মেদিনীপুর, 14 ফেব্রুয়ারি: বুধবার জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক সভা করবেন তিনি (CM Mamata Banerjee's Meeting in West Medinipur) ৷ সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত ভোটের আগে তাঁর এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ প্রশাসনিক সভা থেকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন ৷ সেই সঙ্গে নতুন রাস্তা, জল-সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ৷
রাত ফুরোলেই জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে মেদিনীপুর শহরের কলিজিয়েট মাঠে ৷ প্রায় 8 মাস আগে জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এরপর এবার তিনি ফের জেলা সফর করছেন ৷ তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক সভা করবেন ৷ এরপর সেখান থেকে যাবেন পুরুলিয়াতে ৷ সেখানে সভা করার পর তিনি বাঁকুড়ায় সভা করে ফিরে যাবেন কলকাতায় ৷ এই মুহূর্তে মেদিনীপুর কলেজের কলিজিয়েট মাঠে হেলিপ্যাড করা হয়েছে অস্থায়ীভাবে ৷ সেখান থেকে মুখ্যমন্ত্রী সভা করার পর পুরুলিয়ার উদ্দেশে রওনা দেবেন ৷
গতকাল থেকে এই হেলিপ্যাডে নেমে ট্রায়াল দিচ্ছে এক ডামি হেলিকপ্টার ৷ কোনও রকম নিরাপত্তায় গলদ রাখতে চাইছে না নবান্ন ৷ সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী 15 ফেব্রুয়ারি সন্ধ্যেবেলায় গাড়িতে মেদিনীপুর সার্কিট হাউসে যাবেন ৷ 16 ফেব্রুয়ারি কলিজিয়েট মাঠে সভা করবেন ৷ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা এই মঞ্চ থেকে তিনি তুলে দিবেন বেনিফিশিয়ারিদের হাতে ৷ এছাড়াও বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন ৷ সঙ্গে নতুন প্রকল্পের ঘোষণাও করবেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: মেদিনীপুরে মমতার সভার প্রস্তুতি তুঙ্গে, মাধ্যমিকের আগে সফর ঘিরে উঠছে প্রশ্ন
অন্যদিকে আট মাস আগে ঘাটালের বীরসিংহ গ্রামে বর্ণপরিচয় তোরণের যে কাজ তিনি দিয়েছিলেন তারও হাল হকিকত খতিয়ে দেখবেন মমতা ৷ কারণ বীরসিংহ গ্রামের বর্ণ পরিচয় তোরণ এবং বীর সিংহ গেটের জন্য সরকার 1 কোটি 70 লক্ষ টাকা বরাদ্দ করেছিল ৷ যদিও, এদিন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, বাংলার সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা তুলে দেবেন ৷ মুখ্যমন্ত্রী সেই সঙ্গে নতুন 500টি রাস্তা, জল-সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন ৷ এখন জঙ্গলমহলের মানুষ সেইদিকেই তাকিয়ে আছে ৷