ETV Bharat / state

সরকারি প্রকল্পে বাড়ি দেওয়ার বদলে কুপ্রস্তাব, অভিযুক্ত তৃণমূল নেতা - sex

পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বদলে মহিলাকে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগ । অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 9, 2019, 9:18 PM IST

নয়াগ্রাম(পশ্চিম মেদিনীপুর), 9 সেপ্টেম্বর : সরকারি প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার বদলে মহিলাকে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার নয়াগ্রামের ঘটনা । অভিযুক্ত তৃণমূল নেতা কিশোর দণ্ডপাঠ পলাতক ।

অভিযোগ, গতকাল অভিযুক্ত কিশোর দণ্ডপাঠ ওই মহিলার বাড়িতে যায় । বলে, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আবেদন মহিলা করেছিলেন, তা পাইয়ে দেওয়া হবে । তার বদলে মহিলাকে কুপ্রস্তাব দেয় । রাজি না হলে হাত ধরে টানাটানিও করে ওই তৃণমূল নেতা । সরকারি প্রকল্প বাতিল করার হুমকিও দেয় । তবে অভিযোগ অস্বীকার করেন ওই ব্যক্তি ।

আজ গুড়গুড়িপাল থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । এরপর থেকেই সে পলাতক । তবে অভিযোগ অস্বীকার করেছে কিশোর দণ্ডপাঠের পরিবার । অভিযুক্তর স্ত্রী তৃণমূলের প্রাক্তন প্রধান । তিনি বলেন, "আমার স্বামী প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে কথা বলতেই ওই মহিলার বাড়িতে গেছিল । ওর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।"

স্থানীয় BJP নেতা সুজয় দাস বলেন, "ওই ব্যক্তির নামে এর আগেও এধরনের অভিযোগ উঠেছে । অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।"

নয়াগ্রাম(পশ্চিম মেদিনীপুর), 9 সেপ্টেম্বর : সরকারি প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার বদলে মহিলাকে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার নয়াগ্রামের ঘটনা । অভিযুক্ত তৃণমূল নেতা কিশোর দণ্ডপাঠ পলাতক ।

অভিযোগ, গতকাল অভিযুক্ত কিশোর দণ্ডপাঠ ওই মহিলার বাড়িতে যায় । বলে, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আবেদন মহিলা করেছিলেন, তা পাইয়ে দেওয়া হবে । তার বদলে মহিলাকে কুপ্রস্তাব দেয় । রাজি না হলে হাত ধরে টানাটানিও করে ওই তৃণমূল নেতা । সরকারি প্রকল্প বাতিল করার হুমকিও দেয় । তবে অভিযোগ অস্বীকার করেন ওই ব্যক্তি ।

আজ গুড়গুড়িপাল থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । এরপর থেকেই সে পলাতক । তবে অভিযোগ অস্বীকার করেছে কিশোর দণ্ডপাঠের পরিবার । অভিযুক্তর স্ত্রী তৃণমূলের প্রাক্তন প্রধান । তিনি বলেন, "আমার স্বামী প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে কথা বলতেই ওই মহিলার বাড়িতে গেছিল । ওর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।"

স্থানীয় BJP নেতা সুজয় দাস বলেন, "ওই ব্যক্তির নামে এর আগেও এধরনের অভিযোগ উঠেছে । অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।"

Intro:কাটমানির পর এবার ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য মহিলাকে কুপ্রস্তাব এক তৃণমূল নেতার , তৃণমূল নেতা কিশোর দন্ডপাঠ পলাতক ঘটনার পর থেকে পলাতক ,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার নয়াগ্রামে l
Body:কাটমানির পর এবার ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য মহিলাকে কুপ্রস্তাব এক তৃণমূল নেতার , তৃণমূল নেতা কিশোর দন্ডপাঠ পলাতক ঘটনার পর থেকে পলাতক ,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার নয়াগ্রামে l


কাটমানির পর এবার ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরূদ্ধে l বর্তমানে অভিযুক্ত তৃণমূল নেতা কিশোর দন্ডপাঠ পলাতক l
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার নয়াগ্রামে l অভিযোগ, ঐ এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধান রুনু দন্ডপাঠের স্বামী কিশোর দন্ডপাঠ গতকাল এলাকার এক মহিলা মালতী দোলুই এর বাড়িতে যায় কিশোর বাবু l সেই সময় মহিলার বাড়িতে কেউ না থাকায় ঐ মহিলাকে সরকারি বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলে এবং তার পরিবর্তে ঐ মহিলাকে অবৈধ সম্পর্ক রাখার কথাও বলে l তাতে রাজী না হওয়ায় হাত ধরে টানাটানিও করে বলে অভিযোগ l মহিলা বিষয়টি তার স্বামী সহ এলাকার মানুষদের জানালে অভিযুক্ত তৃণমূল নেতা পালিয়ে যায় l ঘটনার পর আজ ঐ অভিযুক্তের বিরূদ্ধে গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করেছে ঐ মহিলা l

মালতি দলুই জানান কিশোর বাবু এসে তাকে বলে যে তার প্রধান মন্ত্রী আবাস যোজনার বাড়ি এসে গিয়েছে এবং তাকে বাড়ির ভেতরে যেতে বলেন l সে সময় তিনি বাড়ির ভেতরে গেলে তার হাত ধরে ধরে টানাটানি করে এবং দুদিন তার সঙ্গে থাকার হুমকি দেন ,না হলে বাড়ি ক্যানসিল করে দেওয়া হবে বলেও তাকে হুমকি দেওয়া হয় l এরপর মালতি দেবী স্বামী এবং শ্বশুর-শাশুড়ি বাড়ি ফিরে বিষয় খুলে বলে l এরপর এলাকাবাসীকে জানালে তারা কিশোর দণ্ডপাট ডাকেন এবং তাকে চাপ সৃষ্টি করলে সে জানায় এরকম কথা সে কখনো বলেনি l এরপরই মালতি দেবী থানায় অভিযোগ দায়ের করেন l এর পরেই ঘর থেকে পালিয়ে যায় কিশোর বাবু l তৃণমূলের প্রাক্তন প্রধান রুনু দন্ডপাঠ কে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান এই আবাস যোজনার বাড়ি এলে গ্রাহকের বাড়িতে গিয়ে সই স্বাক্ষর করতে হয় l তার স্বামী সেই কাজই করতে গেছিল l স্বামীর বিরূদ্ধে এগুলো মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান রুনু দন্ডপাঠ l মালতী দলুই কেন অভিযোগ করেছে সে বিষয়ে বলতে পারব না l তাছাড়া কেনই কিশোর বাবু তারপর থেকে বেপাত্তা ,এ বিষয়ে সঠিক জানিনা l এলাকার বিজেপি নেতা সুজয় দাস বলেন, ঐ ব্যক্তির নামে এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে l অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে বিজেপি l নিয়ে গ্রামে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে l Conclusion:কাটমানির পর এবার ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য মহিলাকে কুপ্রস্তাব এক তৃণমূল নেতার , তৃণমূল নেতা কিশোর দন্ডপাঠ পলাতক ঘটনার পর থেকে পলাতক ,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার নয়াগ্রামে l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.