ETV Bharat / state

Panchayat Election 2023: করোনাকালে পাশে ছিল বামেরাই, ঘাটালে লালঝান্ডা ধরে মনোনয়ন জমা পরিযায়ী শ্রমিকদের - Panchayat Election 2023

বামেদের হয়ে এবার পঞ্চায়েত নির্বাচনে লড়ার ডাক পরিযায়ী শ্রমিকদের ৷ সোমবার সকলে মিছিল করে মনোনয়ন জমা দিলেন ঘাটাল ব্লক অফিসে ৷

Etv Bharat
বামেদের হয়ে লড়াইয়ের ডাক পরিযায়ী শ্রমিকদের
author img

By

Published : Jun 12, 2023, 7:04 PM IST

মেদিনীপুর, 12 জুন: সিপিএম-তৃণমূল-বিজেপির পাশাপাশি এবার পরিযায়ী শ্রমিকরা পঞ্চায়েত ভোটে লড়ার ডাক দিলেন । পঞ্চায়েতে মনোনয়ন দিয়ে তাঁরা এবারে বামেদের হয়েই লড়াইয়ের ডাক দিলেন । সোমবার দলে দলে পরিযায়ী শ্রমিকরা মনোনয়ন জমা দিতে রওনা দেন ঘাটাল ব্লক অফিসে ।

ঘাটাল ব্লকের দেওয়াচক 1 নং গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করতে নামলেন এই পরিযায়ী শ্রমিকরা । এদিন তারা রীতিমতো মিছিল করে বামেদের হয়ে এই মনোনয়ন জমা দিতে যান সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসে । প্রসঙ্গক্রমে বলা যায়, বছরতিনেক আগে কোভিড বিপর্যয়ের জেরে বাইরের রাজ্যে কর্মরত হাজার হাজার পরিযায়ী শ্রমিক রাজ্যে ফেরে। এর মধ্যে দাসপুর, ঘাটাল ও চন্দ্রকোনা এলাকায় কয়েক হাজার পরিযায়ী শ্রমিক ছিল। যারা সোনার কাজ শিখতে পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যে ৷ করোনাকালে ভিনরাজ্য থেকে ফেরৎ পরিযায়ী শ্রমিকদের পথে জল ও খাবার দিয়ে সাহায্য করেছিল বামেরা । এবার সেই পরিযায়ী শ্রমিকরা বামেদের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে । জঙ্গলমহলের অন্যতম ডিভিশন ঘাটাল এলাকায় এই পরিযায়ী শ্রমিকদেরই মনোনয়ন জমা দেওয়ার ছবি এদিন সামনে এল।

এদিন পাঁচজন শ্রমিক বামেদের হয়েই মনোনয়ন জমা দিতে যান ঘাটাল ব্লক দফতরে । এই 5 প্রার্থী হলেন বিলকিস সুলতানা, আবদুল মান্নান, রাজিবুল ইসলাম, সামসুর নেহার খাতুন, রুবিনা বিবি । এদের অনেকের স্বামী ছিলেন পরিযায়ী শ্রমিক, কেউ বা তাঁদের সহধর্মিনীকেই এই পঞ্চায়েত প্রার্থী করেছেন ।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনার জের, ভিনরাজ্যে কাজ করতে যেতে নারাজ পরিযায়ী শ্রমিকরা

এক পরিযায়ী শ্রমিকের কথায়, "এলাকায় শাসক দলের অত্যাচার রয়েছে । তাছাড়া দীর্ঘদিন আগে রাজ্য থেকে ভিন রাজ্যে আমরা কাজের সুবাদে যাই ৷ সেখান থেকে করোনা বিপর্যয়ের সময় যখন বাড়ি ফিরতে চেয়েছিলাম তখন এই রাজ্য সরকার থেকে কোনওরকম সদিচ্ছা দেখানো হয়নি । অসময়ে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া-সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিল বামেরা । তাই এবারে আমরা লড়াই প্রস্তুতি নিয়েছি । আমরা পঞ্চায়েতে লড়ব শাসকবিরোধী বামেদের হয়ে ।"

মেদিনীপুর, 12 জুন: সিপিএম-তৃণমূল-বিজেপির পাশাপাশি এবার পরিযায়ী শ্রমিকরা পঞ্চায়েত ভোটে লড়ার ডাক দিলেন । পঞ্চায়েতে মনোনয়ন দিয়ে তাঁরা এবারে বামেদের হয়েই লড়াইয়ের ডাক দিলেন । সোমবার দলে দলে পরিযায়ী শ্রমিকরা মনোনয়ন জমা দিতে রওনা দেন ঘাটাল ব্লক অফিসে ।

ঘাটাল ব্লকের দেওয়াচক 1 নং গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করতে নামলেন এই পরিযায়ী শ্রমিকরা । এদিন তারা রীতিমতো মিছিল করে বামেদের হয়ে এই মনোনয়ন জমা দিতে যান সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসে । প্রসঙ্গক্রমে বলা যায়, বছরতিনেক আগে কোভিড বিপর্যয়ের জেরে বাইরের রাজ্যে কর্মরত হাজার হাজার পরিযায়ী শ্রমিক রাজ্যে ফেরে। এর মধ্যে দাসপুর, ঘাটাল ও চন্দ্রকোনা এলাকায় কয়েক হাজার পরিযায়ী শ্রমিক ছিল। যারা সোনার কাজ শিখতে পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যে ৷ করোনাকালে ভিনরাজ্য থেকে ফেরৎ পরিযায়ী শ্রমিকদের পথে জল ও খাবার দিয়ে সাহায্য করেছিল বামেরা । এবার সেই পরিযায়ী শ্রমিকরা বামেদের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে । জঙ্গলমহলের অন্যতম ডিভিশন ঘাটাল এলাকায় এই পরিযায়ী শ্রমিকদেরই মনোনয়ন জমা দেওয়ার ছবি এদিন সামনে এল।

এদিন পাঁচজন শ্রমিক বামেদের হয়েই মনোনয়ন জমা দিতে যান ঘাটাল ব্লক দফতরে । এই 5 প্রার্থী হলেন বিলকিস সুলতানা, আবদুল মান্নান, রাজিবুল ইসলাম, সামসুর নেহার খাতুন, রুবিনা বিবি । এদের অনেকের স্বামী ছিলেন পরিযায়ী শ্রমিক, কেউ বা তাঁদের সহধর্মিনীকেই এই পঞ্চায়েত প্রার্থী করেছেন ।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনার জের, ভিনরাজ্যে কাজ করতে যেতে নারাজ পরিযায়ী শ্রমিকরা

এক পরিযায়ী শ্রমিকের কথায়, "এলাকায় শাসক দলের অত্যাচার রয়েছে । তাছাড়া দীর্ঘদিন আগে রাজ্য থেকে ভিন রাজ্যে আমরা কাজের সুবাদে যাই ৷ সেখান থেকে করোনা বিপর্যয়ের সময় যখন বাড়ি ফিরতে চেয়েছিলাম তখন এই রাজ্য সরকার থেকে কোনওরকম সদিচ্ছা দেখানো হয়নি । অসময়ে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া-সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিল বামেরা । তাই এবারে আমরা লড়াই প্রস্তুতি নিয়েছি । আমরা পঞ্চায়েতে লড়ব শাসকবিরোধী বামেদের হয়ে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.