মেদিনীপুর, 15 অক্টোবর : ফের মাওবাদী পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মেদিনীপুরে ৷ ঘটনাস্থান মেদিনীপুরের রাঙামাটি ৷ স্থানীয় ঐক্যতান ক্লাবের দেওয়ালে চার-পাঁচটি হাতে লেখা পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা । কয়েকজন তৃণমূল কর্মীকে মেরে ফেলার হুমকি দিয়ে ওই পোস্টারগুলি লেখা হয়েছে ৷
সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা পোস্টার গুলির নিচে লেখা রয়েছে মাওবাদী জিন্দাবাদ । স্থানীয় তৃণমূল কর্মী রাজু মান্না , গণেশ মণ্ডল, পল্টু বোস ,মনা রায় সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে পোস্টার টাঙানো হয়েছে ।
পোস্টারে লেখা, "12 লাখ টাকা নিয়েছ ৷ অথচ জায়গা দাওনি ৷ তিন বছর ধরে টাকাও ফেরত দিচ্ছ না ৷ তোমরা মরবে ৷ মাওবাদী জিন্দাবাদ ৷ " কোনও পোস্টারে আবার লেখা রয়েছে, "জমির দালালরা হুঁশিয়ার ৷ তোমাদের মাথা যাবে ৷"
স্থানীয় বাসিন্দারাই সকালবেলায় প্রথম পোস্টারগুলি দেখতে পান ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ প্রথমেই তারা মাওবাদীদের নামে ওই পোস্টারগুলি ছিঁড়ে দেয় ৷ স্থানীয় বাসিন্দাদেরও পোস্টারের ছবি তুলতে বারণ করে পুলিশ ৷ এমন কী যারা যারা ছবি তুলেছে তাদের মোবাইল থেকে ছবি ডিলিট করতেও উদ্যোগী হয় পুলিশ ।
কী বলছেন স্থানীয় বাসিন্দারা ?
রাঙামাটির প্যারামেডিকেলের পিছনের দিকে প্রায় কয়েকশো বিঘা জমি বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে । এই আর্থিক তছরুপের ঘটনা তৃণমূলের জেলা নেতৃত্ব বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গেছে বলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ।
এদিকে মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় জেলা তৃণমূল নেতৃত্ব সরাসরি দায় চাপিয়েছে BJP-র উপর ৷ BJP পরিকল্পিতভাবে এই সব কাজ করে বেড়াচ্ছে বলে দাবি করা হয় জেলা তৃণমূলের তরফে । যদিও BJP নেতৃত্ব পালটা জানায়, "পোস্টার ছড়ানোর বিষয়ে কোনও BJP নেতা-কর্মী যুক্ত নয় ৷ জমির জায়গা বিক্রি করে দালালির টাকা সকলে মিলে ভাগ করে খেয়েছে ৷ তার ফল তারা ভুগছে ।"