পশ্চিম মেদিনীপুর, 25 অক্টোবর : নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও পোস্ট অফিসে দালাল রাজ ৷ আধার কার্ডের বায়োমেট্রিক করানো, সংশোধন এবং নতুন আধার কার্ড করাতে টাকা নেওয়ার অভিযোগ ৷ শালবনীর সুন্দরা এলাকার বাসিন্দাদের থেকে 500-1000 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে ৷ আজ মেদিনীপুর পোস্ট অফিসে গ্রামবাসীদের নিয়ে গিয়ে আধার কার্ডের তথ্য সংশোধন-সহ অন্যান্য কাজ করা গিয়ে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়লেন ওই দালাল ৷
অভিযোগ, শালবনীর সুন্দরার বাসিন্দা শিশুরঞ্জন মাহাতো নামে ওই ব্যক্তি স্থানীয় লোকজনদের জানায়, যাঁদের আধার কার্ডের বায়োমেট্রিকের সমস্যা রয়েছে ৷ আধারে তথ্য ভুল রয়েছে এবং নতুন আধার কার্ড তৈরি করবেন, পোস্ট অফিসে তাঁদের সেই সব কাজ করিয়ে দেবেন তিনি ৷ তার বদলে গ্রামবাসীদের কারও থেকে 200 টাকা, কারও থেকে 500 তো কারও থেকে 1000 টাকা করে নেন শিশুরঞ্জন মাহাতো ৷ এমনকি গ্রামবাসীদের দিয়ে ফর্ম ফিল-আপও করানো হয় ৷ এর পর আজ মেদিনীপুর পোস্ট অফিসে গ্রামবাসীদের নিয়ে গিয়ে লাইনে দাঁড় করায় ৷ কিন্তু, ফিল-আপ করা ফর্মগুলি একের পর এক বাতিল হয়ে যেতেই শিশুরঞ্জন মাহাতোকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ৷
আরও পড়ুন : Fraud Case: সাড়ে 3 কোটির করফাঁকির নোটিস, হতভম্ব রিকশাচালক
হট্টগোল শুনে পোস্ট অফিসের নিরাপত্তারক্ষীরা শিশুরঞ্জন মাহাতোকে পাকড়াও করে ৷ এর পর পোস্ট অফিস কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই গ্রামবাসীদের থেকে সত্যিটা জানতে পারে পুলশি ৷ এর পর শিশুরঞ্জন মাহাতোকে আটক করে নিয়ে যাওয়া হয় ৷ এনিয়ে পোস্ট মাস্টার রাজেন্দ্রনাথ গিরি বলেন, ‘‘পোস্ট অফিসে আধার কার্ড নতুনভাবে তৈরি করতে কোনও টাকা লাগছে না ৷ আধার কার্ড সংশোধন করতে 50 টাকা এবং বায়োমেট্রিক ঠিক করতে 100 টাকা লাগছে ৷ এর বেশি অতিরিক্ত কোনও টাকা লাগছে না ৷’’ যে অভিযুক্ত এই কাজ করেছে, তাঁর সঙ্গে পোস্ট অফিসের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন পোস্ট মাস্টার ৷
আরও পড়ুন : Clash Near Medical College: মেডিক্যাল কলেজের সামনে ধুন্ধুমার, গ্রেফতার অভিযুক্ত ভিকি-সহ 5