নয়াগ্রাম(পশ্চিম মেদিনীপুর), 9 সেপ্টেম্বর : সরকারি প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার বদলে মহিলাকে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার নয়াগ্রামের ঘটনা । অভিযুক্ত তৃণমূল নেতা কিশোর দণ্ডপাঠ পলাতক ।
অভিযোগ, গতকাল অভিযুক্ত কিশোর দণ্ডপাঠ ওই মহিলার বাড়িতে যায় । বলে, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আবেদন মহিলা করেছিলেন, তা পাইয়ে দেওয়া হবে । তার বদলে মহিলাকে কুপ্রস্তাব দেয় । রাজি না হলে হাত ধরে টানাটানিও করে ওই তৃণমূল নেতা । সরকারি প্রকল্প বাতিল করার হুমকিও দেয় । তবে অভিযোগ অস্বীকার করেন ওই ব্যক্তি ।
আজ গুড়গুড়িপাল থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । এরপর থেকেই সে পলাতক । তবে অভিযোগ অস্বীকার করেছে কিশোর দণ্ডপাঠের পরিবার । অভিযুক্তর স্ত্রী তৃণমূলের প্রাক্তন প্রধান । তিনি বলেন, "আমার স্বামী প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে কথা বলতেই ওই মহিলার বাড়িতে গেছিল । ওর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।"
স্থানীয় BJP নেতা সুজয় দাস বলেন, "ওই ব্যক্তির নামে এর আগেও এধরনের অভিযোগ উঠেছে । অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ।"