ETV Bharat / state

খড়্গপুরে শ্যামাপ্রসাদের নামে হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

author img

By

Published : Feb 23, 2021, 8:07 AM IST

Updated : Feb 23, 2021, 8:50 AM IST

আজ খড়্গপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে নবনির্মিত হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া আইআইটির 66তম কনভোকেশনেও বক্তব্য রাখবেন তিনি ৷

PM Modi
প্রধানমন্ত্রী

খড়্গপুরে, 23 ফেব্রুয়ারি : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে খড়্গপুরে আইআইটির নবনির্মিত হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ ভার্চুয়ালি এই হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ তবে, উদ্বোধনের আগে থাকতেই এই হাসপাতালের নামকরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামে এই হাসপাতালের নামকরণ ঠিক হয়েছিল ৷ কিন্তু রাতারাতি আইআইটি কর্তৃপক্ষ বোর্ড মিটিং করে নাম বদলে ফেলে ৷

শ্যামাপ্রসাদের নামকরণের পিছনে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত আছে কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে ৷ বাংলার রূপকার বিধানচন্দ্র যশস্বী চিকিৎসক হিসেবেও সর্বজনবিদিত ৷ তাঁর রোগীর তালিকায় দেশি-বিদেশি বহু নামকরা ব্যক্তি ছিলেন ৷ রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জওহরলাল নেহরু তো ছিলেনই, ডাক্তার বিধান রায়ের কাছে রোগী হিসাবে এসেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি ৷ মহাত্মা গান্ধী বলেন, “বিধান, দ্য সেফ্টি হ্যান্ড অব ইন্ডিয়া।”এহেন বিধান রায়ের নাম পরিবর্তন করে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের নামকরণ নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যদিও আইআইটি কর্তৃপক্ষের সাফাই, বিসি রায়ের নামে একটি হাসপাতাল থাকার জন্যই এই নামবদল ৷ এই বদল বোর্ডে সর্বসম্মতিতেই হয়েছে ৷ তবে বিধানরায়ের সঙ্গে শ্যামাপ্রসাদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ৷ কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হিসাবে শ্যামাপ্রসাদকে অনেক আবদার করতেন বিধান রায় ৷ শ্যামাপ্রসাদের আকস্মিক মৃত্যুর পর খুব দুৃঃখ পেয়েছিলেন বিধান রায় ৷ শ্যামাপ্রসাদের মৃত্যুর পর তাঁর মা বিধান রায়কে বলেন," বিধান, তুমি থাকতে আমার শ্যামা মারা গেল!"

এই হাসপাতালের উদ্বোধনের পাশাপাশি আইআইটির 66তম কনভোকেশনেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই কথা জানা গিয়েছে ৷ 750 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের আর্থিক সাহায্যে গড়ে উঠেছে ৷ এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় , কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই হাসপাতালটি প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার মধ্যে যোগসূত্রের কাজ করবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে ৷

আরও পড়ুন :শিল্প থেকে বাংলার সংস্কৃতির বেহাল দশা, একসুরে বাম-তৃণমূলকে বিঁধলেন মোদি

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আশা প্রকাশ করা হয়েছে, আইআইটি খড়্গপুরের সাহায্যে এই নবনির্মিত প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা প্রযুক্তিকে আরও উন্নত করে উচ্চ মানের বায়োমেডিক্যাল, ক্লিনিকাল এবং অনুবাদমূলক গবেষণা, দূরবর্তী ডায়াগনস্টিকস, টেলিমেডিসিন, টেলিরেডিওলজি এবং ড্রাগের নকশা ও বিতরণ সম্পর্কিত গবেষণা হবে ৷ স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামের পাশাপাশি এমবিবিএস প্রোগ্রামটিও 2021-22 শিক্ষাবর্ষ থেকে শুরু হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর আশা করা হয়েছে ।

খড়্গপুরে, 23 ফেব্রুয়ারি : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে খড়্গপুরে আইআইটির নবনির্মিত হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ ভার্চুয়ালি এই হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ তবে, উদ্বোধনের আগে থাকতেই এই হাসপাতালের নামকরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামে এই হাসপাতালের নামকরণ ঠিক হয়েছিল ৷ কিন্তু রাতারাতি আইআইটি কর্তৃপক্ষ বোর্ড মিটিং করে নাম বদলে ফেলে ৷

শ্যামাপ্রসাদের নামকরণের পিছনে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত আছে কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে ৷ বাংলার রূপকার বিধানচন্দ্র যশস্বী চিকিৎসক হিসেবেও সর্বজনবিদিত ৷ তাঁর রোগীর তালিকায় দেশি-বিদেশি বহু নামকরা ব্যক্তি ছিলেন ৷ রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জওহরলাল নেহরু তো ছিলেনই, ডাক্তার বিধান রায়ের কাছে রোগী হিসাবে এসেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি ৷ মহাত্মা গান্ধী বলেন, “বিধান, দ্য সেফ্টি হ্যান্ড অব ইন্ডিয়া।”এহেন বিধান রায়ের নাম পরিবর্তন করে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের নামকরণ নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যদিও আইআইটি কর্তৃপক্ষের সাফাই, বিসি রায়ের নামে একটি হাসপাতাল থাকার জন্যই এই নামবদল ৷ এই বদল বোর্ডে সর্বসম্মতিতেই হয়েছে ৷ তবে বিধানরায়ের সঙ্গে শ্যামাপ্রসাদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ৷ কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হিসাবে শ্যামাপ্রসাদকে অনেক আবদার করতেন বিধান রায় ৷ শ্যামাপ্রসাদের আকস্মিক মৃত্যুর পর খুব দুৃঃখ পেয়েছিলেন বিধান রায় ৷ শ্যামাপ্রসাদের মৃত্যুর পর তাঁর মা বিধান রায়কে বলেন," বিধান, তুমি থাকতে আমার শ্যামা মারা গেল!"

এই হাসপাতালের উদ্বোধনের পাশাপাশি আইআইটির 66তম কনভোকেশনেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই কথা জানা গিয়েছে ৷ 750 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের আর্থিক সাহায্যে গড়ে উঠেছে ৷ এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় , কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই হাসপাতালটি প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার মধ্যে যোগসূত্রের কাজ করবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে ৷

আরও পড়ুন :শিল্প থেকে বাংলার সংস্কৃতির বেহাল দশা, একসুরে বাম-তৃণমূলকে বিঁধলেন মোদি

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আশা প্রকাশ করা হয়েছে, আইআইটি খড়্গপুরের সাহায্যে এই নবনির্মিত প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা প্রযুক্তিকে আরও উন্নত করে উচ্চ মানের বায়োমেডিক্যাল, ক্লিনিকাল এবং অনুবাদমূলক গবেষণা, দূরবর্তী ডায়াগনস্টিকস, টেলিমেডিসিন, টেলিরেডিওলজি এবং ড্রাগের নকশা ও বিতরণ সম্পর্কিত গবেষণা হবে ৷ স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামের পাশাপাশি এমবিবিএস প্রোগ্রামটিও 2021-22 শিক্ষাবর্ষ থেকে শুরু হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর আশা করা হয়েছে ।

Last Updated : Feb 23, 2021, 8:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.