ETV Bharat / state

Illegal Construction in Midnapore : অবৈধভাবে ফ্ল্যাট নির্মাণের জেরে মেদিনীপুরে ধসল বাড়ি

জমির মাফিয়ার দাপট ৷ পৌরসভার নিষেধ সত্ত্বেও অবৈধভাবে ফ্ল্যাট নির্মাণ (Illegal Construction of Flat) ৷ ধসল বাড়ি, ভাঙ্গল রাস্তা (House collapsed in Midnapore ) ৷

Unauthorised building work
Illegal Construction
author img

By

Published : Apr 14, 2022, 3:17 PM IST

মেদিনীপুর, 14 এপ্রিল : প্রোমোটার এবং অবৈধ জমি কারবারিদের দাপটে নাজেহাল জঙ্গলমহল মেদিনীপুর (Illegal Construction various places of Midnapore) । খোদ মেদিনীপুর শহরে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে প্রতিদিন । শহরের 25টি ওয়ার্ড তো বটেই, গ্রাম অঞ্চলগুলোও ফ্ল্যাট নির্মাণ চলছে ৷

পাশাপাশি রাতের অন্ধকারে বড় বড় যন্ত্রপাতি এনে চলছে প্রমোটিংয়ের কাজ । এরকমই এক অবৈধ নির্মাণকে কেন্দ্র করে সমস্যায় পড়েছেন বিধাননগরের কাউন্সিলর ও ওয়ার্ডবাসীরা (House collapsed during work) । তাঁরা এই ঘটনার প্রতিকার চেয়ে পৌরপ্রধান, মহকুমাশাসক, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ৷ তবুও প্রমোটিং বন্ধ হয়নি । উল্টে চলছে বড় বড় যন্ত্রপাতি দিয়ে কান ফাটানো আওয়াজ সহযোগে প্রমোটিংয়ের কাজ ।

অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলরকে না জানিয়েই রাতারাতি অবৈধ নির্মাণ করছেন বিশ্বনাথ ঘোষ নামে এক প্রোমোটার । যার ফলে এলাকার ক্ষতি হচ্ছে ৷ এলাকার কংক্রিটের রাস্তা ধসে গেছে ৷ ফ্ল্যাট নির্মাণের ফলে আশেপাশে বাড়ি দু'টি নড়বড়ে হয়ে ধসে পড়ছে (Unauthorised building work) ।

অবৈধভাবে ফ্ল্যাট নির্মাণের জেরে মেদিনীপুরে ধসল বাড়ি

মায়া পাল নামে 70 বছর বয়সি বিধবা মহিলা যিনি চিকিৎসার জন্য বাইরে ছিলেন । তিনি তিন মাস পর এসে দেখছেন তাঁর বাড়ির পাঁচিল ভেঙে নিচে পড়ে গেছে । বাড়ি এক পাশে হেলে পড়েছে । যে কোনও সময় ভেঙ্গে পড়তে পারে । ফলে বাড়িছাড়া হয়ে ওই বৃদ্ধা মিঁয়াবাজার এলাকায় তাঁর মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ।

এবিষয়ে 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় বলেন, "10 বছরের জন্য কাউন্সিলর থাকাকালীন কোনওরকম অবৈধ নির্মাণে সম্মতি আমি দিইনি । নতুন করে ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব নেওয়ার দিন থেকে সমস্ত কাজ নখদর্পণে রেখেছি । যে প্রোমোটার এই রাস্তা ও বাড়ি ভেঙে কাজ করছেন তিনি কোনও কথাই শুনছেন না ।"

আরও পড়ুন : Allegation of rape in Pingla : বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, কাঠগড়ায় পুলিশও

মেদিনীপুর, 14 এপ্রিল : প্রোমোটার এবং অবৈধ জমি কারবারিদের দাপটে নাজেহাল জঙ্গলমহল মেদিনীপুর (Illegal Construction various places of Midnapore) । খোদ মেদিনীপুর শহরে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে প্রতিদিন । শহরের 25টি ওয়ার্ড তো বটেই, গ্রাম অঞ্চলগুলোও ফ্ল্যাট নির্মাণ চলছে ৷

পাশাপাশি রাতের অন্ধকারে বড় বড় যন্ত্রপাতি এনে চলছে প্রমোটিংয়ের কাজ । এরকমই এক অবৈধ নির্মাণকে কেন্দ্র করে সমস্যায় পড়েছেন বিধাননগরের কাউন্সিলর ও ওয়ার্ডবাসীরা (House collapsed during work) । তাঁরা এই ঘটনার প্রতিকার চেয়ে পৌরপ্রধান, মহকুমাশাসক, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ৷ তবুও প্রমোটিং বন্ধ হয়নি । উল্টে চলছে বড় বড় যন্ত্রপাতি দিয়ে কান ফাটানো আওয়াজ সহযোগে প্রমোটিংয়ের কাজ ।

অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলরকে না জানিয়েই রাতারাতি অবৈধ নির্মাণ করছেন বিশ্বনাথ ঘোষ নামে এক প্রোমোটার । যার ফলে এলাকার ক্ষতি হচ্ছে ৷ এলাকার কংক্রিটের রাস্তা ধসে গেছে ৷ ফ্ল্যাট নির্মাণের ফলে আশেপাশে বাড়ি দু'টি নড়বড়ে হয়ে ধসে পড়ছে (Unauthorised building work) ।

অবৈধভাবে ফ্ল্যাট নির্মাণের জেরে মেদিনীপুরে ধসল বাড়ি

মায়া পাল নামে 70 বছর বয়সি বিধবা মহিলা যিনি চিকিৎসার জন্য বাইরে ছিলেন । তিনি তিন মাস পর এসে দেখছেন তাঁর বাড়ির পাঁচিল ভেঙে নিচে পড়ে গেছে । বাড়ি এক পাশে হেলে পড়েছে । যে কোনও সময় ভেঙ্গে পড়তে পারে । ফলে বাড়িছাড়া হয়ে ওই বৃদ্ধা মিঁয়াবাজার এলাকায় তাঁর মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ।

এবিষয়ে 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় বলেন, "10 বছরের জন্য কাউন্সিলর থাকাকালীন কোনওরকম অবৈধ নির্মাণে সম্মতি আমি দিইনি । নতুন করে ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব নেওয়ার দিন থেকে সমস্ত কাজ নখদর্পণে রেখেছি । যে প্রোমোটার এই রাস্তা ও বাড়ি ভেঙে কাজ করছেন তিনি কোনও কথাই শুনছেন না ।"

আরও পড়ুন : Allegation of rape in Pingla : বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, কাঠগড়ায় পুলিশও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.