হলে আত্মহত্যা ছাড়া পথ নেই, এই দাবি জানিয়ে এবার গাড়ির ওপর মৃত সেজে বিক্ষোভ দেখালেন 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা (TET Pass Students Agitation)। শুক্রবার এই বিক্ষোভ দেখানো হয় মেদিনীপুর শহরে ৷
এই চাকরি প্রার্থীদের মূল অভিযোগ, পরীক্ষায় পাশ করেও দিনের পর দিন চাকরি না-পাওয়াতে তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে । দু'বেলা দু'মুঠো খাবারের টাকা জুটছে না কারও, সংসার চালাতে না-পেরে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন অনেকে ৷ বিক্ষোভকারীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে ঘোষণা করেছিলেন, টেট পাস করা বেকার যুবক-যুবতীদের চাকরিতে নিয়োগ করবেন ক্ষমতায় আসার পর ৷ কিন্তু তিনি ক্ষমতায় আসার পর তাঁর প্রতিশ্রুতি রাখছেন না । প্রতিশ্রুতি মতো রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মহিলাদের 500, 1000 টাকা করে দিচ্ছেন, সেখানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি তিনি কেন রক্ষা করছেন না, সেই প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা ৷ এদিনের বিক্ষোভে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগ দেন তাঁদের অভিভাবকরাও ৷
আরও পড়ুন : বাড়ছে ভোটর উত্তাপ, বিরোধীদের ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দেওযার অভিযোগ
দাবি পূরণ না-হলে নবান্নের সামনে হুমকি, প্রয়োজনে আত্মঘাতী হওয়ার হুমকি দিয়েছেন চাকরিপ্রার্থীরা ৷ এবার নবান্নে আত্মহত্যার হুমকি দিয়ে পথে নামল 2014 সালের প্রাথমিক টেট পাস করা প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা । এদিন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে ডেপুটেশনও জমা দেন বিক্ষোভকারীরা ৷